টুকরো খবর
ডেঙ্গিতে মৃত খাতড়ার যুবক
ডেঙ্গি আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সুভাষ আউলি (২২)। খাতড়া থানার গদাহার গ্রামে তাঁর বাড়ি। মঙ্গলবার সকালে বাঁকুড়া শহরের একটি নার্সিংহোমে তিনি মারা যান। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, এ দিন সকালে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়। তাঁর রক্তে ডেঙ্গির জীবাণু পাওয়া যায়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরের চেষ্টা করা হয়। তার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। যদিও জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, ডেঙ্গিতে মৃত্যুর কোনও খবর নেই। খাতড়ার গদাহার গ্রামের বাসিন্দা, পেশায় কৃষক জগন্নাথ আউলির এক ছেলে ও দুই মেয়ের মধ্যে বড় ছিলেন সুভাষ। বেনারস কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র পরীক্ষা শেষে মাস দু’য়েক আগে বাড়ি ফেরেন। বাড়িতে গিয়ে দেখা যায়, শোকের পরিবেশ। গন্নাথবাবু জানান, প্রায় ১০ দিন ধরে জ্বর ও পেট ব্যথায় ভুগছিলেন সুভাষ। গত শুক্রবার রাতে জ্বর বেড়ে যাওয়ায় তাঁকে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সেখান থেকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। তাঁর অভিযোগ, “সুস্থ হওয়ার আগেই সুভাষকে রবিবার বাঁকুড়া মেডিক্যাল থেকে ছুটি দেওয়া হয়। বাধ্য হয়ে বাড়িতে নিয়ে আসি। জ্বর না কমায় সোমবার সকালে ফের ছেলেকে খাতড়া হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে বাঁকুড়ার ওই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ওর রক্তে ডেঙ্গির জীবাণু পাওয়া যায়। এর ঘণ্টাখানেকের মধ্যেই ছেলের মৃত্যু হয়। বাঁকুড়া মেডিক্যাল কলেজের সুপার পঞ্চানন কুণ্ডুর দাবি, “যুবকটিকে তাঁর বাবা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার জন্য জোরাজুরি করায় আমরা ‘রেফারেল ডিসচার্জ’ করি।” জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ দিন্দা বলেন, “ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে আমার কাছে খবর নেই।”

জ্বরে জেরবার আরামবাগ
জ্বরে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে আরামবাগে। গত রবিবার থেকে মোট ১৯৬ জন জ্বর নিয়ে ভর্তি হয়েছেন মহকুমা হাসপাতালে। আড়াইশো শয্যার এই হাসপাতাল তাই আপাতত শয্যা-সঙ্কটে। ওয়ার্ডের বাইরে করিডোরে এবং চাতালে কম্বল বিছিয়েই প্রায় শতাধিক রোগী আশ্রয় নিয়েছেন। ওয়ার্ড মাস্টারের ঘরও রোগীতে ভরে গেছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত হাসপাতালে সব মিলিয়ে মোট রোগীর সংখ্যা চারশোরও বেশি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ৬ অগস্ট থেকে জ্বরে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৭ জনের রক্তে এনএসআই অ্যান্টিজেন পজেটিভ পাওয়া গেছে। এই ২৭ জনের মধ্যে ১০ জনের রক্ত এনএসআই অ্যালাইজা পরীক্ষা করানোর জন্য গত ৮ অগস্ট কলকাতার মেডিক্যাল কলেজে (হুগলি জেলার জন্য নির্ধারিত) পাঠানো হয়েছে।
ছবি: মোহন দাস।
সেই রিপোর্ট এখনো পাওয়া যায়নি। হাসপাতাল সুপার নির্মাল্য রায় বলেন, “অ্যালাইজা পরীক্ষা করাতে পাঁচ দিন সময় লাগে । দু’এক দিনের মধ্যে রিপোর্ট হাতে পেয়ে যাব বলে আশা করছি। আজ আরও ১৫ জনের রক্তের নমুনা এনএসআই অ্যান্টিজেন পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।” এনএসআই অ্যান্টিজেন পরীক্ষায় পজেটিভ রোগীদের কেমন চিকিৎসা চলছে? সুপার বলেন, “সাল্যাইন চলছে। আর আমরা রোগীর রক্তে প্লেটলেটের হিসেব রাখছি। প্লেটলেট কমে ৫০-৬০ হাজারে নামলে কলকাতায় স্থানান্তর করে দিচ্ছি।” সুপার আরও বলেন, “ডেঙ্গি নিয়ে অযথা আতঙ্কে আমরা জেরবার। মশা কামড়ালে বা সামান্য গা গরম হলেই চলে আসছেন অনেকে।’’

আয়ুর্বেদিক ওষুধে স্টেরয়েড, ধৃত
শহরের বড়বাজারে গয়নার দোকানে বিক্রি হচ্ছিল বাতের আয়ুর্বেদিক ওষুধ। কিন্তু তাতে স্টেরয়েড মেশানো হচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে বর্ধমান জেলা ড্রাগ কন্ট্রোল দফতরের আধিকারিকেরা দোকানে তল্লাশি চালান। তাঁরা দেখেন, ওই ওষুধের লেবেলে কোনও উৎপাদক সংস্থার নাম, ব্যাচ নম্বর, মেয়াদ কিছুই নেই। তাঁরা ওই ওষুধের নমুনা নিয়ে পরীক্ষাও করান। ওই রিপোর্টে জানা গিয়েছে, ওষুধে স্টেরয়েড মেশানো রয়েছে। মঙ্গলবার ওই দোকানের মালিক সুকান্ত দে-কে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সব ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে।

সংক্রমণের আশঙ্কা
ছবি: মোহন দাস।
মহকুমা হাসপাতলের এক্সরে রুম ও মর্গের মাঝখানে জমছে আবর্জনার স্তূপ। তাতে হাসপাতলের বর্জ্য মিশে থাকায় রয়েছে সংক্রমণের আশঙ্কা। তাই ওই আবর্জনা সাফাই করতে চাইছে না আলিপুরদুয়ার পুরসভা। আলিপুরদুয়ারের মহকুমা শাসক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অমলকান্তি রায় জানিয়েছেন, হাসপাতালের বায়োমেডিক্যাল আবর্জনা একটি সংস্থা প্রতি সপ্তাহে নিয়ে যায়। কী কারণে হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপ জমল তা খোঁজ নিয়ে দেখছি। সমিতির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় জানান, হাসপাতালে সাধারণ ময়লা তোলার দায়িত্ব পুরসভার। কিন্তু মর্গ লাগোয়া এলাকায় যে ময়লা জমে তাতে হাসপাতলের স্যালাইনের বোতল, তুলো-সহ নানা বায়োমেডিক্যাল আবর্জনা মিশে রয়েছে। এই আবর্জনা নিয়ে যাওয়ার দায়িত্ব অন্য সংস্থার। সাধারণ ময়লার সঙ্গে এই আবর্জনা ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে গেলে সংক্রমণের আশঙ্কা রয়েছে।

কংগ্রেসের দাবি
নার্সিংহোম এবং চেম্বারে বিশেষজ্ঞদের চিকিৎসা পরিষেবা দেওয়ার ফি কমানোর দাবি জানাল শিলিগুড়ি টাউন কংগ্রেস-২। মঙ্গলবার তারা ওই দাবিতে মহকুমাশাসককে স্মারকলিপি দেয়। প্রতিটি নার্সিংহোমে রাতে অন্তত ১জন করে চিকিৎসক রাখার দাবি জানান তারা। মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব বলেন, “বিভিন্ন চিকিৎসক সংগঠনকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করব। কারা কত ফি নিচ্ছেন তা বিস্তারিত শুনে তার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” টাউন কংগ্রেস-২ এর সভাপতি বিমলেশ ভৌমিক বলেন, “বিভিন্ন স্তরের চিকিৎসকদের ফি নির্দিষ্ট করে দেওয়ার দাবি জানানো হয়েছে। নার্সিংহোমের চিকিৎসা খরচও কমানোর দাবি রয়েছে। রাতে নার্সিংহোমগুলিতে কোনও বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন না। অন্তত ১ জন বিশেষজ্ঞ রাখার কথা বলেছি।”

গরিবদের পাশে
গরিব রোগীদের ব্যবহারের জন্য ২৪৩ বোতল স্যালাইন কিনে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তুলে দিল সমাজ ও নদী বাঁচাও কমিটি। মঙ্গলবার কমিটির তরফে স্যালাইনের বোতলগুলি তুলে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি গরিব রোগীদের ব্যবহারের জন্যই বোতলগুলি স্বাস্থ্য দফতরকে দেওয়া হয়েছে বলে কমিটির তরফে জানানো হয়েছে। সম্প্রতি জলপাইগুড়ি সদর হাসপাতালে স্যালাইনের অভাব তৈরি হয়। সমাজ ও নদী বাঁচাও কমিটির তরফে জানানো হয়েছে, স্যালাইনের অভাবে যাতে কোনও রোগীর চিকিৎসা থেমে না থাকে সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির মুখপাত্র সঞ্জীব চট্টোপাধ্যায় জানান, গরিব রোগীদের ব্যবহারের জন্যই হাসপাতাল কর্তৃপক্ষকে স্যালাইন দেওয়া হয়েছে।

সচেতনতা শিবির
মঙ্গলবার খড়্গপুর শহরের সাউথ সাইডে আয়োজিত হল ডেঙ্গু বিষয়ক সচেতনতা শিবির। সেন্ট জন অ্যাম্বুল্যান্স ব্রিগেডের খড়্গপুর শাখা আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন খড়্গপুর রেল বিভাগের ডিআরএম রাজীব কুমার কুলশ্রেষ্ঠ। উপস্থিত ছিলেন খড়্গপুর রেল বিভাগের সিএমএস সুকান্তকুমার মেহতা-সহ বিশিষ্টজনেরা। বক্তব্য রাখেন চিকিৎসক অচ্যুতানন্দ মণ্ডল, ইন্দ্রনীল কুলাভী, অমূল্যকুমার পট্টনায়ক, খড়্গপুর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধীরকুমার বসু। সভা পরিচালনা করেন অজিত গুপ্ত।

নিখরচায় শিবির
প্রতিবন্ধী ছেলেমেয়েদের নিখরচায় চোখ এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য শিবির করবেন ‘শিলিগুড়ি পেরেন্টস্ অ্যাসোসিয়েশন ফর দ্যা ডিসেবলড’। ১৩ সেপ্টেম্বর শিলিগুড়ির দুধমোড়ের কাছে পূর্বাচল ক্লাবে শিবির হবে। সদস্য ছাড়া অন্য প্রতিবন্ধী বা তাদের অভিভাবকেরা সেখানে নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

হাতুড়েকে গ্রেফতার
গর্ভপাত করাতে গিয়ে এক যুবতীর মৃত্যুর ঘটনায় এক হাতুড়েকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে। মৃতার নাম লিপি খাতুন (১৯)। তার বাড়ি ইসলামপুর থানার কদমগাছি এলাকাতে। গত সোমবার রামগঞ্জ এলাকাতে এক হাতুড়ে চিকিৎসক আবদুল রজ্জাকের কাছে গর্ভপাত করাতে নিয়ে যায় যুবতীর প্রেমিক।

ডায়েরিয়া রাইপুরে
রবিবার থেকে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর গ্রামে। বাসিন্দাদের দাবি, প্রায় ২০ জন আক্রান্ত হয়েছেন। ৫ জনকে সোমবার রাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। রাইপুরের বিএমওএইচ বিধানচন্দ্র মুর্র্মুর নেতৃত্বে চিকিৎসক দল সোমবার বিকেলে ওই গ্রামে গিয়ে চিকিৎসা করেন। সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক (খাতড়া) পরিতোষ সোরেন বলেন, “পুকুরের দূষিত জল থেকে এই রোগ ছড়িয়েছে বলে প্রাথমিক ভাবে জেনেছি। এলাকায় হ্যালোজেন ট্যাবলেট, ব্লিচিং পাউডার বিলি করা হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.