সংস্কৃতি যেখানে যেমন...

লিভার ফাউন্ডেশন
মুর্শিদাবাদ জেলা থেকে এ বছর মেডিক্যাল কলেজে পাঠরত ২০ জন ছাত্রকে ‘চিকিৎসক চন্দ্রকান্ত পাতিল পুরস্কার’ দিচ্ছে চিকিৎসকদের সংস্থা ‘লিভার ফাউন্ডেশন’। সোমবার বহরমপুর রবীন্দ্রসদনের ওই অনুষ্ঠানে লালগোলার কৃষ্ণপুরের ৭০ বছরের চিত্তরঞ্জন দাসকে ‘চিকিৎসক অমলকৃষ্ণ সর্দার পুরস্কার’-এ সম্মানিত করা হয়। প্রয়াত চিকিৎসক চন্দ্রকান্তের বাড়ি মহারাষ্ট্রে। ‘লিভার ফাউন্ডেশন’-এর কর্ণধার অভিজিৎ চৌধুরী বলেন, “মহারাষ্ট্রে তখন চলছে বিহারি খেদাও তাণ্ডব। বিহার বন্যায় প্লাবিত। প্রাদেশিকতার ওই পরিস্থিতি উপেক্ষা করে মহারাষ্ট্র থেকে বন্যার্তদের চিকিৎসা করতে চন্দ্রকান্ত গেলেন বিহারে। সেখানে মারা যান তিনি। হবু চিকিৎসকদের অনুপ্রাণিত করতে ওই পুরস্কার।” দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে সুতি থানার মহেশাইল হাসপাতালে কয়েক দশক আগে খুন হন অমলকৃষ্ণ সর্দার। লালগোলার গরিব মানুষের চিকিৎসক হিসাবে পরিচিত চিত্তরঞ্জনবাবুর ‘কনসালটেশন’ মাত্র ১০ টাকা।

বাসভূমি পুরস্কার
গত রবিবার বহরমপুর রবীন্দ্রসদনে স্থানীয় ‘বাসভূমি’ পত্রিকার তেত্রিশবর্ষ পূর্তি উপলক্ষে ‘কবি সম্মেলন’ অনুষ্ঠিত হয়। সেখানে পুরস্কৃত করা হয় পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে। ‘জীবনকৃতি পুরস্কারে’ সম্মানিত করা হয় ইতিহাস গবেষক বিজয় বন্দ্যোপাধ্যায় ও সাহিত্যের ‘ইয়ারবুক’ স্রষ্টা জাহিরুল হাসানকে। ‘বাসভূমি সাহিত্য সম্মান’-এ ভূষিত হন সংগীত গবেষক রমাপ্রসাদ ভাস্কর ও কবি সৈয়দ খালেদ নৌমান। ‘প্রতিশ্রুতিবান লেখক-শিল্পী’ সম্মানে পুরস্কৃত করা হয় প্রকাশ দাস বিশ্বাসকে। ‘বর্ষসেরা লিটিল ম্যাগাজিন পুরস্কার’ দেওয়া হয় আন্দামান থেকে প্রকাশিত ‘বাকপ্রতিমা’ পত্রিকাকে।

বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠান। ছবি: গৌতম প্রামাণিক।

কিশলয় স্মরণে
বিশিষ্ট নাট্যকার চার দশক ধরে ছান্দিকের যিনি হাল ধরে ছিলেন সেই কিশলয় সেনগুপ্ত তিন বছর আগে মারা গিয়েছেন। গত বুধবার তাঁর তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ছান্দিকের মহলাকক্ষে হয়ে গেল তৃতীয় বছরের ‘কিশলয় সেনগুপ্ত স্মারক বক্তৃতা’। বক্তৃতার বিষয় ছিল ‘থিয়েটারের যাত্রা বিমোহিত কথা’। আলোচক ছিলেন কলকাতার ‘নক্ষত্র নাট্যগোষ্ঠী’র কণর্ধার শ্যামল ঘোষ। শক্তিনাথ ভট্টাচার্য নির্দেশিত শ্রুতিনাটক ‘বদনাম’ ওই অনুষ্ঠানে পরিবেশন করা হয়।

শিক্ষক দিবসে
গত ৫ সেপ্টেম্বর লালগোলা ব্লকের সব মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ও শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষকশিক্ষিকারা সম্মলিত ভাবে শিক্ষক দিবস পালন করলেন। লালোগোলা এম এন অ্যাকাদেমির ‘বিজ্ঞান ভবন’-এ ওই অনুষ্ঠানটি হয়। শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন প্রাক্তন সাংসদ জয়নাল আবেদিন, কবি সমীর ঘোষ, বি ডি ও প্রসেনজিৎ ঘোষ ও পঞ্চায়েত সমিতির সভাপতি সাজাহান আলি, লেখক নীহারুল ইসলাম-সহ অনেকে। ওই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিমলি দাস, সংগীত পরিবেশন করেন সবিতা দাস পাল। আওয়াল ও তাঁর সম্প্রদায় কবিগান পরিবেশন করেন।

বার্ষিক অনুষ্ঠান
গত শুক্রবার বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হল বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘পাঠভবন’-এর ত্রয়োদশ বার্ষিক অনুষ্ঠান। কচিকাঁচারই পরিবেশন করে নৃত্য ‘ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব’ ও ‘মমচিত্তে নিতি নৃত্যে’, আবৃত্তি আলেখ্য ‘শিশুশ্রম দণ্ডনীয়’, নৃত্যনাট্য ‘হিংসুটে দৈত্য’ ও সমবেত সংগীত। পৌরহিত্য করেন চুঁয়াপুর হিন্দু মিলন মন্দিরের মঠাধ্যক্ষ স্বামী মঙ্গলানন্দজী মহারাজ। প্রধান অতিথি কৃষ্ণনাথ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান বাসুদেব চট্টোপাধ্যায়।

নজরুল স্মরণ
‘সব পেয়েছির আসর’-এর কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হল কাজি নজরুল ইসলামের প্রয়াণ দিবস। ‘বহরমপুর নজরুল কমিটি’র আয়োজিত ২৯ অগস্টের অনুষ্ঠানে ‘নজরুল চর্চা’ নামের পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশ করেন কৃষ্ণনাথ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান বাসুদেব চট্টোপাধ্যায়। সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন ছাড়াও নজরুলের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন ‘বহরমপুর নজরুল কমিটি’ কর্ণধার তথা অবসরপ্রাপ্ত দুই অধ্যাপক আবুল হাসনাত ও বাসুদেববাবু।

কবি সম্মেলন
রবিবার বহরমপুরে ‘সেন্ট জন অ্যাম্বুল্যান্স অ্যসোসিয়েশন’ হলে আন্তর্জাতিক দ্বিভাষিক সাহিত্য পত্রিকা ‘দেশকাল’-এর চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কবি উৎপল গুপ্ত। ছিলেন প্রীতিকুমার রায়, আবুল হাসনাত, রণবীর নাথ, লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী।

জনকল্যাণের ভাষা
রবিবার স্থানীয় হাইস্কুলে ‘হরিহরপাড়া জনকল্যাণ সমিতি’ আয়োজিত ‘আগামী ১০০ বছরে বাংলা ভাষার ভবিষ্যৎ’ আলোচনায় অংশ নেন গবেষক শক্তিনাথ ঝা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.