বাম আমলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের নিয়োগের প্রক্রিয়া নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলল শ্রমিক সংগঠন আইএনটিইউসি। সংগঠনের নেতাদের অভিযোগ, কর্মরত অবস্থায় মৃতদের পোষ্যদের চাকরির ক্ষেত্রে সরকারি নিয়ম তৎকালীন নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা মানেননি। নিয়মানুসারে, পোষ্যদের অস্থায়ী কর্মী (ক্যাজুয়াল) হিসাবে নিয়োগ করে ২৪০ দিন পর তাঁদের স্থায়ীকরণ করতে হবে। এই ক্ষেত্রে তা না করে চুক্তি ভিত্তিক পোষ্যদের নিয়োগ করা হয়েছে। সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি অলোক চক্রবর্তী বলেন, “পুরুষ, মহিলা মিলিয়ে কয়েকশো কন্ডাক্টরকে আজকে অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে। তাঁদের চাকরির মেয়াদ নবীকরণের প্রশ্ন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। অবস্থান, বিক্ষোভ, ছাঁটাই সব শুরু হয়েছে। এর মূল কারণ বাম আমলের নিয়োগ প্রক্রিয়ার ওই সিদ্ধান্ত। আমরা বিষয়টির তদন্তের দাবি করছি।” অলোকবাবু জানান, পুজোর মুখে কারও চাকরি যাক। এটা কাম্য নয়। এর দ্রুত সুষ্ঠু সমাধান করার জন্য নিগম কর্তৃপক্ষকে বলেছি। নিগম সূত্রের খবর, এনবিএসটিসিতে ৩২৯ জন চুক্তি ভিত্তিক কন্ডাক্টর রয়েছে। চাকরি ক্ষেত্রে সঠিক কর্মদক্ষতা না থাকার অভিযোগে সম্প্রতি ২৯ জনের চুক্তি নবিকরণ করা হবে না বলে নিগমের তরফে জানানো হয়। এর পরে কোচবিহার, শিলিগুড়িতে ওই কন্ডাক্টরেরা রিলে অনশন শুরু করেছেন। গত সপ্তাহ ধরে আন্দোলন চলছে। পরবর্তীতে ৫ জনের নবিকরণ করানোর সিদ্ধান্ত হয়। ২২ জনের চুক্তির দাবিতে আন্দোলন চলছে। সোমবার মঞ্চে যান আইএনটিইউসি-র জেলা সভাপতি অলোকবাবু। চুক্তি পদ্ধতি শেষ করে স্থায়ীকরণের দাবিও তুলেছেন আন্দোলনকারী কন্ডাক্টরেরা। অলোকবাবু জানান, ১৩ সেপ্টেম্বর সংস্থার চেয়ারম্যান তথা মন্ত্রী গৌতম দেব বিষয়টি নিয়ে একটি বৈঠক ডেকেছেন। আমাদের আসা, বৈঠকে আন্দোলনকারীদের দাবির বিষয়টি সরকার সহানুভূতির সঙ্গে দেখা হবে। তাই সরকারের প্রতি ভরসা রেখেই আন্দোলনকারীদের আপাতত অনশন আন্দোলন তুলে নেওয়া উচিত বলে অলোকবাবু জানিয়েছেন। আন্দোলনকারীদের তরফে সোমেন দে জানান, বৈঠকের বিষয়টি জানি। তবে আন্দোলন তুলে নেওয়ার প্রশ্ন নেই। চুক্তি ভিত্তিক কন্ডাক্টরদের স্বাভাবিক প্রক্রিয়ায় চাকরির নিশ্চয়তা না দেওয়া হলে আন্দোলন চালিয়ে যাব। |