রেষারেষিতে উল্টোল বাস, কুলটিতে প্রাণ গেল যুবকের |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
দু’টি মিনিবাসের রেষারেষিতে প্রাণ গেল একটি বাসের খালাসির। জখম হলেন আরও অন্তত দশ জন। তাঁদের মধ্যে পাঁচ জনই মহিলা। সোমবার কুলটিতে ঘটনাটি ঘটে। আহতদের আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। আশঙ্কাজনক এক জনকে ইতিমধ্যেই অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনোজ গুপ্ত (৩০)।
পুলিশ ও জখম বাসযাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে, এ দিন দুপুর ১টা নাগাদ আসানসোল থেকে বরাকরগামী ও আসানসোল থেকে ডিসেরগড়গামী দু’টি মিনিবাস দ্রুত বেগে জিটি রোড ধরে একই দিকে যাচ্ছিল। কুলটি থানার কাঁকরশোলের কাছে বাস দু’টি রেষারেষি শুরু করে। গতিতে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ডিসেরগড়গামী বাসটি রাস্তার পাশে উল্টে যায়। বাস উল্টে যেতে দেখে এলাকার বাসিন্দারা ছুটে যান। বাসের কাচ ও জানালা ভেঙে জখম যাত্রীদের বের করে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলটি থানার পুলিশ। উল্টে যাওয়া বাসের চালক পলাতক। বরাকরগামী বাসটিকেও ধরা যায়নি। |
দুর্ঘটনার পরে। —নিজস্ব চিত্র। |
এ দিকে, এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কাঁকরশোলে এই রাস্তা ধরে মিনিবাসগুলি লাগামছাড়া গতিতে যাতায়াত করে। প্রায় প্রতিদিনই একাধিক মিনিবাস নিজেদের মধ্যে রেষারেষি করতে করতে যায়। হাসাপাতালে শুয়ে আহত যাত্রী বাবু বৈদ্য অভিযোগ করেন, “অনেক ক্ষণ ধরেই বাস দু’টি নিজেদের মধ্যে রেষারেষি করছিল। দুর্ঘটনার আশঙ্কায় ভুগছিলাম। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ জোড়ে ঝাকুনি দিয়ে বাসটা আছড়ে পড়ল।” শিল্পাঞ্চলের জিটি রোড ধরে মিনিবাসের লাগামছাড়া গতিতে চলা ও নিজেদের মধ্যে রেষারেষির ঘটনা নতুন কিছু নয়। পুলিশের তরফেও একাধিক বার মিনিবাস চালকদের সতর্ক করা হয়েছে। জানা গিয়েছে, আসানসোল থেকে ডিসেরগড় রুটের বাসটি নিয়ামতপুর হয়ে ডিসেরগড়ে যায়। আবার বরাকরগামী বাসটি নিয়ামতপুর হয়ে বরাকর যায়। ফলে এই দু’টি বাস নিয়ামতপুর পর্যন্ত বেশি সংখ্যায় যাত্রী তোলার জন্য নিজেদের মধ্যে রেষারেষি করতে থাকে। এই দুর্ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুরের এডিসিপি (ট্রাফিক) সুব্রত গঙ্গোপাধ্যায়। রেষারেষির কারণে যদি দুর্ঘটনাটি ঘটে থাকে, তবে দোষী চালক ও খালাসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ রায়।
|