বাজিমাত গগনজিতের
শেষ রাউন্ডে দারুণ লড়াই করে মালয়েশিয়ার সেলাঙ্গর মাস্টার্সে দ্বিতীয় স্থানে শেষ করলেন ভারতের গগনজিৎ ভুল্লার। এশীয় ট্যুরে চলতি মরসুমে এই নিয়ে দ্বিতীয়বার রানার্স হলেন ভারতীয়। এর আগে প্যানাসনিক ওপেনেও দ্বিতীয় হয়েছিলেন তিনি। গগনজিতের থেকে তিন শটে এগিয়ে থেকে খেতাব জিতলেন তাইল্যান্ডের থাওর্ন উইরাটচান্ত। এশীয় ট্যুরে ১৪টি খেতাব জিতে নজিরও গড়লেন। তৃতীয় হলেন ভিয়েতনামের মাইকেল ট্রান।
শেষ রাউন্ডে অবশ্য বিজয়ীর থেকেও বেশি নজর কাড়লেন দ্বিতীয় স্থানাধিকারী। গতকাল তৃতীয় রাউন্ডের শেষে তাই তারকার থেকে ছয় শটে পিছিয়ে থাকা গগনজিৎ ছিলেন যুগ্ম ছ’নম্বরে। কিন্তু এ দিন প্রায় চার লক্ষ মার্কিন ডলার পুরস্কার মূল্যের টুর্নামেন্টের শেষ রাউন্ডে শুরু থেকেই ভারতীয় অসাধারণ ছন্দে ছিলেন। এশীয় ট্যুরে দু’বারের বিজয়ী দ্বিতীয় হোল-এই বার্ডি পেয়ে যান। এর পরে পাঁচ, সাত, আট এবং ন’নম্বর হোল-এও বার্ডি। ফিরতি নয়ে, এগারো নম্বর হোল-এ দিনের একমাত্র বোগি করলেও বারো আর সতেরো নম্বরে আবার বার্ডি-র সাহায্যে শেষ রাউন্ডে স্কোর করেন ৬৬। আগের তিন রাউন্ডে ৬৮, ৭১ ও ৭০ স্কোর ছিল তাঁর। টুর্নামেন্টে প্রথম কুড়ি জনে থাকলেন আরও এক ভারতীয়। হিম্মত রাই শেষ করলেন পনেরো নম্বরে।
নিজের খেলায় রীতিমতো খুশি গগনজিৎ জানিয়েছেন, স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তায় ছিলেন। “গত ক’দিন জ্বরে ভুগছিলাম। ভাগ্য ভাল তার প্রভাব টুর্নামেন্টে আমার খেলায় পড়েনি।” বিশেষ করে শেষ রাউন্ডে নিজের পারফরম্যান্স নিয়ে একটা গর্ব গর্ব ভাব গগনজিতের গলায়। চলতি মরসুমে এশীয় ট্যুরের পাঁচটি টুর্নামেন্টে সেরা দশে শেষ করা গল্ফারের কথায়, “এ বছর প্রায় প্রটিটা টুর্নামেন্টেই শেষ রাউন্ডে ভাল খেলছি। বিশেষ করে আজ আমার হিটিং দারুণ হয়েছে। এ ভাবে খেলতে পারলে আত্মবিশ্বাস লাফিয়ে বেড়ে যায়।” সঙ্গে স্বীকার করে নিয়েছেন, এই টুর্নামেন্টে ভাল খরতে বেশ মরিয়া ছিলেন। গগনজিৎ বলেছেন, “সামনেই সিআইএমবি ক্ল্যাসিক। তার আগে নিজের র্যাঙ্কিং বাড়িয়ে নেওয়ার জন্য এই টুর্নামেন্টে ভাল করা জরুরি ছিল।”
শিব কপূর পাঁচে: সাত বছরের খেতাব-খরা কাটিয়ে ওঠার একটা সুযোগ শিব কপূরের সামনে। আমস্টারডামে ইউরোপীয় ট্যুরের কেএলএম ওপেনে প্রথম দুই রাউন্ডে পর পর ৬৭ স্কোর করে যুগ্ম পঞ্চম স্থানে তিনি। শীর্ষে থাকা ব্রিটিশ গ্রেম স্টর্মের থেকে ছয় শটে পিছিয়ে। শিব সেরা দশের লড়াইয়ে থাকলেও টুর্নামেন্টে কাট ফস্কালেন কলকাতার ছেলে শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া। প্রথম দুই রাউন্ডে তাঁর স্কোর ৬৯ ও ৭৩।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.