বিচারাধীন বিষয় নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনও নির্দেশিকা দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, প্রকাশিত সংবাদ নিয়ে মামলায় কোনও পক্ষের আপত্তি থাকলে তারা সংশ্লিষ্ট আদালতে আর্জি জানাতে পারে। প্রয়োজনে আদালত ওই মামলা সংক্রান্ত সংবাদ প্রকাশ সাময়িক ভাবে বন্ধ করতে পারে।
একটি মামলার তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সংশ্লিষ্ট পক্ষ। শুনানির পরিধি বাড়িয়ে এই বিষয়ে নানা পক্ষের মত শুনতে চায় প্রধান বিচারপতি এস এইচ কপাডিয়ার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। শুনানিতে এডিটর্স গিল্ড, নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলি অংশগ্রহণ করেছে। |
সুপ্রিম কোর্টের বক্তব্য, বিচারাধীন বিষয় নিয়ে সংবাদ প্রকাশের অধিকার সংবাদমাধ্যমের আছে। কিন্তু, তার সীমা থাকা প্রয়োজন। বাক্-স্বাধীনতা ও সুবিচারের মধ্যে ভারসাম্য রাখতে হবে। যদি সংবাদ প্রকাশের ফলে কোনও অভিযুক্তের বিচারে প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দেয়, তা হলে সাময়িক ভাবে সংবাদ প্রকাশ বন্ধ করা উচিত।
শুনানির সময়ে সাম্প্রতিক বেশ কয়েকটি উল্লেখযোগ্য মামলার কথা উঠে এসেছে। আরুষি তলোয়ার হত্যা বা অম্বানী ভাইদের মামলা নিয়ে সংবাদমাধ্যমে হই চইয়ের কথা উল্লেখ করেছিলেন আইনজীবী হরিশ সালভে। বৈদ্যুতিন প্রচারমাধ্যম জনপ্রিয় হওয়ায় সংবাদ প্রকাশের ধরনও বদলে গিয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি। তা-ই বিষয়টি নিয়ে একটি নির্দেশিকার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছিলেন সালভে। তাঁর সঙ্গে একমত হননি প্রাক্তন আইনমন্ত্রী রাম জেঠমলানীর মতো অন্য আইনজীবীরা। মঙ্গলবারের রায় দেওয়ার আগে দেশ-বিদেশের কয়েকটি রায়ের কথা উল্লেখ করেছে বেঞ্চ। বেঞ্চের বক্তব্য, প্রয়োজনে সাময়িক ভাবে সংবাদ প্রকাশ বন্ধ রাখলে সাংবাদিকরাও বার বার আদালত অবমাননার অভিযোগ থেকে রেহাই পাবেন। |