মহিলা নন পিঙ্কি, ধর্ষণের চার্জশিট
র্ষণের ঘটনায় অভিযুক্ত জাতীয় অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক জন্মগত ভাবেই মহিলা নন। এমনই দাবি করে সোমবার বারাসত আদালতে চার্জশিট দিল পুলিশ। ওই চার্জশিটে বলা হয়েছে, ডাক্তারি পরীক্ষার রিপোর্ট থেকে জানা গিয়েছে, পিঙ্কি মহিলা নন। পুলিশি তদন্তে পিঙ্কির বিরুদ্ধে আনা ধর্ষণ ও প্রতারণার অভিযোগের সত্যতাও মিলেছে বলেও ওই চার্জশিটে বলা হয়েছে।
বারাসত আদালতে পেশ করা ওই চার্জশিটে পিঙ্কির বিরুদ্ধে ধর্ষণ (ভারতীয় দণ্ডবিধির ৩৭৬), প্রতারণা (৪১৭), ভয় দেখানো (৫০৬), মারধর (৩২৫)-সহ মোট ৬টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বারাসত আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শান্তময় বসু বলেন, “ডাক্তারি পরীক্ষার রিপোর্ট মোতাবেক পিঙ্কি প্রামাণিককে পুরুষ জানিয়েই আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ মোট ৬টি অভিযোগে মামলা দায়ের হয়েছে।”
এই চার্জশিট প্রসঙ্গে পিঙ্কি এ দিন বলেন, “পুলিশ আমাকে প্রথম থেকেই হেনস্থা করছে। আমাকে পুরুষ বলে পুলিশ গ্রেফতার করেছিল। এখন ফের চার্জশিট দিয়ে আমাকে পুরুষ বলে হেনস্থা করতে চাইছে। মানসিক ভাবে খুবই বিপর্যস্ত বোধ করছি।” চার্জশিট জমা দেওয়ার খবর পেয়ে পুরুলিয়ার বাঘমুন্ডি থেকে তাঁর বাবা দুর্গাচরণ প্রামাণিকও বলেন, “পিঙ্কি মেয়েই। ওকে ফোন করে সাহস দিয়েছি।”
চলতি বছরের জুন মাসে পিঙ্কির বিরুদ্ধে প্রতারণা, ধর্ষণের অভিযোগ আনেন অনামিকা আচার্য নামে বাগুইআটির এক মহিলা। অভিযোগে তিনি বলেন, “পিঙ্কি আসলে পুরুষ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন তাঁর সঙ্গে সহবাস করেছেন পিঙ্কি। এখন মারধর করে তাঁকে ভয় দেখাচ্ছেন।”
এর পরেই বাগুইআটি থানার পুলিশ পিঙ্কিকে ১৪ জুন রাতে গ্রেফতার করে। কিন্তু জাতীয়-আন্তর্জাতিক প্রতিযোগিতায় যিনি মহিলা হিসেবে দেশকে অনেক পদক এনে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে এক মহিলার দায়ের করা ধর্ষণের অভিযোগে তোলপাড় হয় রাজ্য। জেলে থাকাকালীন পিঙ্কির সঙ্গে পুলিশ ‘অশালীন’ আচরণ করে বলে বিতর্কও হয়। ঘটনায় নাটকীয় মোড় নেয় যখন আদালতের নির্দেশে ডাক্তারি পরীক্ষার পরেও বারাসত জেলা হাসপাতাল জানিয়ে দেয়, পিঙ্কি পুরুষ না মহিলা তা নির্ণয় করা যায়নি। কারণ ওই পরীক্ষার পরিকাঠামোই নেই বারাসত হাসপাতালে।
এর পরে আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে পিঙ্কির ফের ডাক্তারি পরীক্ষা হয়। পরে পিঙ্কির ক্রোমোজোম পরীক্ষা হয় হায়দরাবাদের কেন্দ্রীয় গবেষণাগারে। তাদের রিপোর্টে জানা গিয়েছে পিঙ্কির ক্রোমোজোম XYY। মহিলাদের ক্রোমোজোম হয় XX এবং পুরুষের XY। অর্থাৎ জন্মগত বা জিনগত ভাবেই পিঙ্কি মহিলা নন, ডাক্তারি পরিভাষায় তিনি ‘সিউডোহার্মাফ্রোড্রাইট’।
কী ভাবে বোঝা গেল পিঙ্কি মেয়ে নন?
• শরীরে নারীত্বের বিশেষ কোনও প্রকাশ নেই।
• যোনি নেই, ঋতুস্রাবও হয় না, পুরুষাঙ্গের সামান্য আভাস।
• দেহে লুকোনো প্রস্টেট এবং শুক্রাশয় পাওয়া গিয়েছে।
• সাধারণ পরীক্ষায় পিঙ্কির লিঙ্গ নিশ্চিত করা যায়নি।
• তাই কেরিওটাইপিং পরীক্ষার প্রয়োজন হয়।
• ক্রোমোজোমের কী ধরন তা জানতেই এই পরীক্ষা।
• পরীক্ষা হয় হায়দরাবাদের কেন্দ্রীয় গবেষণাগারে।
• পুরুষের ক্রোমোজোম হয় এক্স-ওয়াই।
• মেয়েদের শরীরে এক্স-এক্স-ক্রোমোজোম থাকে।
• পিঙ্কির ক্রোমোজম এক্স-ওয়াই-ওয়াই।
• জেনেটিক্সে একে সিউডোহার্মাফ্রোডাইট বলে।
• রক্তে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের মাত্রাধিক্য।
• পুরুষাঙ্গ রয়েছে, যদিও তা দিয়ে সহবাস সম্ভব নয়।
তা হলে চার্জশিটে ধর্ষণ বলা হল কেন?
• আইনের ভাষা মেনেই ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
• এ ক্ষেত্রে পালন করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ।
• ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টাও ধর্ষণ।
• সে ক্ষেত্রে যৌন সংযোগ স্থাপন (পেনিট্রেশন) জরুরি নয়।
দীর্ঘদিন দমদম সেন্ট্রাল জেলে আটক থাকার পরে বর্তমানে অবশ্য জামিনে মুক্ত রয়েছেন পিঙ্কি। দুর্গাপুজো থেকে শুরু করে সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও দেখা গিয়েছে তাঁকে। পুলিশ পিঙ্কিকে পুরুষ বলে রিপোর্ট দেওয়ায় খুবই খুশি অনামিকা আচার্য। নিজের পেশাগত কারণে অনামিকা এখন শিলিগুড়িতে। এই খবরে উচ্ছ্বসিত অনামিকা বলেন, “পিঙ্কি নামী অ্যাথলিট বলে অনেকেই তখন আমার বক্তব্য মানতে চাননি। ওই অভিযোগ যে মিথ্যা ছিল না আজ তা প্রমাণিত হল।” তিনি চান, এ বার পিঙ্কির শাস্তি হোক। প্রতারণার জন্য তাঁকে দেওয়া সব পদক ফিরিয়ে নেওয়া হোক। অনামিকার অভিযোগ, “শুধু আমি নয়, আরও কয়েক জনের সঙ্গে সম্পর্ক রাখত পিঙ্কি। ওর চাকরিটাও যাওয়া দরকার। সরকারের দেওয়া জমিও কেড়ে নেওয়া উচিত।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.