|
|
|
|
হিমঘরের ভাড়া বাড়ানোর দাবি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ভাড়া বৃদ্ধির দাবিতে একদিনের প্রতীকী কর্মবিরতি পালনের ডাক দিলেন হিমঘর মালিকেরা। ১৯ নভেম্বর রাজ্যের সব হিমঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিমঘরের ভাড়া বৃদ্ধি জন্য দীর্ঘদিন ধরেই সরকারের কাছে দাবি জানিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল কোল্ড চেন অ্যান্ড কোল্ড স্টোরেজ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। সংগঠনগুলির বক্তব্য, সরকার এ নিয়ে চিন্তাভাবনা করেনি। সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার চেয়ারম্যান সুনীল রানা ও দুই সংগঠনের জয়েন্ট কমিটির চেয়ারম্যান রামপদ পাল জানিয়েছেন, “বিদ্যুতের দাম বাড়ছে। বাড়ছে কর্মীদের বেতন, রক্ষণাবেক্ষণের খরচ। প্রতি বছরই হিমঘর মালিকদের ক্ষতি হচ্ছে। এ বার ভাড়া না বাড়ালে হিমঘর চালানো সম্ভব নয়। তাই আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি।”
দেশের অন্য যে সব রাজ্যে আলু চাষ হয়, সেখানে কুইন্টাল প্রতি হিমঘর ভাড়া ১৫০ থেকে ২০০ টাকা। অথচ এ রাজ্যের দক্ষিণবঙ্গে কুইন্টাল প্রতি ভাড়া ১০১ টাকা ও উত্তরবঙ্গে ১০৯ টাকা। হিমঘর মালিকদের দাবি, কুইন্টাল প্রতি হিমঘরের ভাড়া ১৫০ টাকা করতে হবে। কারণ, ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে কুইন্টাল প্রতি বিদ্যুৎ খরচ বেড়েছে ৩০ থেকে ৪৫ টাকা, কর্মীদের মাইনে ৬১৬১ থেকে বেড়ে হয়েছে ৭৭৭৯ টাকা। মাল ওঠানো-নামানোর খরচও ৯ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ১৪ টাকা ৬০ পয়সা হয়েছে। এই পরিস্থিতিতে হিমঘরের ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই বলেই হিমঘর মালিকদের বক্তব্য।
এখন আলু চাষের সময়। ফেব্রুয়ারিতে মাঠ থেকে আলু তোলা শুরু হবে। তখন হিমঘর খুলবে। চাষিরা আলু রাখবেন। হিমঘর মালিকদের কথায়, “হিমঘর খোলার আগেই ভাড়া নির্ধারণ করতে হবে।” তাই তাঁরা চাইছেন, যাতে জানুয়ারির মধ্যেই এ বিষয়ে রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। যদি প্রতীকী কর্মবিরতিতে দাবি আদায় না হয়, তাহলে লাগাতার ধর্মঘটে যাবেন হিমঘর মালিকেরা। পশ্চিম মেদিনীপুরে ২৫ লক্ষ কুইন্টাল আলু চাষ হয়। জেলার ৮০টি হিমঘরে প্রায় ২২ লক্ষ কুইন্টাল আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। সারা রাজ্যে প্রায় ১০০ লক্ষ কুইন্টাল আলু উৎপাদন হয়। সংরক্ষণের ব্যবস্থা রয়েছে প্রায় ৬০ লক্ষ কুইন্টাল। একবার হিমঘর বন্ধ হয়ে গেলে আলু পচে নষ্ট হবে। তাছাড়াও হিমঘর শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু শ্রমিক ও কর্মী। ক্ষতিগ্রস্ত হবেন তাঁরাও। সুনীলবাবুর কথায়, “আমরা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চাইছি।” |
|
|
|
|
|