টুকরো খবর
থানায় জটিলতার নিষ্পত্তি
একটি থানায় দু’জন আইসিকে নিয়ে গত এক সপ্তাহ ধরে টানাপোড়েনের জেরে তৈরি হওয়া জটিলতার নিষ্পত্তি হল। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ঘটনা। মঙ্গলবার বিকালে পূর্বতন আইসি সত্যব্রত বাগচী নতুন আইসি অসীম গোপকে দায়িত্ব হস্তান্তর করায় সমস্যা মেটে। পুর্বতন আইসি সত্যব্রত বাগচী বদলি হলেও নতুন আইসি অসীম গোপকে গঙ্গারামপুর থানার দায়িত্ব হস্তান্তর না করায় জটিলতা তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ সেপ্টেম্বর নতুন আইসি অসীমবাবু গঙ্গারামপুর থানায় যোগ দেন। সত্যব্রতবাবু চলে যাওয়ার প্রস্তুতি নেন। কিন্তু অসুস্থতার কথা বলে দায়িত্ব হস্তান্তর না করে ছুটিতে যান। তার পরে তিনি ফের আইসি’র দায়িত্ব সামলাতে থাকেন। একই থানায় দুই জনকে আইসিকে নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “থানার লকআপ, মালখানা ইত্যাদির দায়িত্ব হস্তান্তরে কিছু নিয়ম ও পদ্ধতি থাকে। নবনিযুক্ত আইসি থানার পূর্ণদায়িত্ব পেয়ে গিয়েছেন। আর কোনও সমস্যা নেই।” গত অগস্টের শেষে রাজ্য পুলিশের নির্দেশে গঙ্গারামপুর থানার আইসি সত্যব্রত বাগচীকে বদলি হন। তাঁকে ১ সেপ্টেম্বরের মধ্যে জলপাইগুড়ির গোয়েন্দা শাখার ইন্সপেক্টর পদে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মালদহ জেলা পুলিশের দুর্নীতি দমন বিভাগ থেকে বদলি হয়ে গঙ্গারামপুর থানার আইসি হয়ে আসেন অসীম গোপ।

মহিলাদের আন্দোলন
অবৈধ মদের ঠেক বন্ধ করতে সমিতি গড়ে আন্দোলন করছেন মহিলারা। সেই মদ বিরোধী আন্দোলনে সামিল হওয়ায় স্ত্রীকে বেধড়ক পেটাচ্ছিলেন মদ্যপ স্বামী। তা জানতে পেরে কয়েকজনকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন সমিতির সম্পাদিকা। সম্পাদিকা-সহ ৩ জনকে বেধড়ক মারধর করার অভিযোগে মদ্যপ ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মালদহের রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতে বিনপাড়ায় সোমবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ধৃতের নাম শিবু মন্ডল। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “পুলিশ জেলা জুড়েই অবৈধ মদের ঠেক বন্ধে অভিযান চালাচ্ছে। মহিলারাও আন্দোলনে নেমেছেন। বাসিন্দারা সক্রিয় হলে পুলিশের কাজ অনেক সহজ হয়ে যায়।” বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় ৭টি মদের ঠেক রমরমিয়ে চলছিল। মাসখানেক আগে কাহালা মহিলা সমিতি গড়ে মহিলারা আন্দোলনে নামেন। ৪টি ঠেক ভেঙে দেওয়ার পাশাপাশি মহিলাদের আন্দোলনের জেরে ৩টি ঠেকও বন্ধ হয়ে গিয়েছে।

গ্রেফতার সাত জন
ইসলামপুরের জিয়াখুড়িতে তৃণমূল সমর্থকের খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার গভীর রাতে ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে তিন জন সিপিএম সমর্থক বলে জানানো হয়েছে। গত সোমবার সকালে পাট চুরি নিয়ে সালিশি সভায় দুই পক্ষের গোলমাল হয়। এক দুষ্কৃতীর গুলিতে তৃণমূল সমর্থক সহিদুল রহমান মারা যান। বোমার আঘাতে এক তৃণমূল সমর্থক জখম হন। অভিযোগের আঙুল ওঠে সিপিএমের দিকে। তৃণমূল রাতেই থানায় অভিযোগ করে। অভিযোগে ১০৩ জনের নাম রয়েছে। এসডিপিও সুবিমল পাল বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে। ৭ জনকে ধরা হয়েছে। একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও দুটি বোমা উদ্ধার হয়। পুলিশি টহল চলছে।” সিপিএমের ইসলামপুর জোনাল সম্পাদক স্বপন গুহ নিয়োগী বলেন, “মিথ্যা মামলায় সমর্থকদের ধরা হচ্ছে। তিনজনকে ধরা হয়েছে। ঘটনার সময় অন্যত্র ছিলেন, এমন প্রমাণ থাকার পরেও তৃণমূলের নির্দেশে পুলিশ তাদের ধরেছে।”

প্রাণ বাঁচাতেই বেঘর ‘ডাইনি’
ডাইনি অপবাদে প্রাণ ভয়ে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে গত তিনদিন থেকে এক বৃদ্ধা ঘর ছাড়া রয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার চক খেতাব গ্রামের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম টুনি হাঁসদা। তাঁর বয়স ৬২ বছর। ওই বৃদ্ধার অভিযোগ, গ্রামের কয়েকজনের মৃত্যুর পরে তাকে ডাইনি বলে চিহিৃত করে এলাকার কয়েকজন বাসিন্দা। তারা বৃদ্ধার বাড়িতে হামলা করে বলে অভিযোগ। সেই সময় ওই বৃদ্ধা তাঁর মেয়েকে নিয়ে পালিয়ে ভাইয়ের বাড়িতে আশ্রয় নেন। ডিএসপি উত্তম দাস বলেন, “মঙ্গলবার অভিযোগ পেয়ে গ্রামে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তরা পালিয়ে গিয়েছে।”

ধৃত ‘অপহরণকারী’
বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার কালিয়াগঞ্জ থানার পূর্ব রামপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। উদ্ধার হয়েছে নাবালিকাও। পুলিশ জানায়, ধৃতের নাম চিতুন রায়। ওই এলাকাতেই তার বাড়ি। পেশায় দিনমজুর ওই যুবক গত ২৮ অগস্ট স্থানীয় শঙ্করপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ১৬ বছর বয়সী প্রতিবেশি এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে দিল্লিতে নিয়ে যায় বলে অভিযোগ। কিশোরীর বাবা পুলিন রায় গত ১ সেপ্টেম্বর চিতুনের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন।

বিদ্যুৎ বিল বিভ্রাট
ভ্যানরিকশা চালকের বাড়ির ৩ মাসের (জানুয়ারি-মার্চ) বিদ্যুতের বিল ৭৯ লক্ষ ৭০ হাজার টাকা। তাঁর প্রতিবেশী প্যান্ডেল শ্রমিকের বাড়ির বিদ্যুতের বিলও ওই ৩ মাসে ৭৯ লক্ষ ৪১ হাজার টাকা। বালুরঘাটের বোয়ালদার অঞ্চলের খাসপুর এলাকার ভ্যান চালক মদন দাস এবং প্যান্ডেল কর্মী গোপাল দাস ওই বিল পেয়ে বিপাকে পড়ে। মঙ্গলবার তাঁরা বালুরঘাটে বিদ্যুৎ দফতরের দ্বারস্থ হলে কম্পিউটারের ভুল বলে সংশোধিত বিল পাঠানোর আশ্বাস দেন কর্তৃপক্ষ।

বালিকার মৃত্যু
ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বালিকার। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে হরিরামপুর থানার ধলাহারে। মৃত নাম সুনীতা হেমব্রম (৫)-এর বাড়ি সোনারঘাটে। রাস্তা পার হতে গেলে একটি মালবহনকারী ছোট গাড়ি তাঁকে ধাক্কা দেয়।

উদ্ধার মহিলা
মঙ্গলবার চালসা স্টেশন থেকে দিনহাটা মহকুমার বাসিন্দা এক মহিলাকে উদ্ধার করেন স্বেচ্ছাসেবীরা। কাজ দেওয়ার নামে তাঁকে কলকাতায় পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.