টুকরো খবর |
স্কুলে বন্ধ মিড-ডে মিল |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রান্না নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর গোলমালের জেরে মিড-ডে মিলই অনিদির্ষ্টকালের জন্য বন্ধ করে দিলেন কাঁথি ৩ ব্লকের বনমালীচট্টা হাইস্কুল কর্তৃপক্ষ। এই স্কুলে দীর্ঘ দিন ধরেই পর্যায়ক্রমে মিড-ডে মিল রান্না করে লাউদা পঞ্চায়েতের পথিকৃৎ ও দেশহিতৈষী নামে দু’টি স্বনির্ভর গোষ্ঠী। কিন্তু গত বছর মে মাসে নেতাজী নামে স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠী স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক পাত্রের কাছে স্কুলে মিড-ডে মিলের রান্নার আবেদন জানায়। স্কুল কর্তৃপক্ষ নিজেরা কোনও সিদ্ধান্ত না নিয়ে আবেদনপত্রটি কাঁথি-৩ ব্লক উন্নয়ন আধিকারিক নিশান্ত মুখোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেন। বিডিও কোনও সিদ্ধান্ত না নিয়ে আবেদনপত্রটি জেলার অতিরিক্ত জেলাশাসকের কাছে পাঠিয়ে দেন। অতিরিক্ত জেলাশাসকের দফতর থেকে আর কোনও উত্তর আসেনি। সোমবার স্কুল খোলার আগেই নেতাজি গোষ্ঠীর মহিলারা স্কুলে গিয়ে রান্নাঘর ও মিড-ডে মিলের ভাঁড়ার ঘরের দখল নেন। মিড-ডে মিলের দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রান্নাঘরে ঢুকতে বাধা পেয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিষয়টি জানান। তখন রমণীকান্তবাবু বিষয়টি স্কুলের পরিচালন সমিতির সম্পাদক, স্থানীয় গ্রামপ্রধান ও বিডিওকে জানান। বিডিও নিশান্ত মুখোপাধ্যায় এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের কথা বলেন। কিন্তু স্কুলের পরিচালন সমিতি থানায় অভিযোগ দায়ের করেনি। প্রশাসন বিষয়টি নিষ্পত্তি না করা পর্যন্ত স্কুলে মিড-ডে মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিচালন সমিতি। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান, স্কুলে মিড-ডে মিল পুনরায় চালু করতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে বিডিওকে। উল্লেখ্য সহ-সভাধিপতি হওয়ার আগে মামুদ হোসেন বনমালীচট্টা হাইস্কুলেরই প্রধানশিক্ষক ছিলেন।
|
জয়ী সিপিএম, তৃণমূল জোট |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সমবায় ভোটে হাতে হাত মিলিয়ে জয়ী হল শাসক ও বিরোধী দল। সোমবার রামনগর ২ ব্লকের মৈতনা সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে ৬টি আসনের সবকটিই পেয়ে জয়ী হল তৃণমূল-সিপিএম জোট। বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন মৈতনা পঞ্চায়েতের তৃৃণমূল উপপ্রধান তমালতরু দাস মহাপাত্র, সদস্য অলক নন্দ ও সিপিএমের প্রাক্তন প্রধান পদ্মনাভ মিশ্র। গত ২৬ অগস্ট এই সমিতির অফিসিয়াল প্যানেলে তৃণমূল প্রার্থীদের বাদ দিয়ে সিপিএমের প্রাক্তন প্রধানকে প্রার্থী করায় দলেরই একাংশ সমিতির অফিসে ভাঙচুর করে। তখন বিদায়ী পরিচালন সমিতির সভাপতি অলক নন্দ জানান, রাজনৈতিক রঙ দেখে নয়, সমিতির স্বার্থেই অফিসিয়াল প্যানেল তৈরি হয়েছে। সিপিএমের প্রাক্তন প্রধান নয়, এলাকার বিশিষ্ট সমবায়ী হিসেবেই প্যানেলে স্থান পেয়েছেন পদ্মনাভবাবু। এ দিনও এলাকার স্থানীয় তৃণমূল বিধায়ক অখিল গিরি বিজয়ী তৃণমূল-সিপিএম জোটকে অভিনন্দন জানিয়েছেন।
|
হলদিয়ায় গ্রিন পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
গত বছরই বিশ্বকর্মা পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৬ জনের। তাই এ বার পুজোর আগেই শিল্পশহর হলদিয়াতে ২০০ গ্রিন পুলিশ পথে নামাতে চলেছে হলদিয়া উন্নয়ন পর্ষদ ও মহকুমা প্রশাসন। প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে জোরকদমে। মঙ্গলবার ছিল সেই বাছাই প্রক্রিয়ারই শেষ দিন। প্রায় এক হাজার চারশো কর্মপ্রার্থীর মধ্যে বেছে নেওয়া হবে দু’শো জনকে। গাড়ির সংখ্যাবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পূর্ব মেদিনীপুরের শিল্পশহরে দুর্ঘটনা বাড়ছে। যান নিয়ন্ত্রণে শিল্পশহরের ব্রজলালচক, মঞ্জুশ্রী, চৈতন্যপুর ও রানিচক মোড়ে স্বয়ংক্রিয় সিগন্যালি ব্যবস্থা চালু করা হয়েছিল অনেক আগে। যদিও তা যথাযথ ভাবে কাজ করে না। সেই অভাব ঢাকতেই গ্রিন পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির ভিত্তিতে নিযুক্ত এই গ্রিনপুলিশের বেতনভার বহন করবে এইচডিএ। তবে পরিচালনার দায়িত্বে থাকবে পুলিশ-প্রশাসন। ‘শহর পুলিশ স্বেচ্ছাসেবক বাহিনী’ নামে এই গ্রিন পুলিশদের ৬ মাসের চুক্তিতে মাসে ৪ হাজার টাকা বেতন দেওয়া হবে। ২৭ জুলাই ছিল আবেদনপত্র জমার শেষ দিন। শুক্রবার থেকে দুর্গাচকে এসডিপিও অফিসে শুরু হয় বাছাই পর্ব। চার দিন মূল বাছাই প্রক্রিয়া চলার পর এ দিন ছিল পরে ডাক পাওয়া এবং অনুপস্থিত প্রার্থীদের বাছাইয়ের অন্তিম দিন। এ দিন রাতেই বাছাই ২০০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানান এসডিপিও অমিতাভ মাইতি। পাঁচ দিনের সাময়িক প্রশিক্ষণ দিয়ে পথে নামানো হবে গ্রিন পুলিশদের।
|
কলেজে ভাঙচুর, সাসপেন্ড ১৫ ছাত্র |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
কলেজে ভাঙচুরের প্রায় দেড় মাস পর ১৫ জন পড়ুয়াকে সাসপেন্ড করলেন হলদিয়ার সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক ইঞ্জিনিয়রিং অ্যান্ড টেকনোলজি (সিপেট) কলেজ কর্তৃপক্ষ। গত ১৮ এবং ১৯ জুলাই পরীক্ষা চলাকালীন ‘তাণ্ডব’ চালানোয় ৩২ জনের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন কলেজ কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে ১২ জন পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। নিজেরা তদন্ত করার পরে প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে ২ ছাত্রী-সহ মোট ১৫ জন পড়ুয়াকে মঙ্গলবার সাসপেন্ড করেন কলেজ কর্তৃপক্ষ। সাসপেন্ড হওয়া মৃত্তিকা দাস, দেবজ্যোতি দাসের অভিযোগ, “পুলিশের খাতায় অভিযুক্তদের মধ্যে থেকে বেছে-বেছে কলেজ কর্তৃপক্ষ আমাদের সাসপেন্ড করেছেন। আবার যাদের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল না, তাঁদেরও সাসপেন্ড করা হয়েছে। এটা মেনে নিতে পারছি না।” কলেজের তরফে রামমণি মিশ্র জানান, সাসপেন্ড পড়ুয়ারা জানুয়ারিতে পুরোনো সেমিস্টারে ভর্তি হতে পারবেন।
|
বন্দরে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
সময়ে বেতন মিলছে না-সহ নানা অভিযোগে হলদিয়া বন্দরের আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থিত ঠিকা শ্রমিকেরা। মঙ্গলবার সন্ধ্যায় হলদিয়া টাউনশিপে বন্দরের প্রশাসনিক কার্যালয় ‘জওহর টাওয়ার’ ঘেরাও করে প্রায় তিনশো ঠিকাশ্রমিক বিক্ষোভ দেখাতে থাকেন। সময় পেরিয়ে গেলেও দাবি সনদ স্বাক্ষরিত না হওয়া, বোনাস না পাওয়ার অভিযোগ জানান তাঁরা। ঘেরাও কর্মসূচির নেতৃত্বে ছিলেন এলাকার তৃণমূল নেতা তথা পুরসভার বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডল, তৃণমূল নেতা তপন মাইতি প্রমুখ। দেবপ্রসাদবাবুর অভিযোগ, “প্রায় ৩০টি ঠিকাদার সংস্থার অধীনস্থ এই শ্রমিকেরা দীর্ঘ দিন ধরে বঞ্চিত। ছ’মাস অন্তর ঠিকাদার বদল হয়। কিন্তু শ্রমিকদের অবস্থার পরিবর্তন হয় না। নায্য বেতন পায় না, নিরাপত্তা নেই, বোনাস নেই। প্রতিবাদে এই বিক্ষোভ” এ দিনের ঘেরাও-বিক্ষোভের জেরে জেনারেল ম্যানেজার বাসব রায়চৌধুরী-সহ বন্দরের প্রশাসনিক কর্তারা দীর্ঘক্ষণ আটকে থাকেন। পরে বাসব রায়চৌধুরীর সঙ্গে বৈঠকেও বসেন শ্রমিক নেতারা। রফাসূত্র না মেলায় রাত পর্যন্ত বিক্ষোভ চলে। অবশেষে বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে রাত সাড়ে ৯টা নাগাদ বিক্ষোভ ওঠে।
|
‘ছেলেধরা’কে মার জনতার |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ছেলেধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল দাসপুর থানার দুধকোমড়া পঞ্চায়েতের শিবরা গ্রামে। মঙ্গলবার বিকেলের ঘটনা। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে দাসপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এখনও ওই যুবককের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক বাইশ। ডিএসপি (ক্রাইম) দেবজ্যোতি চক্রবর্তী বলেন, “শিবরার ঘটনায় ওসিকে একটি মামলা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতেও বলা হয়েছে।” স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর থেকেই ওই যুবক শিবরা গ্রামে ঘোরাঘুরি করছিলেন। গুজব রটে যায়, গ্রামে ছেলেধরা ঢুকেছে। দুধকোমড়া পঞ্চায়েতের প্রধান তৃণমূলের অশোককুমার কর বলেন, “গুজবে বিশ্বাস করে এলাকার লোকজন জড়ো হয়ে মারধর শুরু করেন। আমি খবর পেয়ে ঘটনাস্থলে না গেলে যুবকটি মারাই যেত।” হাসপাতালের চিকিৎসক সুবীর পাল বলেন, “ছেলেটি গুরুতর জখম। মাথাতেও আঘাত লেগেছে। কথা বলতে না পারায় আরও সমস্যা হচ্ছে। মূক না আতঙ্কে কথা বন্ধ হয়ে গিয়েছেতা খতিয়ে দেখা হচ্ছে।”
|
লরির ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার নামালক্ষ্যার কাছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে। মৃত কৃষ্ণপদ সিংহ (৬০) নন্দকুমার থানার খঞ্চি এলাকার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। কৃষ্ণপদবাবুর নামালক্ষ্যা হাটে চালের ব্যবসা রয়েছে। রবিবার সকালে সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। মেচেদার দিকে আসার পথে নামালক্ষ্যার কাছে একই দিক থেকে আসা একটি লরি তাঁর সাইকেলে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে নন্দকুমার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে। ওই দিনই হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সোমবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, লরিচালককে গ্রেফতার করা হয়েছে।
|
মহিলা ধৃত |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
শহরে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে কাঁথি থানার পুলিশ। আইসি সুব্রত বারিক জানান, সোমবার রাতে কাঁথি শহরে বাইপাসের ধারে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে পুলিশ তিন মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের সময় এক মহিলা নিজেকে মালা মাইতি বলে পরিচয় দেন। পরে জানা যায়, তাঁর আসল নাম পুতুল মোল্লা। বাড়ি বাংলাদেশের নলডাঙা জেলায়। পুলিশ জানায়, পুতুল মোল্লার কাছে বৈধ পাসপোর্ট ও ভিসা না থাকায় তাকে বিদেশি অনুপ্রবেশ আইনে গ্রেফতার করা হয়েছে।
|
ভগবানপুরে সভা |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
সিটু অনুমোদিত পরিবহণ শ্রমিক সংগঠনের ভগবানপুর ১ ব্লক শাখার এক সভা হল সোমবার। মির্জাপুর প্রাথমিক স্কুলের ওই সভায় ছিলেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক পুলিন জানা, সিটুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রত মহাপাত্র, ব্লক নেতা মাজিসুদ্দিন শাহ। শ্রমিকদের সামাজিক সুরক্ষা, গড় মজুরি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
|
বধূ নির্যাতন, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
এক অন্তঃসত্ত্বা মহিলাকে নির্যাতনের অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার পটাশপুর থানার গোয়ালদা গ্রামের অশোক সামন্তকে ধরার পরে মঙ্গলবার কাঁথি এসিজেএম আদালতে তোলে হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান। মাস ছয়েক আগে মধ্য কসবা গ্রামের রাধারানির সঙ্গে অশোকের বিয়ে হয়। রাধারানিদেবী অভিযোগ, স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। প্রতিবাদ করাতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শারীরিক নির্যাতন করত বলে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
|
দিঘার সমুদ্রে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দিঘার সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম শঙ্কর সাউ (১৬)। বাড়ি হুগলির হরিপাল থানার চন্দনপুরে। সোমবার স্নান করতে নেমে সমুদ্রে তলিয়ে যায় সে। মঙ্গলবার সন্ধ্যায় সৈকতের কিনারায় এসে ঠেকে তার দেহ। একাদশ শ্রেণির ছাত্র শঙ্কর সোমবারই গৃহশিক্ষক তরুণ চক্রবর্তীর সঙ্গে দিঘায় এসেছিল। সঙ্গে ছিল তরুণবাবুর আরও জনা কুড়ি ছাত্র। দিঘা থানার পুলিশ জানিয়েছে, দেহটি ময়না-তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
বই উদ্বোধন |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
স্বাধীনতা সংগ্রামে পূর্ব মেদিনীপুরের বিপ্লবীদের ভূমিকা নিয়ে লেখা একটি বই উদ্বোধন হল। মঙ্গলবার তমলুকের ইতিহাস গবেষক প্রদ্যোত মাইতির লেখা ‘পূর্ব মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের কথা (প্রথম খণ্ড)’ বইটির উদ্বোধন করেন জেলা গ্রন্থাগার আধিকারিক তুষারকান্তি চট্টোপাধ্যায়। ‘মেদিনীপুরের নির্বাচিত কবিতা সংগ্রহ’ নামে আরেকটি বইয়ের উদ্বোধন করেন কবি কালোবরণ পাড়ই। |
|