এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। গত রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের উত্তর দেবীপুর গ্রামে। অভিযোগ, বছর সতেরোর ওই কিশোরীকে ভয় দেখিয়ে একটি শ্যালো পাম্পের ঘরে আটকে রেখে অত্যাচার চালানো হয়। পরদিন সকালে অচৈতন্য অবস্থায় ওই কিশোরীকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন এলাকার লোক। সোমবার সকালে ওই কিশোরীর মা থানায় গিয়ে স্থানীয় যুবক আব্দর রউফ এবং আহাদ আলির বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ করেন। বসিরহাট থানার পুলিশ জানায়, কিশোরীর মায়ের অভিযোগ পেয়ে দুই যুবকের খোঁজ শুরু হয়েছে। অসুস্থ কিশোরীকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সন্দেশখালির টেকনামারি গ্রামের ওই কিশোরী মা এবং ভাইবোনদের সঙ্গে দেবীপুর গ্রামে দিদির শ্বশুরবাড়িতে গিয়েছিল। ওই দিন বিকেলে সে ট্রেন দেখার জন্য বাড়ি থেকে কিছুটা দূরে যায়। অভিযোগ, সন্ধ্যায় বাড়ি ফেরার সময় দুই যুবক ওই কিশোরীকে জোর করে কাছেই হাজরাতলায় মাঠের মধ্যে একটি শ্যালো পাম্পের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
|
কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার লোক। সোমবার সন্ধ্যায় বসিরহাটের পিঁফা পঞ্চায়েতের তেঁতুলতলার বাসিন্দা রবিউল মালি নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শ্বেতপুর গ্রামের এক কিশোরী সাইকেলে করে বাড়ি ফিরছিল। অভিযোগ, ওই সময়ে রবিউল তার পথ আটকায়। ভয় দেখিয়ে জোর করে সাইকেল থেকে নামিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়েটির চিৎকারে আশপাশের গ্রামবাসীরা ছুটে এলে রবিউল সেখান থেকে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে তাকে ধরে ফেলেন গ্রামের লোকজন। কিশোরীর সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগে শুরু হয় গণধোলাই। খবর পেয়ে পুলিশ গিয়ে রবিউলকে গ্রামের লোকের হাত থেকে উদ্ধার করে গ্রেফকার করে।
|
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস পেল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের কলাহাজরা গ্রামে হাসান আলির বাড়ির পিছনে একটি টিনের চালাঘরে ওই অস্ত্র কারখানা থেকে একটি বন্দুক, ১২টি বন্দুক তৈরির নল, বন্দুকের বাঁট, ১০ টি ট্রিগার, ৪ রাউন্ড গুলি, লেদ মেশিন ও ড্রিল মেশিন-সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। জেলার পুলিশ সুপার প্রবীণকুমার ত্রিপাঠি বলেন, “বাসন্তীর গ্রামে একটি অস্ত্র কারখানার হদিস পাওয়া গিয়েছে। সেখান থেকে বন্দুক, গুলি ও বন্দুক তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।”
|
কোমল কাড়েলের স্বামী সাগর শ্রীবাসের বন্ধু প্রশান্ত শর্মার জামিন মঙ্গলবার মঞ্জুর করল বারাসত সেশন আদালত। আদালত সূত্রের খবর, আজ, বুধবার দমদম সেন্ট্রাল জেল থেকে তাঁর ছাড়া পাওয়ার কথা। এর আগে জামিনে ছাড়া পেয়েছেন সাগর। |