নিয়ম বহির্ভূত ভাবে ভর্তি বন্ধের নির্দেশ |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
নিয়ম বহির্ভূত ভাবে বিএড পাঠক্রমে ভর্তি প্রক্রিয়া চালানোর অভিযোগ উঠল বিভাগীয় সচিবের বিরুদ্ধে। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার তা বন্ধ করার নির্দেশ দেন। উপাচার্য বলেন, “বিএড পাঠক্রমের আবেদনকারীরা আমার কাছে অভিযোগ করেন, ৬ ও ৭ সেপ্টেম্বর নতুন করে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত বিএড কলেজের ভর্তির কাউন্সেলিং ছিল। তা সত্ত্বেও বিভাগীয় সচিব ওই দু’দিন অনুপস্থিতদের জন্য ভর্তির প্রক্রিয়া চালাচ্ছেন। আমি তা বন্ধের নির্দেশ দিয়েছি।”উপাচার্যের কাছে ভর্তি প্রক্রিয়া নিয়ে স্মারকলিপি দিতে আসা ছাত্রদের মধ্যে অন্যতম শেখ ইনসান আলি ও সব্যসাচী ভট্টাচার্য জানান, বিএডে ভর্তির নিয়মাবলিতে বলা হয়েছে, কোনও ছাত্র যদি কাউন্সেলিংয়ের সময়ে অনুপস্থিত থাকেন, তবে ওই ছাত্র আর ভতির্র্র সুযোগ পাবেন না। তবু কী করে ওই ছাত্রদের এই সুযোগ দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, “মেধা তালিকা অনুযায়ী ওই কলেজগুলিতে বিএড পাঠক্রমে ভর্তি করাতে হবে।” বিশ্ববিদ্যালয়ের ইউজি কাউন্সিলের সচিব শ্যামাপ্রসাদ দে-র দাবি, “আমি কাউকে ভর্তি করাইনি। যাঁরা ওই দু’দিন আসতে পারেননি, তাঁদের লিখিত আবেদনের ভিত্তিতে একটা সুযোগ দেওয়ার কথা বিবেচনা করছিলাম। উপাচার্যের নিদের্শের পরে তাও বন্ধ করা হয়েছে।”
|
স্কুলের উন্নয়নে সভা পূর্বস্থলীতে |
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
এলাকার স্কুলগুলির উন্নয়ন বিষয়ক সভা আয়োজিত পূর্বস্থলী ১ ব্লকের দক্ষিণ চক্রের স্কুল পরিদর্শকের অফিসে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান স্বপন ঘোষের দাবি, “সর্বশিক্ষা অভিযানের তরফে চলতি বছরে জেলার স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য ৪৫ কোটি টাকা মিলেছে। তার মধ্যে পূর্বস্থলী ১ ব্লকের বিভিন্ন স্কুলে ৭২টি ক্লাসঘর তৈরির জন্য অনুমোদন করা হয়েছে প্রায় ৩ কোটি ৭২ লক্ষ টাকা।” পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ অভিযোগ তোলেন, এলাকার কিছু স্কুল আগের খরচের হিসেব জমা দেয়নি। এ দিন সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস নাগকে সংবর্ধনা দেওয়া হয়।
|
পথ দুর্ঘটনায় মৃত ২ গলসিতে |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মঙ্গলবার বিকেলে হুগলির শ্রীরামপুর থেকে ঝাড়খণ্ডে যাওয়ার পথে গলসি থানার খানো মোড়ে জিটি রোডে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের তাপস মুখোপাধ্যায় (৬০) ও শ্রী মুখোপাধ্যায় (২২)। এক মহিলা-সহ দু’জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের নাম তারকনাথ মুখোপাধ্যায় ও তাপসী মুখোপাধ্যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ি দু’টি ট্রাকের মাঝে পড়ে যাওয়ায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাপসবাবুর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শ্রীদেবীকে মৃত বলে জানানো হয়। দুর্ঘটনায় হতাহতেরা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
|
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমানের কল্পতরু সুইমিং পুলে রমেন সামন্ত খুনের ঘটনায় মঙ্গলবার পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জার কাছে সিআইডি তদন্তের দাবি জানালেন মৃতের পরিবারের সদস্যেরা। এ দিন বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতৃত্বে উপাচার্য স্মৃতিকুমার সরকারের কাছে এই ঘটনায় জড়িতদের সাজার বিষয়ে উপাচার্যের হস্তক্ষেপ দাবি করেন ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, আগেও রমেনের কলেজে বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বর্ধমান থানায় বিক্ষোভ দেখিয়ে সিআইডি তদন্তের দাবি জানিয়েছিলেন।
|
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
গম বোঝাই তিনটি ট্রাক আটক করল বর্ধমান থানার পুলিশ। ওই তিনটি ট্রাকের চালকদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোট ১৮০ বস্তা গম বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এই গম কোথা থেকে কোথায় পাঠানো হচ্ছিল বা কেন পাঠানো হচ্ছিল, তা জানতে পারেনি পুলিশ। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “চালক ও ট্রাকগুলির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।” |