|
|
|
|
নিকাশি খাল সংস্কারের দাবি, অবরোধ নন্দীগ্রামে |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বেহাল নিকাশি খাল সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন নন্দীগ্রামের বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নন্দীগ্রাম-তেখালি রাস্তা অবরোধ করেন তাঁরা। ফলে ওই রুটে দুপুর পর্যন্ত ট্রেকার চলাচল বন্ধ ছিল। নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও এবং কৃষি কর্মাধক্ষ্য এলাকায় গিয়ে জলমগ্ন কয়েকটি গ্রামের অবস্থা দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। |
|
ঝাড়গ্রামে রুদ্ধ নিকাশিনালা |
জেলা কৃষি দফতর ও স্থানীয় সূত্রে খবর, নিম্নচাপের জেরে তিন দিনের প্রবল বৃষ্টিতে নন্দীগ্রামের গোকুলনগর, সামসাবাদ, কেন্দেমারি, কালীচরণপুর ও দাউদপুর পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামের চাষ জমি জলের তলায় ডুবে যায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকার জল নিকাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেলাউদয়, গড়চক্রবেড়িয়া, তেখালি সংলগ্ন খাল দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মজে গিয়েছে। বৃষ্টির জল বের হতে না পারায় গোকুলনগর এলাকার মহেশপুর, রায়নগর, ঝাটিবনি, পারুলবাড়ি, কেশবপুর, জামবাড়ি, বৃন্দাবনচক, পাইকবাড়, সামসাবাদ এলাকার জমির আমন ধান গাছ গত এক সপ্তাহ ধরে ডুবে রয়েছে। ফলে ফসল নষ্ট হওয়ার মুখে। স্থানীয় মহেশপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়দেব রায় বলেন, “জমা জল বের করার জন্য স্থানীয় প্রশাসনকে বার বার জানানো সত্ত্বেও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে এ দিন রাস্তা অবরোধ করা হয়েছে।” নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বনশ্রী খাঁড়া সমস্যার কথা স্বীকার করে বলেন, “এলাকার বেহাল নিকাশি খালগুলি সংস্কারের জন্য একশো দিনের কাজের প্রকল্পে চলতি আর্থিক বছরেই পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ খালধার বেদখল করে দোকান থাকায় শ্রমিক দিয়ে খাল সংস্কার করা সম্ভব নয়। মেশিন দিয়ে খাল খননের কাজ যাতে করা যায় সে জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হবে।” |
|
|
|
|
|