টুকরো খবর
ছুরির কোপ ঘুমন্ত বধূকে
দরজা ভেঙে ঘুমন্ত গৃহবধূর শ্বাসনালি সহ শরীরের বিভিন্ন অংশে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ভোরে মাদারিহাট থানার খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্য মাদারিহাটে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, পিঙ্কি বিশ্বাস নামে গুরুতর জখম বধূকে প্রথমে বীরপাড়া হাসপাতালে পরে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। বধূর শাশুড়ি যোগমায়া বিশ্বাস পুলিশের কাছে ডাকাতির অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ জমি কেনার জন্য গত সোমবার বৌমা ব্যাঙ্ক থেকে ৪০ হাজার টাকা তোলে। দুষ্কৃতীরা দরজা ভেঙে ঘরে ঢুকে সেই টাকা হাতিয়ে নেয়। বাধা দিতেই পিঙ্কিকে কোপানো হয়। দরজা-জানালা ভাঙা ছাড়া ঘরে সবকিছু ঠিকঠাক ছিল বলে পুলিশ জানিয়েছে। তবে এক মহিলাকে কোপানো হল অথচ আশেপাশের কেউ কেন টের পেলেন তা নিয়েই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। দুপুরে ঘটনাস্থলে যান জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি। জেলা পুলিশ সুপার বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। বধূর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি আমরা দেখছি।” পুলিশ জানিয়েছে, আট বছর আগে পিঙ্কি দেবীর সঙ্গে কমল বিশ্বাসের বিয়ে হয়। তাঁদের চারটি সন্তান রয়েছে। কমলবাবু গত এক সপ্তাহ আগে বাইরে গিয়েছেন। টিনের চাল দেওয়া দুটি ঘর একটি ঘরে পিঙ্কি দেবী সন্তানদের নিয়ে থাকেন। আর পাশের ঘরে তার শাশুড়ি থাকেন। পিঙ্কি দেবীর এক ভাসুর ও এক দেওর পাশের বাড়িতে পরিবার নিয়ে আলাদা থাকেন। শাশুড়ি যোগমায়া দেবী পুলিশকে জানান, গোঙানির শব্দ পেয়ে তিনি ঘরে গিয়ে পিঙ্কি দেবীকে রক্তাক্ত অবস্থায় দেখেন। দরজা ভাঙা ছিল। চিৎকার করায় আশেপাশের লোকজন আসেন। পুলিশ সূত্রের খবর, পিঙ্কি দেবীর স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাকা নিয়ে হাসপাতালে আসছেন বলে জানান। কিন্তু সন্ধ্যা অবধি আসনেনি। খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য নারায়ণ দাস বলেন, “এটা ডাকাতিহতে পারে না। বাঁশের বেড়ার বাড়িতে কেন ডাকাত পড়বে বোঝা যাচ্ছে না। বিষয়টি পুলিশের খতিয়ে দেখা দরকার।”

স্মারকলিপি পেশ
পুরসভার সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধির দাবিতে পুর কর্তৃপক্ষ এবং শ্রম দফতরে স্মারকলিপি দিল আইএনটিইউসি নিয়ন্ত্রিত শিলিগুড়ি পুর কর্মচারী কংগ্রেস। মঙ্গলবার সংগঠনের সভাপতি অলক চক্রবর্তীর নেতৃত্বে তারা স্মারকলিপি দেন। অভিযোগ, পুরসভায় প্রায় ১৩৯৬ জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। তাঁরা অল্প পারিশ্রমিকে কাজ করছেন। প্রতিদিন ১৩০ টাকা হারে যে মজুরি পান তাতে সংসার চালাতে কষ্ট হচ্ছে তাঁদের। অলকবাবুর দাবি, কলকাতা পুরসভায় অস্থায়ী সাফাই কর্মীদের ২১৪ টাকা মজুরি মেলে। তিনি বলেন, “পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের প্রতিদিন ২৫০ টাকা হারে মজুরি দিতে হবে। আমরা সেই দাবি জানিয়েছি।” পুর কমিশনার জানিয়েছেন দাবির বিষয়টি খতিয়ে দেখা হবে। শিলিগুড়ির যুগ্ম শ্রম কমিশনার মহম্মদ রিজওয়ান বলেন, “পুরসভার ওই শ্রমিকদের ন্যুনতম মজুরির কোনও নিয়ম চালু নেই। পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর উপর জোর দেওয়া হবে। শীঘ্রই বিষয়টি পুর কমিশনারকে লিখিত ভাবে জানাব।”

হেরোইন-সহ ধৃত
হেরোইন সহ এক ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে ঘুম স্টেশনে। ধৃতের নাম পেম্বা তামাং। তার বাড়ি দাজির্লিংয়ের সোনাদায়। তিনি সিকিমে ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। ধৃতের কাছ থেকে পুলিশ এক কেজি হেরোইন উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘুম স্টেশনে নেপালের এক ব্যক্তির জন্য অপেক্ষা করছিল পেম্বা। তার হাতেই হেরোইন তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু নেপালের ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। কোথা থেকে পেম্বা হেরোইন পেয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। দার্জিলিংয়ের পুলিশ কুণাল অগ্রবাল বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ধৃতকে জেরা করা হচ্ছে। ওই ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা খোঁজ করা হচ্ছে।”

বধূর মৃত্যু, ধৃত ২
আগুনে পুড়ে জখম এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ধূপগুড়ি থানার উত্তর ডাঙাপাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম দীপান্বিতা মজুমদার (১৯)। শ্বশুর বাড়িতে অশান্তির জেরে গত ২৫ অগষ্ট গায়ে আগুন দেন ওই গৃহবধূ। বেশ কিছুদিন তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে রাখা হয়। সম্প্রতি ছুটি করে তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়। এদিন তাঁর মৃত্যু হয়।

শিবির
কৃষকদের থেকে নায্য মূল্যে ধান কেনার জন্য সচেতনতা শিবির শুরু করল নিয়ন্ত্রিত বাজার সমিতি। সোমবার আলিপুরদুয়ারের মহকুমা শাসকের দফতর লাগোয়া এলাকায় ওই শিবির শুরু হয়েছে। বাজার সমিতির আলিপুরদুয়ারের আধিকারিক পীযূষ কান্তি দে জানান, মহকুমার চাষিদের কাছ থেকে ১২৫০ টাকা কুইন্ট্যাল প্রতি ধান কেনা শুরু হবে। সেইজন্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য সচেতনা শিবির করছি। ১৬ সেপ্টেম্বর অবধি শিবির চলবে।

দেহ উদ্ধার
এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার শহর সংলগ্ন বনচুকামারি গ্রামে। মৃতের নাম জীবন ঘোষ (৩৩)। গরম নদীর পাশে গাছে তাঁকে ঝুলতে দেখা যায়।

পাচারে ধৃত
বাইকে করে গাঁজা পাচার করতে গিয়ে এসএসবি জওয়ানদের হাতে ধরা পড়ল এক যুবক। মঙ্গলবার বিকালে ফালাকাটা থানার পুলিশের হাতে ৮ কেজি গাঁজা সহ ওইক যুবককে পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.