টুকরো খবর |
অলিচিকি শিক্ষক নিয়োগ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শেষ দফার অলিচিকি পার্শ্ব-শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। ৫০ শতাংশ বা তার বেশি সাঁওতালি ছাত্রছাত্রী রয়েছে, এমন স্কুলে অলচিকি জানা পার্শ্ব-শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। এই জেলায় ৪৪৮টি পদে অলচিকি শিক্ষক প্রয়োজন বলে সমীক্ষায় উঠে আসে। প্রথম দু’দফায় ৩৩৫ জন পার্শ্ব-শিক্ষক নিয়োগও করা হয়। শেষ দফায় সর্বশিক্ষা অভিযান প্রকল্পে ১১৩ জন পার্শ্ব-শিক্ষক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদনপত্র সংগ্রহ শেষ। এ বার পরীক্ষা ১০০ নম্বরের। সর্বশিক্ষার জেলা প্রকল্প আধিকারিক শাশ্বতী দাস বলেন, “দ্রুত পরীক্ষা নিয়ে বাকি পদগুলিতে শিক্ষক নিয়োগের জন্য পদক্ষেপ করা হচ্ছে।”
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শনিবার দুপুরের পর সোমবার সকাল। ফের ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটল মেদিনীপুরে। সেই রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় দুর্ঘটনা। সোমবার সকালে সাইকেল নিয়ে লাইন পেরোনোর সময় মৃত্যু হয়েছে সুদর্শন ভৌমিক (৫৬) নামে এক ব্যক্তির। বাড়ি মেদিনীপুর শহরের ঝর্ণাডাঙ্গায়। পুলিশ জানিয়েছে, সুদর্শনবাবু খড়্গপুর মহকুমা হাসপাতালের কর্মী। রোজ ট্রেনে করে খড়্গপুরে যেতেন। এদিন সকালে ট্রেনে করেই মেদিনীপুরে ফেরেন। পরে স্টেশন থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। সাইকেল নিয়ে লাইন পেরোনোর সময় রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। শনিবার দুপুরে এই মেদিনীপুরেই ট্রেনে কাটা পড়ে মুরলী ঘোড়ই (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। পথচলতি মানুষের অসতর্কতার ফলে এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন রেল-কর্তৃপক্ষ।
|
প্রকৃতি পাঠ শিবির |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শেষ হল প্রকৃতি পাঠ শিবির। মেদিনীপুর সায়েন্স সেন্টারের উদ্যোগে এবং সর্বশিক্ষা মিশন প্রকল্পের আর্থিক সহায়তায় এই শিবির হয় মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল হাইস্কুলে। সোমবার থেকে শুরু হওয়া এই শিবির শেষ হয়েছে শনিবার। ৬ দিনের শিবিরে ৩০টি স্কুলের ২৪০ জন ছাত্রছাত্রী যোগ দেয়। হাতেকলমে নানা প্রাকৃতিক ঘটনার পরীক্ষা, দূরবীক্ষণে আকাশ দেখা, প্রকল্প তৈরি প্রভৃতি শেখানো হয়। শুরুতে প্রাক্ মূল্যায়ন এবং শেষে পরবর্তী মূল্যায়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের গুণগত মান বৃদ্ধির বিষয়টি দেখা হয়েছে। এর ফলে ছাত্রছাত্রীদের বিজ্ঞান- চর্চায় উৎসাহ বাড়বে বলে করছেন সায়েন্স সেন্টারের সম্পাদক সুচাঁদ পান।
|
ধর্ষণের চেষ্টা, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ধনঞ্জয় সাহু। বাড়ি খড়্গপুর লোকাল থানার জকপুরের ঘোলাগেড়িয়ায়। রবিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন বছর পঁয়ত্রিশের এক মহিলা। অভিযোগ, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করেন ধনঞ্জয়। মহিলার বেশ কিছু অশ্লীল ছবিও তোলেন তিনি। মহিলার লিখিত অভিযোগ পাওয়ার পরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
|
স্কুলভোটে গোষ্ঠীদ্বন্দ্ব |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্কুল নির্বাচনে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই হল। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে দলের ক্ষমতাসীন গোষ্ঠী। রবিবার কেশিয়াড়ির দুধেবুধে ট্রাইবাল হাইস্কুলের পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। তৃণমূলের দুই গোষ্ঠী ছাড়াও প্রার্থী দিয়েছিল সিপিএম। ৬টি আসনের মধ্যে ৪টিতে জেতেন তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠী সমর্থিত প্রার্থীরা। একটিতে বিক্ষুব্ধ গোষ্ঠীর সমর্থিত প্রার্থী, বাকি একটিতে জয়ী হয়েছেন সিপিএম সমর্থিত প্রার্থী। সোমবার বিজয় মিছিল করে তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠী। স্কুল নির্বাচন ঘিরে গোষ্ঠী কোন্দলের কথা কার্যত স্বীকার করেছেন তৃণমূলের কেশিয়াড়ি ব্লক সভাপতি জগদীশ দাস। তিনি বলেন, “ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমাদের উপদলও প্রার্থী দিয়েছিল।”
|
রঞ্জার জঙ্গলে মাইন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তল্লাশি চালিয়ে ল্যান্ডমাইন উদ্ধার করল যৌথ বাহিনী। নম্বর প্লেটহীন মোটরবাইকও মিলেছে। সোমবার সকালে যৌথ বাহিনীর একটি দল শালবনির রঞ্জার জঙ্গলে তল্লাশি চালিয়ে ল্যান্ডমাইনটি উদ্ধার করে। মাইনটি মাটিতে পোঁতা ছিল। অদূরে রাখা ছিল বাইকটি। একসময় এই এলাকায় মাওবাদী সক্রিয়তা ছিল। ২০১০ সালের জুন এই জঙ্গলেই যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মারা যায় ৬ জন মাওবাদী। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
|
ডেবরায় ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দু’দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট হল ডেবরার চকনরসিংহপুরে। স্থানীয় পল্লিশ্রী ক্লাবের উদ্যোগে শনি ও রবিবারস এই দু’দিন ধরে টুর্নামেন্ট চলেছে। মোট ৮টি দল যোগ দিয়েছিল। ফাইনালে ওঠে রাধামোহনপুরের যাত্রিক ক্লাব ও পল্লিশ্রী ক্লাব। ১-০ গোলের ব্যবধানে আয়োজক ক্লাবকে হারিয়ে জয়ী হয়েছে রাধামোহনপুরের ক্লাবটি। রবিবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রঘু নন্দী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সমীর মুখোপাধ্যায় প্রমুখ।
|
বিজয়া সম্মিলনী |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রবিবার খড়্গপুর শহরের প্রেমবাজার প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল বিজয়া সম্মিলনী। হিজলি উন্নয়ন সমিতি বাঁচাও কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গান,আবৃত্তি-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন সংগঠনের সদস্যরা। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্থানীয় সমস্যা নিয়েও আলোচনা করেন তাঁরা।
|
প্রশিক্ষণ শিবির |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রবিবার খড়্গপুরের ইন্দা বালিকা বিদ্যালয়ে হল কর্মী প্রশিক্ষণ শিবির। সিপিএমের খড়্গপুর শহর জোনাল কমিটি আয়োজিত শিবিরে জোনাল কমিটির অর্ন্তগত ৫টি লোকাল কমিটির সদস্য যোগদান করেন। |
|