টুকরো খবর
সদ্যোজাত খুনে বহরমপুরে ধৃত বাবা-মা
সদ্যোজাত সন্তানকে খুন করে বস্তাবন্দি অবস্থায় বাড়ির লাগোয়া বাঁশ ঝাড়ের নীচে গোর দেওয়ার অভিযোগে পুলিশ এক দম্পতিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে বহরমপুরের মণীন্দ্রনগর পঞ্চায়েতের ভাটপাড়া সর্দারপাড়া থেকে বিশ্বনাথ কর্মকার ও বাণী কর্মকার নামে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। ওই মহিলার তিন ও আট বছরের দুটি মেয়ে আছে। ফের কন্যাসন্তান হওয়ার জন্য ওই দম্পতি সদ্যোজাতকে খুন করেছে বলে পাড়া-প্রতিবেশীদের সন্দেহ। যদিও ওই দম্পতির দাবি গত ৩ সেপ্টেম্বর দাবি করেছিলেন পুত্রসন্তান জন্মেছে তাঁদের। তবে গর্ভস্থ সন্তান তার নিজের নয় বলে স্বামী সন্দেহ করতেন বলে মহিলার দাবি। তা নিয়ে নিত্য নির্যাতনও করত সে বলে অভিযোগ। তবে এ ব্যাপারে স্পষ্ট কোনও সিদ্ধান্তে আসতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, দেহটি এতটাই পচে গলে গিয়েছে যে তার লিঙ্গ নির্ধারণ প্রাথমিক বাবে সম্ভব হয়নি। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পরেই শিশুটির পরিচয় স্পষ্ট হবে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে যায়। তবে শিশুটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি। গ্রেফতার করা হয়েছে ওই দম্পতিকে।”

স্কুলে প্রার্থী দিতে পারল না সিপিএম
নদিয়ার হরিণঘাটার বড়জাগুলিয়া গোপাল একাডেমির পরিচালন সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না সিপিএম। কংগ্রেস, তৃণমূল আলাদা করে ৬টি আসনেই প্রার্থী দিয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা। প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ বলেন, “পরিকল্পনা করে আমাদের প্রার্থী দিতে দেওয়া হল না। আমরা প্রার্থীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে গেলে আমাদের মারধর করে বার করে দিয়েছে তৃণমূলের সমর্থকেরা।” বঙ্কিমবাবুর অভিযোগ, “মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য শুধু একটি দিনই ঠিক করেছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। আর সেই দিনটাই বিশৃঙ্খলা করে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা ভেস্তে দিল তৃণমূল।” এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদিকা রত্না ঘোষ বলেন, “সিপিএম প্রার্থী খুঁজে পাচ্ছিল না। শুধু অপপ্রচার করার জন্যই মিছিল করেছিল। কেউ ওদের মারধর করেনি। মনোনয়ন দিতেও বাধা দেয়নি।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীরকুমার রায় বলেন, “সর্বদল সভা করেই এক দিনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি ঠিক হয়েছিল। প্রত্যেক দলকে ৪৫ মিনিট করে সময় দেওয়া হয়। কংগ্রেস ও তৃণমূল ৬টি করে আসনে প্রার্থী দিয়েছে।”

পুরসভার কাজ ব্যাহত বেলডাঙায়
দুই কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যানের অনুপস্থিতিতে বেলডাঙা পুরসভার কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলল বিরোধীরা। ১৪ ওয়ার্ডের বেলডাঙা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর রিম্পা দাস গত দু’বছর আগে শারীরিক কারণে পদত্যাগ করেন। গত দশ মাস ধরে অসুস্থতার জন্য ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের রানু ঘোষ হালদার এলাকায় থাকেন না। তার উপর সম্প্রতি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পুরসভার ভাইস চেয়ারম্যান কংগ্রেসের ভরত ঝাওর পদত্যাগ করেছেন। ফলে পুরসভার নিত্যদিনের কাজ ঠিকমতো হচ্ছে না। এ প্রসঙ্গে পুরসভার বিরোধী দলনেতা সিপিএমের শীলা ঘোষ বলেন, “ দুই কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যানের অনুপস্থিতিতে পুর-প্রশাসনে শূন্যতা তৈরি হয়েছে। আমরা দলের পক্ষ থেকে ২৯ অগস্ট এ ব্যাপারে স্মারকলিপি দিয়েছি। তাতে দ্রুত ১০ নম্বর ওয়ার্ডে ভোট করা ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উপস্থিতি দাবি করা হয়েছে।’’ এ প্রসঙ্গে পুরপ্রধান কংগ্রেসের অনুপমা সরকার বলেন, “অনুপস্থিত দুই কাউন্সিলের ওয়ার্ডে পরিষেবা আমরা পুরসভা থেকেই দিই। ফলে সমস্যা হওয়ার কথা নয়। তবে শীঘ্রই নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচনের কাজ শুরু হবে।”

বিদ্যুৎই নেই, তবু এল বিল
মাস ছয়েক আগে মিটার লাগানো হয়েছে। কিন্তু এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। অথচ তেহট্টের ত্রিপুরাপাড়ার প্রায় শ-খানেক পরিবারকে ধরিয়ে দেওয়া হল বিদ্যুতের বিল। মঙ্গলবার গ্রামবাসীরা এক জোট হয়ে বিদ্যুৎ দফতরের তেহট্ট গ্রাহক পরিষেবা কেন্দ্রে স্টেশন ম্যানেজারের বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করেন। স্থানীয় বাদল হালদার, সনাতল হালদারদের কথায়, “ছ’মাস আগে বাড়িতে মিটার লাগিয়ে গিয়েছে। এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। কিন্তু বিদ্যুতের বিল পাঠিয়েছে। গোটা বিষয়টি জানিয়ে বিদ্যুৎ দফতরে অভিযোগ জানানো হয়েছে।” রাজীব গাঁধী বিদ্যুৎ যোজনার মাধ্যমে ওই বিদ্যুৎ সংযোগ বিপিএল তালিকাভুক্ত পরিবারের মধ্যে দেওয়া হয়েছে। স্টেশন ম্যানেজার জয়ন্ত বিশ্বাস বলেন, “ওই বাড়িগুলিতে মিটার লাগানো হয়েছে। ফলে যার নামে মিটার রয়েছে, তাঁকে গ্রাহক তালিকাভুক্ত হিসেবে বিবেচনা করে কম্পিউটার থেকে ভুল করে বিলগুলি বেরিয়ে গিয়েছে। সবকটি বিলই সংশোধন করে নেওয়া হবে।”

পরীক্ষার্থীদের ‘মারধর’, নালিশ
পিটিটিআই পরীক্ষার্থীদের মারধর ও ছাত্রীদের অশালীন ইঙ্গিত করার অভিযোগ উঠল শক্তিনগর হাইস্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিরুদ্ধে। নবদ্বীপের একটি কলেজে সোমবার পরীক্ষার পর পরীক্ষার্থীদের মারধর করা হয় ও পরীক্ষা চলাকালীন ছাত্রীদের অশালীন ইঙ্গিত করেন বলে স্কুলের এক শ্রেণির শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। পরীক্ষার্থীরা ওই ঘটনার প্রতিবাদে কৃষ্ণনগর থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির কাছে স্মারকলিপিও জমা দেন। শক্তিনগর হাইস্কুলের প্রধান শিক্ষক ভোলানাথ মৈত্র বলেন, “ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহী ন। পরীক্ষার্থীদের অন্যায় আবদার মানেননি বলেই শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।” জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অর্চনা ঘোষ সরকার বলেন, “ওই পরীক্ষার্থীরা নকল করছিল। বাধা পেয়ে পরীক্ষাকেন্দ্র বদলাতে চাইছে।”

স্কুলে প্রার্থী দিতে পারল না সিপিএম
নদিয়ার হরিণঘাটার বড়জাগুলিয়া গোপাল একাডেমির পরিচালন সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না সিপিএম। কংগ্রেস ও তৃণমূল আলাদা করে ৬টি আসনেই প্রার্থী দিয়েছে। ২৩ সেপ্টেম্বর এখানে নির্বাচন হওয়ার কথা। গত বার তৃণমূল ক্ষমতায় ছিল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিএমের বঙ্কিম ঘোষ বলেন, “আমরা প্রার্থীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে গেলে আমাদের মারধর করে বার করে দিয়েছে তৃণমূলের সমর্থকেরা।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদিক রত্না ঘোষ বলেন, “সিপিএম প্রার্থী খুঁজে পাচ্ছিল না। কেউ মারধর করেনি।”

দুর্ঘটনা, মৃত্যু
বাস-লরি সংঘর্ষে মারা গিয়েছেন বাসের চালকের। নাম নিশিতোষ মণ্ডল (৫৫)। বাড়ি ডোমকলের গড়াইমারিতে। সোমবার দৌলতাবাদের কুলবেড়িয়ায় বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কের ঘটনা। ঘটনাস্থলেই মারা যান বাসের চালক। ওই ঘটনায় জখম হয়েছেন ১০ জন বাসযাত্রী।

ছাত্রের মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হল তৃতীয় শ্রেণির এক ছাত্রের। নাম ইব্রাহিম শেখ (৯)। বাড়ি নাকাশিপাড়ার খিদিরপুর এলাকায়। মঙ্গলবার সকালে বেথুয়াডহরি বাসস্ট্যান্ডের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনাটি ঘটে।

জাল নোট, ধৃত
১৩ হাজার টাকার জাল নোট-সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার বহরমপুর বাসস্ট্যান্ড চত্বর থেকে তাকে ধরা হয়।

পড়ুয়ার মৃত্যু
মুর্শিদাবাদের নবগ্রাম থানায় গায়ে গরম জল পড়ে জখম হয়েছিল সাত প্রাথমিক স্কুলপড়ুয়া। মঙ্গলবার তাদের এক জনের মৃত্যু হল।

দেহ উদ্ধার
এক মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। নাম মালতি বিশ্বাস (৮২)। বাড়ি হাঁসখালি থানার কুমারী গ্রামে। পুলিশ জানিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা গত ২৯ অগস্ট থেকে নিঁখোজ ছিলেন। মঙ্গলবার সকালে স্থানীয় মজুরেরা পাট কাটতে গিয়ে দেখেন ক্ষেতের মধ্যে পচাগলা দেহ রয়েছে। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.