পরিকাঠামোগত সমস্যার জেরে বছর ছয়েক আগে বন্ধ হয়ে গিয়েছিল পূর্বস্থলী ১ ব্লকের বিদ্যানগর এলাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। মঙ্গলবার ফের নতুন করে চালু হল সেটি। এ দিন বিকেলে কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান স্বপন ঘোষ। ওই প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, পরিকাঠামোগত সমস্যা ও বেশ কিছু নথিপত্র না থাকার কারণে ২০০৬ সালে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। তার পর থেকে এই প্রশিক্ষণ কেন্দ্রটির পরিকাঠামো ক্রমশ ভেঙে পড়তে থাকে। আগাছা ও জঙ্গলে পরিপূর্ণ হয়ে যায় ছাত্রদের হোস্টেল-সহ গোটা ক্যাম্পাস। |
সম্প্রতি কেন্দ্রটির পরিকাঠামো উন্নয়নের পরে রাজ্য সরকারের একটি পর্যবেক্ষক দল প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে দেখেন। এর পরেই সেটি চালুর ব্যাপারে সবুজ সঙ্কেত মেলে। উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ বলেন, “১৯৬৭ সালে তৎকালীন বিধায়ক পরেশচন্দ্র গোস্বামীর উদ্যোগে একটি মাটির ঘরে কেন্দ্রটি চালু হয়। বর্তমানে এই প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষকের অভাব রয়েছে। তবে এলাকার অনেক শিক্ষক স্বেচ্ছাশ্রম দিতে রাজি হয়েছেন।” বিধায়কের দাবি, “প্রশিক্ষণ কেন্দ্রটিতে পানীয় জলের সমস্যা রয়েছে। ক্যাম্পাসের চারদিকে পাঁচিল দেওয়াও জরুরি।” জলের সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতি। পাঁচিলের সমস্যা মেটাতে আবেদন করা হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে। স্বপনবাবু বলেন, “এখন প্রশিক্ষণ কেন্দ্রটিতে ৫০ জন প্রশিক্ষণ নিতে পারবেন। পরে আসন বাড়ানোর ব্যাপারে উদ্যোগ হবে।” দ্রুত প্রশিক্ষণ কেন্দ্রের চারদিকে পাঁচিল তৈরির ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এ দিনের ছিলেন পূর্বস্থলী দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ, বিডিও তপন মণ্ডল, প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ অলিমুজ জামান প্রমুখ। |