পাইপ লাইন খারাপের জন্য জল সরবরাহ বিপর্যস্ত হয়ে বিপাকে পড়লেন হাসপাতালের রোগীরা। মঙ্গলবার সকালে শিলিগুড়ি জেলা হাসপাতালে ঘটনাটি ঘটেছে। সকালে জল না পেয়ে ওয়ার্ডের রোগীরা অনেকে শৌচাগারে গিয়ে সমস্যায় পড়েন। শৌচাগারে জল না পেয়ে রোগীদের ওয়ার্ডের বাইরে এসে হাসপাতালের সুলভ শৌচাগারে যেতে হয়েছে। জলের অভাবে হাসপাতাল সাফাইয়ের কাজও ব্যহত হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার মুকুলচন্দ্র রায় রাউন্ডে গেলে রোগীরা তাঁকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন। জল সরবরাহ না-হওয়ায় রোগীদের সমস্যা হচ্ছে দেখে ক্ষুব্ধ হন মুকুলবাবুও। হাসপাতালে জল সরবরাহের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং পূর্ত দফতরের আধিকারিকদের তিনি জরুরি তলব করেন ডেকে পাঠান। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করতে নির্দেশ দেন। এর পরেই নড়ে চড়ে বসে দুই দফতর। দুপুরের পর বিকল্প ব্যবস্থা করে জল সরবরাহ করা হয়। তবে পাইপ লাইন সংস্কার না হওয়ায় আজ, বুধবার সেই কাজ করা হবে। সে কারণে হাসপাতালে জল সরবরাহ ব্যবস্থা অন্তত ৩ ঘন্টা ব্যহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার মুকুল চন্দ্র রায় বলেন, “হাসপাতালের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে জল সরবরাহ ঠিক মতো হবে না এটা হতে পারে না। দায়িত্বে থাকা জন স্বাস্থ্য কারিগরি দফতর এবং পূর্ত দফতরের আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। দুপুরের পর জল সরবরাহের ব্যবস্থা তারা করতে পেরছেন।” জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের সহকারি বাস্তুকার হিরন্ময় সরকার বলেন, “হাসপাতালের জলাধারে জল সরবরাহ লাইনে সমস্যা হয়েছে। ভালব নষ্ট হয়ে গিয়েছে। তা ছাড়া মরচে পড়ে পাইপ লাইনের ক্ষতি হয়েছে। এ দিন বিকল্প লাইনের সাহায্যে জল তোলা হয়েছে। বুধবার নষ্ট পাইপ লাইন মেরামত করা হবে।” রোগীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে জানান, মাঝে মধ্যেই এই সমস্যা চলছে। দু’ তলা তিনতলার ওয়ার্ড থেকে রোগীদের বাইরে এসে হাসপাতালের গেটের সামনে সাধারণের ব্যবহারের সুলভ শৌচাগারে যেতে হচ্ছে। |