টুকরো খবর
কোটায় ভর্তি বন্ধ স্নাতকে
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নির্দেশে স্টাফ কোটায় স্নাতক স্তরে ভর্তি নেওয়া বন্ধ করার কথা ঘোষণা করলেন রায়গঞ্জ ইউনির্ভাসিটি কলেজ কর্তৃপক্ষ। বুধবার দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশিস বিশ্বাস সাংবাদিক সম্মেলন করে ওই কথা ঘোষণা করেন। সম্প্রতি কলেজের রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী দেবস্মিতা মুখোপাধ্যায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলেন। তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে চিঠি পাঠান। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজকে ভবিষ্যতে স্নাতক স্তরে স্টাফ কোটায় ভর্তি না নেওয়ার নির্দেশ দেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, “গত কয়েক দশক ধরেই শিক্ষাকর্মীদের ছেলে মেয়েদের স্নাতর স্তরে প্রথম বর্ষে স্টাফ কোটায় ভর্তি নেওয়া হচ্ছিল। উপাচার্যের নির্দেশে শুধুমাত্র মেধার ভিত্তিতেই পড়ুয়াদের স্নাতক স্তরে নেওয়া হবে।” প্রথম বর্ষে পদার্থবিদ্যায় ২৪ আসন। উচ্চমাধ্যমিকে ৮৫.৫ শতাংশ অবধি নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়েছে। রায়গঞ্জ করোনেশন থেকে বিজ্ঞানে ৮৪ শতাংশ পেয়ে উচ্চমাধ্যমিক পাশ দেবস্মিতার অভিযোগ, “যোগ্যতার নিরিখে কম নম্বর পাওয়া ছাত্রকে স্টাফ কোটায় ভর্তি করা হয়েছে।”

ধর্ষণে সাজা দশ বছরের
শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণির দুই ছাত্রীকে ধর্ষণ করার দায়ে গৃহশিক্ষক তথা রেলকর্মী অসীম কর্মকারকে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিল আদালত। বুধবার ফাস্ট ট্র্যাকের তৃতীয় কোর্টের বিচারক গোপাল চন্দ্র কমর্কার ওই রায় দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, মালদহ শহরের ২০ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাড়িতে থেকে রেলকর্মী অসীম কর্মকার প্রাইভেট টিউশনি করতেন। ওই দুই ছাত্রীর পরিবারের অভিযোগ ছিল, পড়ানোর সময় দু’জনকে ভয় দেখিয়ে ওই শিক্ষক বেশ কয়েকবার ধর্ষণ করেন। এমনকী, বাড়িতে জানালে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। সরকারী আইনজীবী নিখিলবিহারী গুপ্ত জানান, ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি গৃহশিক্ষকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগ জানানোর পর অভিযুক্ত গৃহশিক্ষক পালিয়ে গেলেও দু’দিনের মধ্যে পুলিশ তাঁকে গ্রেফতার করে। প্রায় ১ বছর মামলা চলার পর মঙ্গলবার আদালত ওই গৃহশিক্ষককে দোষী সাব্যস্ত করে। সাজা ঘোষণার পর আদালত চত্বরে ওই ছাত্রীদের পরিবারের লোকজন কেঁদে ফেলেন। তাঁরা জানান, গৃহশিক্ষকের উপযুক্ত শাস্তি হয়েছে। ভবিষ্যতে এমন কাজ করার সাহস কেউ পাবে না। পাশাপাশি, ৮ বছরের এক বালিকাকে ধর্ষণ অভিযোগে হেসামুদ্দিন নামে এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক জিমূতবাহন বিশ্বাস। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালের ৩ জুলাই রাতে চাঁচল থানার বাকসারিয়া গ্রামে বাড়িতে ঢুকে এক বালিকাকে ধর্ষণের অভিযোগ ছিল সাজাপ্রাপ্তের বিরুদ্ধে। দীর্ঘ ৭ বছর মামলা চলার পর এদিন আদালত সাজা ঘোষণা করেছে বলে সরকারি আইনজীবী মধুশ্রী সিংহ জানিয়েছেন।

সচেতনতায় পুলিশ
নারী ও শিশু পাচার রুখতে স্কুল ও কলেজের পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ার কাজে নামল উত্তর দিনাজপুর জেলা পুলিশ। বুধবার জেলা পুলিশ এবং রায়গঞ্জ ইউনির্ভাসিটি কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে কলেজ চত্বরে আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্য-সহ জলা পুলিশের কর্তারা। পুলিশ সুপার জানান, বিভিন্ন রাজ্যে কাজ ও বিয়ের প্রলোভন দেখিয়ে পাচার হয়ে যাওয়া কয়েকজন মহিলা ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। জেলার সব স্কুল কলেজে পড়ুয়াদের মধ্যে আমরা এই ধরনের সচেতনতা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি।

জনসভা পিছোল
সাধারণ ধর্মঘট ও পরিবহণ ধর্মঘটের জন্য কোচবিহারে জনসভা পিছিয়ে দিল কংগ্রেস। দলীয় সূত্রেই জানা গিয়েছে, ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার কোচবিহার শহীদ বাগে ওই সভার ডাক দেওয়া হয়েছিল। পাশাপাশি ওই দিন শহরে মিছিলও করার কর্মসূচি নেওয়া হয়। পরবর্তীতে নতুন করে ২৬ সেপ্টেম্বর কর্মসূচি নেওয়া হয় বলে কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী জানান।

তালা ভেঙে চুরি
বাড়ির দরজার তালা ভেঙে এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়না লুঠ করে পালাল দুষ্কৃতীরা। বুধবার ইসলামপুর থানার পাওয়ারহাউস পাড়ায় ঘটনাটি ঘটে। শহরে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ জানায়, স্টেশনারি দোকানের মালিক ওই ব্যবসায়ীর নাম তমাল সান্যাল। চাকরি সূত্রে তাঁর স্ত্রী শিলিগুড়িতে থাকেন। মা দিদির বাড়িতে থাকায় বাড়ি ফাঁকা ছিল। বিকালে দোকান থেকে এসে তিনি ঘটনাটি দেখেন।

হাড়ি দিল পুরসভা
পুর এলাকার মহিলা ক্ষুদ্র সঞ্চয় দল এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে অ্যালুমিনিয়ামের হাড়ি বিলি করল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। বুধবার রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে পুরসভার তরফে শহরের ৪৯৮ টি মহিলা ক্ষুদ্র সঞ্চয় দলের ৬৬৪ জন এবং ৫৫৯টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ৪০০০ সদস্যর হাতে হাঁড়ি তুলে দেন চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত। পুরসভার প্রকল্প আধিকারিক শ্যামল সেনগুপ্ত জানান, ক্ষুদ্র সঞ্চয় দল ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের কাজের উৎসাহ বাড়াতেই এই উদ্যোগ।

গ্রেফতার দুই
বাড়ি ফেরার পথে দুই যুবককে অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে গ্রেফতার হল দুই ব্যক্তি। মঙ্গলবার রাতে বালুরঘাট থানার খরাইল এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, চঞ্চল সরকার ও শুভঙ্কর মন্ডলকে জখম অবস্থায় বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে রানা দেবনাথ ও অখিল দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত রাজু দেবনাথকে ধরতে এলাকায় তল্লাশি চলছে।

বিক্ষোভ
মিডডে মিলে নিম্ন মানের চাল ব্যবহারের অভিযোগে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বুধবার ইসলামপুর থানার ছৌচিয়া এলাকাতে ঘটনাটি ঘটে। অভিযোগ, নিম্ন মানের চাল ব্যবহার করা হচ্ছে। চালে পোকা রয়েছে। এলাকার কাউন্সিলর তথা ইসলামপুরের প্রাক্তন ভাইস চেয়ারম্যান মুজাফর হোসেন জানান, চাল নিয়ে ডিলারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি দেখা হচ্ছে।

পাশে শ্রমিকেরা
দুঃস্থ একশো পড়ুয়ার হাতে হাজার টাকা করে সাহায্য তুলে দিল তৃণমূল নিয়ন্ত্রিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উত্তর দিনাজপুর জেলা কমিটি। মঙ্গলবার রায়গঞ্জের পুর বাসস্ট্যান্ড এলাকায় বিশ্বকর্মা পুজোর মন্ডপ থেকে ওই টাকা দেওয়া হয়। জেলা সভাপতি অরিন্দম সরকার বলেন, “দুঃস্থ ছেলেমেয়েদের হাজার টাকা করে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত হয়েছে।”

সেতুর শিলান্যাস
রাধিকাপুরে টাঙন নদীতে সেতুর শিলান্যাস হল বুধবার। করেন কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথনাথ রায়। এতদিন বাসিন্দারা ঝুঁকি নিয়ে রেল সেতুর ওপর দিয়ে যাতায়াত করতেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.