টুকরো খবর
পুকুরে বধূর দেহ, ধৃত ৩ পাত্রসায়রে
এক বধূকে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। মৃতার নাম পৌলমী বৈরাগ্য (২১)। মঙ্গলবার সকালে পাত্রসায়রের কৈবত্যপাড়ার পুকুর থেকে তাঁর দেহটি উদ্ধার করা হয়। পাশের বোষ্টমপাড়ায় বধূটির শ্বশুরবাড়ি। বাঁকুড়া শহরের দোলতলায় বধূটির বাপের বাড়ি। তাঁর বাবা স্বপন দাস পাত্রসায়র থানায় জামাই রাজকুমার বৈরাগ্য, বেয়াই স্বপন বৈরাগ্য ও বেয়ান কৃষ্ণা বৈরাগ্যের বিরুদ্ধে মেয়েকে বাড়িতে খুন করে পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে রাজকুমারের সঙ্গে পৌলমীর বিয়ে হয়। তাঁদের ১০ মাসের একটি মেয়ে রয়েছে। মৃতার বাবার অভিযোগ, “শ্বশুরবাড়িতে নানা কারণে এবং আরও পণের দাবিতে বিয়ের পর থেকেই মেয়ের উপরে অত্যাচার করা হচ্ছিল। মেয়েকে খুন করে ওরা নিজেদের অপকর্ম ঢাকার জন্য দেহটি পুকুরের জলে ফেলে দেয়।” পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “বধূর বাবার অভিযোগের ভিত্তিতে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বধূর মৃত্যুর কারণ জানা যাবে।”

‘তোলাবাজি’, গ্রেফতার
আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তবে, তার সঙ্গী দু’জন পালিয়েছে। সোমবার রাতে গঙ্গাজলঘাটি থানার লাগাপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম চন্দন দুবে। মেজিয়া থানার সারামা গ্রামে তার বাড়ি। পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “ধৃতের কাছ থেকে একটি ৯এমএম পিস্তল, তিন রাউন্ড কার্তুজ উদ্ধার পাওয়া গিয়েছে।” মঙ্গলবার তাকে বাঁকুড়া আদালতে হাজির করানো হলে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। পুলিশের দাবি, লাগাপাড়া এলাকায় তিন যুবক আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজি করছে বলে খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ সেখানে যায়। খবর দেওয়া হয় মেজিয়া থানার পুলিশকেও। পুলিশকে দেখে দুষ্কৃতীরা শুন্যে এক রাউন্ড গুলিও চালায় দাবি পুলিশের। তারা একটি মোটরবাইকে চড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু রাধামাধবপুরের কাছে একটি বাম্পারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি উল্টে যায়। তাদের পিছু ধাওয়া করে যাওয়া পুলিশ কর্মীরা মোটরবাইক থেকে পড়ে যাওয়া চন্দনকে আটক করে। তবে তার অন্য দুই সঙ্গী পালিয়ে যায়। তাদের সন্ধান করছে পুলিশ।

বোমা উদ্ধার
বাড়ির পেছনে পড়ে থাকা ব্যাগ থেকে উদ্ধার হল কৌটা বোমা-সহ বেশ কয়েকটি ভোজালি। মঙ্গলবার সকালে পুরুলিয়া মফস্সল থানার আইমণ্ডি গ্রামে এক বাসিন্দা ওই ব্যাগটি দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করে। ওই ব্যাগের ভেতর থেকে তিনটে কৌটা বোমা, ছ’টি ভোজালি, চারটি টর্চ ও একটি ভোটার কার্ড পাওয়া গিয়েছে। পরে বম্ব স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করে। পুলিশের অনুমান, সোমবার গভীর রাতে লাগোয়া ঝাড়খণ্ডের চন্দনকেয়ারি থানার লঙ্কা গ্রামে যে ডাকাতির ঘটনার সঙ্গে এর যোগ থাকরতে পারে। ডাকাতির পর ওই দুষ্কৃতীরাই ব্যাগটি ফেলে গিয়েছে বলে মনে করছে পুলিশ। আইমণ্ডি থেকে লঙ্কা গ্রাম মাত্র আড়াই কিমি দূরে। এ দিকে উদ্ধার হওয়া ভোটার কার্ডটি জয়পুর থানা এলাকার এক ব্যক্তির বলে জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তি অবশ্য কয়েক মাস আগেই জয়পুর থানায় তাঁর ভোটার কার্ড হারানোর একটি অভিযোগ জানিয়েছিলেন।

উন্নয়ন নিয়ে ক্ষোভ
কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভার বিরুদ্ধে উন্নয়নের কাজে ব্যর্থতার অভিযোগ তুলে সম্প্রতি পুরপ্রধানকে স্মারকলিপি দিল শহর তৃণমূল। তার আগে ঝালদায় মিছিলও করা হয়। শহর তৃণমূলের সভাপতি মধুসূদন কয়ালের দাবি, “এই পুরসভা উন্নয়নের কাজ স্তব্ধ করে দিয়েছে। বস্তিবাসীদের জন্য এক লক্ষ টাকার বাড়ি প্রকল্পের কাজ এই পুরপ্রধানের সময়ে হয়নি। জেলা পরিষদ কমিউনিটি হল নির্মাণের জন্য পুরসভাকে ৪৬ লক্ষ টাকা দিয়েছিল। সেই কাজও হয়নি। ময়লা বা আবর্জনা ফেলার জন্য যেখানে ভ্যাট তৈরির কথা ছিল, তাও হয়নি। পাশাপাশি কোনও প্রকল্পে কত অর্থ বরাদ্দ হয়েছে, তার হিসেব চাওয়া হয়েছে।” ঝালদার পুরপ্রধান প্রদীপ কর্মকারের দাবি, “৩৬৮টি বাড়ি তৈরির কাজ চলছে। কমিউনিটি হলের কাজও চলছে। শহর জুড়ে ময়লা ফেলার জন্য একাধিক গাড়ি রয়েছে। তৃণমূলের নেতাদের জানিয়ে দিয়েছি।”

বাসস্টপের দাবি
জয়পুর কলেজের সামনের বাসস্টপের দাবিতে পথ অবরোধ করলেন ছাত্র ব্লকের কর্মী সমর্থকেরা। মঙ্গলবার ওই ছাত্র সংগঠন দুপুর সাড়ে বারোটা থেকে ঘণ্টা খানেক জুড়ে আটাকল মোড় ও ডুমুরডি মোড়ের মাঝামাঝি পুরুলিয়া-রাঁচি রাস্তায় অবরোধ করে। সংগঠনের জেলা সম্পাদক মুকেশ দাস বলেন, “কলেজের কাছে কোনও বাস স্টপেজ নেই। ছাত্রছাত্রীদের হয় আটাকল, নয় ডুমুরডি মোড়ে নেমে কলেজে হেঁটে আসতে হয়। তাই আমরা এখানে বাসস্টপ ও একটি যাত্রী প্রতীক্ষালয়ের দাবি করছি।” পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এ দিকে স্থানীয় সাংসদ, ফরওয়ার্ড ব্লকের নরহরি মাহাতো বলেন, “বাসস্টপের দাবি যুক্তসঙ্গত। প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বলব। তবে খুব তাড়াতাড়িই আমি সাংসদ তহবিল থেকে ওই রাস্তা সংস্কার ও একটি যাত্রী প্রতীক্ষালয়ের ব্যবস্থা করব।”

গাড়িতে আগুন
বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদের সেতুতে জ্বলছে গাড়ি। মঙ্গলবার অভিজিৎ সিংহের তোলা ছবি।
বাঁকুড়া বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কের দ্বারকেশ্বর নদের সেতুতে একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার বিকেলের ওই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়িতে জনা চারেক ব্যক্তি ছিলেন। আগুন লাগতেই তাঁরা পালিয়ে গিয়ে গা ঢাকা দেন। পুলিশ জানিয়েছে, গাড়িটি গ্যাস চালিত। তবে ঠিক কী ভাবে গাড়িটিতে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এ দিকে আগুন লাগার ঘটনায় ওই রাস্তায় বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।

দলে ফিরল রবিউল
দল থেকে বহিষ্কৃত ইন্দাসের প্রাক্তন ব্লক সভাপতি রবিউল হোসেনকে ফের দলে ফিরিয়ে নিল তৃণমূল। ইন্দাসের তৃণমূল বিধায়ক গুরুপদ মেটের সঙ্গে বিরোধের জেরে গত জানুয়ারি মাসে রবিউল হোসেনকে বহিষ্কার করা হয়েছিল। তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ খাঁ মঙ্গলবার বলেন, “বহিষ্কারের পরেও রবিউল দলের প্রতি আস্থা দেখিয়েছেন। তাই তাঁকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হল। তাঁকে আপাতত দলের সাংগঠনিক কাজ করার জন্য বলা হয়েছে।” রবিউলের প্রতিক্রিয়া, “আমি দলের একনিষ্ঠ কর্মী। দলের সিদ্ধান্ত মেনে চলব।”

‘ধর্ষণ’, গ্রেফতার
ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম গোপেশ রাজোয়াড়। বাড়ি ঝালদা পুর শহরেই। রবিবার রাতে অভিযুক্ত পাড়ারই এক বধূর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সোমবার ঝালদা থানায় ওই বধূ গোপেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল হয়।

সংগঠনের দাবি
সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে স্থানীয় ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ বৃদ্ধির দাবিতে পথে নামল পুরুলিয়া দুর্নীতি বিরোধী নাগরিক মঞ্চ নামে একটি সংগঠন। সম্প্রতি ওই সংগঠন এই দাবিতে শহরে সভাও করে। অন্য দিকে, ঝাড়খণ্ড বিকাশ মোর্চার পক্ষ থেকেও একই দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.