তাঁকে ঘিরে সম্ভাব্য দলবদলের মুচমুচে আলোচনা যে লুইস হ্যামিল্টনকে প্রভাবিত করতে পারেনি, সেটা মন্জায় ইতালীয় গ্রাঁ প্রি-র আসরে প্রমাণ করে দিলেন ব্রিটিশ চালক। ম্যাকলারেনের হয়ে যোগ্যতা অর্জনে সব ক’টি পর্বে কর্তৃত্ব করে কালকের রেসে পোল জিতে নিলেন তিনি। ভারতীয় দল সহারা ফোর্স ইন্ডিয়ার জন্য অবশ্য ইতালির অভিজ্ঞতা এ পর্যন্ত ভাল-মন্দ মেশানো। যোগ্যতা পর্বে সময়ের বিচারে চতুর্থ হলেন ভারতীয় দলের পল ডি রেস্টা। তাঁর গাড়ি এ দিন যে দুরন্ত গতি তুলল তাতে বিজয় মাল্যদের উল্লসিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু একই সঙ্গে গিয়ার বক্স ভাবাতে বাধ্য দলকে। একটি গিয়ার বক্সে নির্ধারিত পাঁচ রেস শেষ করার আগেই গিয়ার বক্স পাল্টানোয় পাঁচ স্থানের গ্রিড পেনাল্টি পেলেন ডি রেস্টা। যার মানে কাল রেসে নবম স্থান থেকে শুরু করবেন তিনি।
|
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সপ্তাহ দেড়েক আগে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নীচে চলে গেল অস্ট্রেলিয়া (দশ)। পাকিস্তানের কাছে চলতি তিন টি-টোয়েন্টির সিরিজ ২-০ পিছিয়ে গিয়ে। যা নিয়ে রীতিমত বিভ্রান্ত অস্ট্রেলীয় অধিনায়ক জর্জ বেইলি বলেছেন, “আমাদের খেলা আদৌ ভাল হচ্ছে না। তবু আয়ারল্যান্ডের নীচে র্যাঙ্কিংয়ে কী ভাবে চলে গেলাম, বুঝতে পারছি না।” শুক্রবার দু’টো দলই ১৫১ করার পর সুপার ওভারে পাকিস্তানের কাছে হারে অস্ট্রেলিয়া। সিরিজ জিতে হাফিজরা উঠে এলেন চার নম্বরে।
|
এক দিকে দেশের মাঠে ভাল পিচ বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্য দিকে, খারাপ পিচের জন্য মরসুমের প্রথম ম্যাচই সরিয়ে দিতে হল জয়পুর থেকে। রঞ্জি চ্যাম্পিয়ন রাজস্থান এবং অবশিষ্ট ভারতীয় একাদশের মধ্যে ইরানি ট্রফি ম্যাচ খারাপ পিচের জন্য সরিয়ে দেওয়া হল।
|
দীর্ঘ অসুস্থতার পরে পাকিস্তানের ‘পেলে’ আব্দুল গফুর প্রয়াত হলেন শনিবার। বয়স হয়েছিল ৭১। পাকিস্তান ফুটবলে তাঁকে পেলে বলা হত কারণ, কিংবদন্তি ব্রাজিলীয়র সঙ্গে চেহারায় মিল ছিল গফুরের। |