সেই রোনাল্ডোই উদ্ধার করল রিয়ালকে
ম্যাঞ্চেস্টার সিটি-২ (জেকো, কোলারভ)
রিয়াল মাদ্রিদ-৩ (মার্সেলো, বেঞ্জিমা, রোনাল্ডো)
কেই বলে ওস্তাদের মার শেষ রাতে! পুরো ম্যাচটাতে বিনোদনের মশলা খুব একটা ছিল না। দু’দলেই যদিও বড় তারকার ছড়াছড়ি। তাদের মধ্যে মহানায়ক সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওর ইনজুরি টাইমের গোলেই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম বড় ম্যাচ থেকেই তিন পয়েন্ট ঘরে তুলল রিয়াল।
নতুন মরসুমের সবে শুরুর দিক। তার সঙ্গে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মোরিনহোর সঙ্গে টিমের কয়েক জনের ঝামেলা। বিশেষ করে রোনাল্ডোকে ঘিরে রিয়ালের সংসারে তো এই সে দিনও রীতিমতো অশান্তি লেগেছিল! এ সব কারণেই মনে হল রিয়ালের খেলায় ছন্দের এত অভাব। তা-ও ম্যাচটা জিতে যাওয়ায় মানসিক ভাবে অনেকটা লাভবান হল রোনাল্ডো-দি’মারিয়ারা। নক-আউটে এই দল আরও সংগঠিত হবে।
শেষ মুহূর্তে গোলের উল্লাস।ছবি: এএফপি
ঘরের মাঠ বের্নাবৌতে দু’বার পিছিয়ে পড়েছিল রিয়াল। তবে দু’বারই গোল শোধ করে দেয় অল্প সময়ের মধ্যেই। ম্যাচে সব মিলিয়ে পাঁচটা গোল হলেও এত তারকা বোঝাই দু’টো টিমের খেলায় প্রথম গোলের দরজা খুলতেই লেগে গেল ৬৯ মিনিট। এডিন জেকোর গোলে ১-০ এগিয়ে গিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। সাত মিনিটের মধ্যে মার্সেলো সেটা শোধ দেয়। মিনিট পাঁচেক বাকি থাকতে কোলারভ যখন সরাসরি ফ্রি-কিক থেকে গোল করল তখন ভাবলাম এটাই শেষ। কারণ, রিয়াল বেশি আক্রমণে গেলেও সেগুলো যে অসম্ভব ভাল মুভ ছিল বলতে পারব না। এমনকী গোটা ম্যাচের কোনও গোলই সে রকম অসাধারণ নয়। রোনাল্ডো মাঝে মাঝে দূর থেকে শট নিলেও খুব আহামরি খেলতে পারেনি। অনেকবারই সিটির ডিফেন্সে আটকে গিয়েছে।
কিন্তু আমাকে ভুল প্রমাণ করল বেঞ্জিমা। ২-২ করতে সময় লাগল দু’মিনিট। ইগুয়াইনের পরিবর্তে বেঞ্জিমা নামার পর রিয়ালের আক্রমণ আরও ধারালো হয়েছিল। তার সঙ্গে আমি ম্যান সিটির রক্ষণকেও দায়ী করব গোল খাওয়ার জন্য। এর পরের গোলটার জন্য মনে হল এমনকী রিয়ালের ফ্যানরাও তৈরি ছিল না। তারা হয়তো ভেবেছিল, হার তো বাঁচানো গিয়েছে! তখনই বাঁ দিক থেকে ভিতরে ঢুকে শট নিয়েছিল রোনাল্ডো। বলটা ঠিক সামনে বাউন্স করাতে আরও অসুবিধায় পড়ে গিয়েছিল সিটির গোলকিপার হার্ট। একটা আকর্ষণহীন ম্যাচ রিয়াল জিতল রোনাল্ডোর ব্যক্তিগত দক্ষতার গোলের জন্য।
অ্যাওয়ে ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি দু’টো গোল করে রাখলেও টিভিতে মঙ্গলবার রাতে ম্যাচটা দেখতে দেখতে মনে হল, ম্যাঞ্চেস্টারে ফিরতি ম্যাচে এগিয়ে থাকবে রিয়ালই। তত দিনে মরসুম শুরুর এই সাদামাঠা ফর্ম কাটিয়ে উঠবে মোরিনহোর ছেলেরা। আশা করি, টিমের ঝামেলাও মিটে যাবে। শত্রুর ডেরায় গিয়েও ওজিল-রোনাল্ডো-দি’মারিয়ারা কিন্তু সিলভা-তেভেজদের থেকে অনেক ভাল পারফর্ম করার ক্ষমতা রাখে।

জয়ী আর্সেনাল, প্যারিস সাঁ জাঁ
চ্যাম্পিয়ন্স লিগে আর এক ইংলিশ ক্লাব আর্সেনাল জিতল। অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ হারাল মঁপেলিয়েরকে। আর্সেনালের গোল দু’টি করেন পোডলস্কি এবং জের্ভিনহো। এসি মিলান অবশ্য সান সিরোয় হতাশাজনক গোলশূন্য ড্র করল অ্যান্ডারলেখ্টের সঙ্গে। তবে ঘরের মাঠে বড় জয় পেল কার্লো আন্সেলোত্তির প্যারিস সাঁ জাঁ। ডাইনামো কিয়েভকে ৪-১ হারাতে গোলগুলি করেন ইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভা, অ্যালেক্স ও পাস্তোরে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.