কেতুগ্রামে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
রসুই তরুণ সঙ্ঘের পরিচালিত ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে সোমবার কেতুগ্রামে জিতল হুগলির শ্যাওড়াফুলি একাদশ। উদ্যোক্তাদের মাঠে তারা ২-১ গোলে হারায় বোলপুর টাউন ক্লাবকে। প্রথমার্ধে বোলপুর আত্মঘাতী গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে শ্যাওড়াফুলির হয়ে পরপর দু’টি গোল করেন দিব্যেন্দু দাস ও অবিনাশ নায়ক। ২৫ নভেম্বর এই প্রতিযোগিতার ফাইনালে শ্যাওড়াফুলি খেলবে অম্বুজা স্পোর্টিং একাদশের সঙ্গে।
|
জয়ী শ্যাওড়াফুলি
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
রসুই তরুণ সঙ্ঘের পরিচালিত ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে সোমবার কেতুগ্রামে জিতল হুগলির শ্যাওড়াফুলি একাদশ। উদ্যোক্তাদের মাঠে তারা ২-১ গোলে হারায় বোলপুর টাউন ক্লাবকে। প্রথমার্ধে বোলপুর আত্মঘাতী গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে শ্যাওড়াফুলির হয়ে পরপর দু’টি গোল করেন দিব্যেন্দু দাস ও অবিনাশ নায়ক।
|
চ্যাম্পিয়ন ভারুচা
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
নৈশ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ভারুচা স্পোর্টিং ক্লাব। রবিবার মন্তেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে সুভাষ সঙ্ঘের পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতায় ভারুচা হারায় বসন্তপুর ক্রিকেট ক্লাবকে। ফাইনালে প্রথমে ব্যাট করে বসন্তপুর নির্ধারিত ৬ ওভারে করে ৬৬ রান। জবাবে ভারুচা দু’বল বাকি থাকতে রান তুলে নেয়।
|
জয়ী ভালুকজোড়
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
বড়থল নেতাজি সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় বিজয়ী হল ভালুকজোড় একাদশ। বড়থল মাঠে তারা বড়ডাঙা মিলন সঙ্ঘকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য। ম্যাচের সেরা বিজয়ী দলের তাপস বাউড়ি।
|
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তারাপদ ও রবি কোড়া এবং গৌতম চট্টোপাধ্যায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল রামনগর ইন্দ্রজিৎ অ্যাকাডেমি। বীরকুলটি মাঠে তারা মেটেল ধাওড়া ছাত্র সমিতিকে ৪-০ গোলে হারায়। ফাইনালের সেরা বিজয়ী দলের অনন্ত বাউড়ি। |