|
|
|
|
আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতী ধৃত মেদিনীপুরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তার খোঁজে হন্যে হয়ে ঘুরছে বিভিন্ন থানার পুলিশ। শুধু এ রাজ্যেই নয়, পাশের ঝাড়খণ্ডের বিভিন্ন থানাতেও তার নামে বহু মামলা রয়েছে। অধিকাংশই চুরি-ছিনতাই-ডাকাতির। চক্রের অন্যতম পাণ্ডা সেই স্বপন ধাড়াকে শেষমেশ মেদিনীপুর থেকেই গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে গুলি-সহ একটি দেশি রিভলবার ও মোবাইল মিলেছে বলে পুলিশের দাবি। স্বপনের সঙ্গে সুকুমার দাস নামে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। এই দু’জনই কেশিয়াড়ির একটি ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় যুক্ত বলে জানিয়েছে পুলিশ। ধৃত দু’জনকে মঙ্গলবার দুপুরে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়েছিল। স্বপনকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। আদালত তাকে ৩ দিনের পুলিশি হেফাজতে পাঠায়। শুক্রবার ফের স্বপনকে আদালতে হাজির করা হবে। অন্য দিকে, সুকুমারকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৫ সেপ্টেম্বর ফের তাকে আদালতে হাজির করা হবে। পুলিশের দাবি, ধৃত স্বপনকে জেরা করে দুষ্টচক্র সম্পর্কিত বেশ কিছু তথ্য মিলতে পারে বলে হেফাজতে চাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, মাস ছয়েক আগে কেশিয়াড়ির কুকাইতে একটি ব্যাঙ্কে ঢুকে একদল দুষ্কৃতী প্রায় ৪ লক্ষ টাকা লুঠ করে পালায়। দুষ্কৃতীরা গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকেছিল। পরে বন্দুক দেখিয়ে লুঠপাট চালায়। তদন্তে নেমে প্রথমে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পরে আরও ৩ জনকে ধরা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই জানা যায়, ঘটনার সঙ্গে মোট ৯ জন যুক্ত ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে মেদিনীপুরের ধর্মা থেকে স্বপন ও সুকুমারকে গ্রেফতার করা হয়। স্বপনের বাড়ি ঝাড়খণ্ডের চাকুলিয়া থানা এলাকায়। বছর তেত্রিশের এই যুবক নানা ধরনের অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। অন্য দিকে, সুকুমারের বাড়ি শালবনি থানা এলাাকার তিলাবনিতে। এই দু’জনে আবার সম্পর্কে আত্মীয়। পুলিশ সূত্রের দাবি, স্বপন দুষ্টচক্রের অন্যতম পাণ্ডা। তার নামে ঘাটশিলা, চাকুলিয়া, জামবনি, দাঁতন, কেশিয়াড়ি-সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। বিভিন্ন এলাকার ছোটখাটো দুষ্টচক্রের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। স্থানীয় দুষ্টচক্র কোনও চুরি-ছিনতাইয়ের পরিকল্পনা করলে, চাকুলিয়া থানার ওই যুবক নিজের চক্রের ছেলেদের পাঠিয়ে, কখনও বা পরামর্শ দিয়ে সাহায্য করত। ধৃতদের কাছ থেকে যে মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে, সেটি কেশিয়াড়ির ওই ব্যাঙ্ক থেকে ছিনতাই করা হয়েছে বলে পুলিশের দাবি। |
|
|
|
|
|