পাশাপাশি শব্দছক ৪৮৮৫ উপর নীচে
ঘোমটা, মুখের আবরণ।
রাজসভায় নিযুক্ত যে কবি।
ঘা বা আঘাত সেরে যাবার
পর যে দাগ থাকে।
১০ স্মৃতি।
১১ একটানা, অবিরাম।
১২ মুরুব্বি, সর্দার।
১৩ যে ঋতুতে দুপুরের রোদ মধুর মনে হয়।
১৫ যাওয়া-আসা।
১৮ মানুষের প্রয়োজনে সবারই
যা দেওয়া উচিত।
২১ অনাসক্ত বা বিমুখ।
২২ যে কেবল কথা বলতেই ওস্তাদ।
২৪ দুই বিরুদ্ধ পক্ষের পরস্পর যুদ্ধ।
২৫ রাজার যোগ্য।
২৭ খবরের কাগজ বিক্রেতা।
৩১ উপলব্ধি, বোধ।
৩২ শনি ও সোমবারের মধ্যবর্তী
আমাদের সাপ্তাহিক ছুটির দিন।
৩৪ যা আবিষ্কৃত হওয়ার পর
গুটিবসন্ত পোলিয়ো ইত্যাদির মতো
রোগকে প্রতিহত করা গেছে।
৩৭ ব্যথা, বেদনা।
৩৮ কুঁড়েমি, যার জন্য অনেক
কাজই করে ওঠা হয় না।
৩৯ অত্যন্ত ধারালো।
৪০ আগে স্বরবর্ণ পরে এটা।
প্রবাদ।
গলায় পরবার হার।
স্বাভাবিক ভাবে।
ভোলা যায় না এমন।
পুরনোকে টিকিয়ে রাখার
বা রক্ষা করার পক্ষপাতী।
ক্ষণকাল, ত্বরা।
১১ অনুগমনকারী।
১৪ মানুষের সেবা।
১৬ বিবিধ মন্ত্র বা সেই রূপ প্রক্রিয়া।
১৭ তামাক খাওয়ার বড় হুঁকা,
আলবোলা বিশেষ।
১৮ আমাদের দেশে যে-ধরনের
গণতন্ত্র চালু আছে।
১৯ শক্তিশালী বাহুযুক্ত।
২০ ভগবতী, আদ্যাশক্তি।
২৩ স্যাকরা।
২৬ বেআইনি দখল।
২৮ সাবালক, সমর্থ।
২৯ উপলব্ধি বা বোধের অভাব।
৩০ এ রকম বাসনাই মনোরোগের উৎস।
৩৩ সুলতান।
৩৫ তিন বার অঞ্জলি করে
জল নিয়ে তর্পণ।
৩৬ ধনশালিনী।
সমাধান ৪৮৮৪
 
First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.