অঙ্গনওয়াড়িতে মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে গিয়ে খাবারের মান নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সোমবার অন্ডালের পরাশকোলে তৃণমূল কার্যালয় উদ্বোধনের পাশাপাশি এলাকার তিনটি অঙ্গনওয়াড়িতে যান তিনি। সকাল সাড়ে ৯টা নাগাদ নাগাদ অন্ডালের খান্দরা ভগতপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে মন্ত্রী দেখেন, দু’জন কর্মীর মধ্যে এক জন শিক্ষিকা। তিনি অনুপস্থিত। রান্না করা খিচুড়ি দেখে তিনি বলেন, “খিচুড়ি না ভাত, বোঝা যাচ্ছে না।” মন্ত্রীকে বাসিন্দারা জানান, এই কেন্দ্রের শিক্ষিকা ১০টায় এসে ঘণ্টাখানেকের মধ্যে বাড়ি চলে যান। লেখাপড়া কিছু হয় না। এর পরে রুইদাস পাড়ায় গিয়ে দেখেন, একটি ক্লাবে সিপিএমের পতাকা উড়ছে। সেখানেই চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এ দিন সেটি ছিল তালাবন্ধ। সেখানে বাসিন্দারা তাঁকে জানান, মাসে দশদিনের বেশি কেন্দ্রটি খোলে না। এর পরে জয়পুরিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখেন, যে ডাল রান্না হচ্ছে তাতে পোকা রয়েছে। সেখান থেকে তিনি ডালের কিছুটা নমুনা প্যাকেটে ভরে নিয়ে যান। মন্ত্রীর আশ্বাস, অনিয়ম দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর পরে জামুড়িয়া বাজারে এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিছু ক্ষণ কাটিয়ে চলে যান শ্যামাপ্রসাদবাবু।
|
ছয় দোকানে চুরি দুর্গাপুরে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক রাতে ছ’টি দোকানে চুরি হল কোকওভেন থানার শ্যামপুর মোড় সংলগ্ন সুকান্ত বাজারে। রবিবার গভীর রাতের ঘটনা। একটি দোকানের মালিক সঞ্জয় হালদার জানান, তাঁর গাড়ির যন্ত্রাংশের দোকান। সকালে এসে দেখেন, টিনের চাল ফুটো করে বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। মুদি দোকানের মালিক দীনেশ মুখোপাধ্যায় জানান, চাল ফুটো করে চোরের দল জিনিসপত্র নিয়ে পালিয়েছে। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ যায়। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করার আশ্বাস দিয়েছে পুলিশ। |