সভাপতির কাছে সরব কাউন্সিলরেরা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি পুরসভার বিল্ডিং বিভাগের কাজকর্ম নিয়ে দলের জেলা সভাপতির কাছে সরব হলেন কংগ্রেসের কাউন্সিলররা। মঙ্গলবার পূর্ত দফতরের বাংলোয় কংগ্রেসের জেলা সভাপতি শঙ্কর মালাকার দলের কাউন্সিলরদের সঙ্গে পুরসভার কাজকর্মের খতিয়ান নিয়ে পর্যালোচনা করতে বৈঠক করেন। গত শনিবারও একই বৈঠক হয়। ওই দিন আলোচনা শেষ না-হওয়ায় এ দিন ফের বৈঠকে বসেন তাঁরা। সেখানেই কাউন্সিলরদের একটা বড় অংশ বিল্ডিং বিভাগের কাজকর্ম নিয়ে সরব হন। ঠিক হয়েছে প্রতিমাসে কংগ্রেসের কাউন্সিলরদের অন্তত ২ টি বৈঠক হবে। দলের কাউন্সিলর তপন দত্তকে ওই বৈঠক করার ক্ষেত্রে আহ্বায়ক করা হয়েছে। সেখানে পুরসভার কাজকর্মের খতিয়ান নিয়ে দলের মেয়র পারিষদ এবং কাউন্সিলরদের মধ্যে খোলামেলা আলোচনা হবে। কার কোথায় সমস্যা রয়েছে, বিভিন্ন উন্নয়ন কাজে গতি আনার ক্ষেত্রে কী করণীয় সে সব নিয়েও নিজেদের মধ্যে তাঁরা আলোচনা করবেন। শঙ্কর মালাকার বলেন, “বিল্ডিং বিভাগ শুধু নয় সমস্ত বিভাগের কাজকর্মের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। ওই সমস্ত বিভাগের কাজ নিয়ে কাউন্সিলররা মত জানিয়েছেন। কারও অভিযোগ থাকলে সেটাও বলেছেন। এ বার থেকে মাসে অন্তত ২ বার দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠক হবে। তপনবাবুকে আহ্বায়ক করা হয়েছে। তা ছাড়া তৃণমূলের কাউন্সিলরদের নিয়েও যৌথভাবে মাসে অন্তত ১ টি বৈঠক করা গেলে ভাল হয়।” দলেরই একটি সূত্রে জানা গিয়েছে, শহরে একের পর এক অবৈধ নির্মাণ চলতে থাকলেও সে ব্যাপারে কোনও সদর্থক ব্যবস্থা নিতে না-পারার জন্য ওই বিভাগের কাজকর্ম নিয়ে এ দিন বৈঠকে সরাসরি প্রশ্ন তোলেন কাউন্সিলরদের অনেকেই। বিল্ডিং বিভাগের দায়িত্ব বদলেরও কথাও অনেকে তোলেন। বিল্ডিং বিভাগের দায়িত্বে থাকা মেয়র পারিষদ সীমা সাহা অবশ্য দলের ওই আলোচনা নিয়ে কিছু বলতে চাননি। তবে নেতৃত্ব কী ব্যবস্থা নেবেন আগামী ১৪ সেপ্টেম্বর কংগ্রেসের জেলা কমিটির বৈঠকে চূড়ান্ত হবে বলেই অনেকে মনে করছেন। |