রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ‘দূরত্ব’ সৃষ্টি হয়েছিল, কলকাতায় এসে তা দূর করার চেষ্টা শুরু করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিংহ যাদব। মঙ্গলবার ই এম বাইপাসের ধারে একটি ক্লাবের পক্ষ থেকে মুলায়ম ও তাঁর পুত্র উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই জ্যোতি বসুর পাশপাশি মমতারও প্রশংসা করেন মুলায়ম। তিনি বলেন, “উত্তরপ্রদেশের মতই পশ্চিমবঙ্গের মানুষও পরিবর্তন চেয়েছিল। মমতার হাত ধরে সেই পরিবর্তন এসেছে।” এর জন্য মমতাকে তিনি ‘যথেষ্ট সম্মান’ করেন বলেও মুলায়ম জানান।
জ্যোতিবাবু দীর্ঘ দিন মুখ্যমন্ত্রী ছিলেন, তা উল্লেখ করে মুলায়ম বলেন, “উনি যত দিন মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁর বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পাননি। কিন্তু জোতিবাবুর মৃত্যুর পরে এ রাজ্যের মানুষ পরিবর্তন চেয়েছিল। মমতার হাত ধরে সেই পরিবর্তন এসেছে।” মমতাকে ‘মেহনতকারী, সংঘর্ষকারী, লড়াকু এবং একরোখা’ নেত্রী হিসাবে উল্লেখ করে মুলায়ম বলেন, “ওঁর লড়াইকে সম্মান করি। বহু বার ওঁর সঙ্গে আমার কথা হয়েছে। এখনও হয়।” সমাজবাদী পার্টি যে তৃণমূলের মত আঞ্চলিক দলগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী এসপি-র সাধারণ সম্পাদক কিরণময় নন্দ তা আগেই জানিয়েছেন। মুলায়ম বলেন, “তৃণমূল-সহ অন্য দলের সঙ্গে সম্পর্ক নিয়ে কার্যকরী সমিতির বৈঠকে আলোচনা হবে।” আজ থেকে ওই কর্মসূচি শুরু হচ্ছে।
এ দিনের অনুষ্ঠানে রাজারহাটের বিধায়ক তথা বিধাননগরের উপ পুরপ্রধান সব্যসাচী দত্তও ছিলেন। মঞ্চে উপস্থিতি সাংসদ কিরণময় নন্দের উল্লেখ করে অখিলেশ বলেন, “আমরা এ রাজ্য থেকে এক জনকে সংসদে পাঠিয়েছি। যা অতীতে হয়নি। আশা করি, আগামী দিনে এ রাজ্যে সংগঠনের বিস্তার হবে।” |