|
|
|
|
আবাসন দিবস |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বুধবার আবাসন দিবস পালিত হল পশ্চিম মেদিনীপুর জেলায়। জেলা পরিকল্পনা ভবনের এক অনুষ্ঠানে এদিনই ৪৯ জনের হাতে বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির চেক তুলে দেওয়া হয়। ইন্দিরা আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য আগেই প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছিলেন তাঁরা। সেই টাকায় বাড়ি তৈরির কাজও শুরু হয়ে গিয়েছিল। এ বার দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ায় বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে পারবেন। ৪৯ জনের মধ্যে মেদিনীপুর সদর ব্লকের ৩৯ জন ও বিনপুর-১ ও ২ ব্লকের ৫ জন করে ১০ জনের হাতে ওই চেক তুলে দেওয়া হয়েছে। এ দিনের অনুষ্ঠানে জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, স্থানীয় বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি ও জেলা সভাধিপতি অন্তরা ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
এ দিন জেলাস্তরে আবাসন দিবস পালিত হয়েছে। আজ, বৃহস্পতিবার থেকে ব্লক স্তরে কর্মসূচি হওয়ার কথা। সেখানে উপভোক্তাদের হাতে দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেওয়া হবে। যে সব গরিব মানুষের বসবাসের উপযোগী বাড়ি নেই, বা যাঁরা একেবারেই গৃহহীন তাঁদের সরকারের একাধিক গৃহ প্রকল্প রয়েছে। কিন্তু ইন্দিরা আবাস যোজনা, নিজ ভূমি নিজ গৃহ, আমার ঠিকানা, আমার বাড়ির মতো প্রকল্পগুলি রূপায়ণে শ্লথ গতির অভিযোগ দীর্ঘদিনের। যাতে দ্রুত প্রকল্প বাস্তবায়িত করা যায়, সে জন্যই আবাসন দিবস পালন।
এ দিনই ‘নিজ ভূমি নিজ গৃহ’ প্রকল্পে জমি দেওয়া হয় কেশপুরের ২৩টি গরিব পরিবারকে। তেঘরি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসে জমির কাগজপত্র বিলি করেন বিডিও মহম্মদ জামিল আখতার। আগামী দিনে এদের ইন্দিরা আবাস যোজনার টাকাও দেওয়া হবে। এদিন যাঁদের হাতে জমির কাগজপত্র তুলে দেওয়া হয়েছে, তাঁদের সকলেই তফসিলি জাতি-উপজাতি সম্প্রদায় ভুক্ত। ব্লক প্রশাসন সূত্রে খবর, এ বার সংশ্লিষ্ট এলাকায় নতুন রাস্তা তৈরি হবে। একশো দিনের কাজ প্রকল্পে জমির উন্নতিকরণ করা হবে। এই সব কাজের সঙ্গে যুক্ত থাকবেন স্থানীয় মানুষেরাই। এক- একটি পরিবারকে ৫ ডেসিমেল করে জমি দেওয়া হয়েছে। |
|
|
|
|
|