টুকরো খবর |
আজ পথে বিজেপি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ফের বিজেপি’র জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় |
বিজেপি’র পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেন তুষার মুখোপাধ্যায়। জেলা সভাপতি হিসেবে বুধবার তাঁর নাম ঘোষণা করেন দলের রাজ্য নেতৃত্ব। বিভিন্ন জেলায় বিজেপি’র সাংগঠনিক নির্বাচন চলছে। জেলাতেও নির্বাচন হল। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনের জন্য মেদিনীপুরে এসেছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক শমীক ভট্টাচার্য। জেলা সভাপতি পদের জন্য একমাত্র তুষারবাবুই মনোনয়ন জমা দেন। আজ, বৃহস্পতিবার ধর্মঘট সফল করতে বিজেপি রাস্তায় নামবে বলে এ দিন জানান শমীকবাবু। তিনি বলেন, “বাংলায় কখনও নিরামিষ বন্ধ হয় না। আমাদের কর্মী-সমর্থকেরা বাস আটকাবেন, রেল অবরোধ করবেন, পথ অবরোধ করবেন।” কর্মীদের উদ্দেশে তাঁর আহ্বান, “যে কোনও মূল্যে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরকে স্তব্ধ করে দিতে হবে।” ‘কেন্দ্রে কংগ্রেসের বিদায় আসন্ন’ বলেও মন্তব্য করেন এই বিজেপি নেতা।
|
মিছিলে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও নানা দাবিতে বুধবার ডেবরায় মিছিল করে তৃণমূল। ডেবরা থেকে বালিচক পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক রাধাকান্ত মাইতি, দলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, নির্মল ঘোষ, ব্লক সভাপতি রতন দে। রাজ্য সরকারের উদ্যোগে যে সব উন্নয়নমূলক কাজকর্ম চলছে, তাতে সকলের সহযোগিতা চেয়েও আবেদন জানানো হয়। মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ার মিছিলে নেতৃত্ব দেন দলের জেলা সভাপতি দীনেন রায়। তিনি বলেন, “জঙ্গলমহলে এখন শান্তি প্রতিষ্ঠা হয়েছে। উন্নয়ন শুরু হয়েছে। সবার উচিত, এ কাজে সরকারকে সহযোগিতা করা।”
|
ঘরে ফেরানোর দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ঘরছাড়াদের ফেরানোর দাবিতে জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি দিলেন কেশপুরে নেপাল ঘোষ, গোলাম মোর্তাজা গোষ্ঠীর তৃণমূল সমর্থকেরা। তাঁদের অভিযোগ, এখনও ২২৭ জন দলীয় সমর্থক ঘরছাড়া। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জন্যই দোগাছিয়া, পঞ্চমী, ইছাইপুর, রণপাড়া-সহ কয়েকটি গ্রামের ওই সব তৃণমূল সমর্থকেরা এলাকা ছেড়ে মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। তাঁদের ফেরানোর ব্যবস্থা করার দাবিই বুধবার জেলা পুলিশ সুপারকেব জানানো হয়। পুলিশও এ ক্ষেত্রে আশ্বাস দিয়েছে।
|
বিজ্ঞান প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিজ্ঞান প্রদর্শনী শুরু হয়েছে পিংলার যোগেন্দ্রনাথ হাজরা মেমোরিয়াল গালর্স হাইস্কুলে। মঙ্গলবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আজ, বৃহস্পতিবার পর্যন্ত। সর্বশিক্ষা মিশন এবং সায়েন্স সেন্টারের সহযোগিতায় প্রদর্শনীর আয়োজন করেছেন স্কুল কর্তৃপক্ষ। ছাত্রীদের তৈরি বিভিন্ন মডেল দেখতে ভিড় জমিয়েছে অন্য স্কুলের পড়ুয়ারা। সায়েন্স সেন্টারের সম্পাদক সুচাঁদ পান বলেন, “এর ফলে ছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বাড়বে। ছাত্রীরা হাতেকলমে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে পারবে।”
|
অবৈধ গ্যাস, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অবৈধ ভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত রাখার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ৪০টি গ্যাস সিলিন্ডার। গড়বেতা বাসস্ট্যান্ডের পাশে এক গুদামে সিলিন্ডারগুলি মজুত করে রাখা হয়েছিল বলে অভিযোগ। বুধবার জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও গড়বেতা পুলিশ যৌথ ভাবে তল্লাশি চালায়। দীপক ধাড়া ও দিলীপ গড়াই নামে ২ জনকে গ্রেফতার করা হয়।
|
নতুন দায়িত্ব
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলার একটি ডেপুটি ডিএল অ্যান্ড এলআরও পদে যোগ দিলেন শাশ্বতী দাস। তিনি সর্বশিক্ষা অভিযান প্রকল্পের জেলা প্রকল্প আধিকারিক থাকার পাশাপাশি অন্য কয়েকটি দফতরের দায়িত্বও সামলাচ্ছিলেন। জেলার দু’টি ডেপুটি ডিএল অ্যান্ড এলআরও এর মধ্যে একটি পদ দীর্ঘদিন শূন্য ছিল। মঙ্গলবার তিনি নতুন পদে যোগ দিলেও আগের দায়িত্বগুলিও তাঁকেই সামলাতে হবে।
|
ল্যান্ডমাইন উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর কোতয়ালির চাঁদড়ার ভাদুলিয়া থেকে একটি ল্যান্ডমাইন উদ্ধার করল যৌথ বাহিনী। বুধবার সকালে তল্লাশি চালানোর সময়ই মাইনটি উদ্ধার হয়। কে বা কারা এখানে ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল, তদন্তে তা খতিয়ে দেখছে পুলিশ। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “ভাদুলিয়া থেকে একটি ল্যান্ডমাইন উদ্ধার হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।”
|
প্রতিষ্ঠা দিবস
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
মঙ্গলবার উত্তর তালবাগিচায় স্থানীয় দেশবন্ধু ক্লাবের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হল। সকালে চিত্তরঞ্জন দাশের প্রতিকৃতিতে মালা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শিশুদের জন্য পার্কের উদ্বোধন করেন পুরপ্রধান জহরলাল পাল। উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি বিনিময় কুণ্ডু, বর্তমান সভাপতি আশুতোষ চৌধুরী, ক্লাব সম্পাদক রতন কর্মকার প্রমুখ। সন্ধ্যায় দোদুল চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। |
|