আর জি করে ডাক্তার দেখিয়ে বাসে বাড়ি ফিরছিলেন দমদম জপুরের বাসিন্দা পুলক বন্দ্যোপাধ্যায় (৪৫)। হনুমান মন্দির স্টপের কাছে টিকিট কাটা নিয়ে কন্ডাক্টরের সঙ্গে সোমবার দুপুরে কিছু যাত্রীর বিরোধ বাধে। বাস দাঁড়িয়ে থাকার কারণ জানতে দরজার কাছে আসেন পুলকবাবু। কিছু যাত্রী পুলিশকে জানান, তখন কেউ কন্ডাক্টরের দিকে ইট ছোড়েন। তা লাগে পুলকবাবুর মাথায়। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, পুলকবাবু শ্যামবাজার থেকে বাসে ওঠেন। ব্যারাকপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার বিশ্বজিৎ ঘোষ বলেন, “তদন্ত শুরু হয়েছে। চালক ও কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” পেশায় বেসরকারি সংস্থার পিওন পুলকবাবুর ভাই অলকবাবু মঙ্গলবার দমদম থানায় অভিযোগ দায়ের করেন।
|
ঝিল থেকে মিলল এক সরকারি কর্মীর দেহ। মঙ্গলবার, পাটুলিতে। মৃতের নাম জয়দীপ বসুমল্লিক (৪২)। অসুস্থ বাবাকে দেখতে যাচ্ছেন বলে সোমবার তিনি বাড়ি থেকে বেরোন। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। এ দিন নিমতা থানার আলিপুরেও পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের (২৬) দেহ মেলে। এ দিনই সকালে যাদবপুর থানা এলাকার এক বাড়িতে অমিতাভ পাল (৪১) নামে এক ইঞ্জিনিয়ারের দেহ মেলে।
|
ই-মেলে আবাসনের সভাপতির বিরুদ্ধে কুৎসা ছড়ানোর অভিযোগে সোমবার এক যুবক গ্রেফতার হলেন। ধৃতের নাম প্রদীপ ভোজক। কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা জানায়, প্রদীপের সঙ্গে বেহালার ওই আবাসনের সভাপতির ঝামেলা হয়েছিল। তার বদলা নিতেই অভিযুক্ত এমন ঘটায়। |