ব্রাজিল ২০১৪। বিশ্ব ফুটবলের মহাসংগ্রামের প্রবেশপত্র দখল করার লড়াই ক্রমেই জমে উঠছে। রথী-মহারথীদের ঠাসা ভিড়, মারকাটারি লড়াই। তার মধ্যেই তরতর করে এগিয়ে চলেছে আর্জেন্তিনা, জার্মানি, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। শুক্রবার প্যারাগুয়েকে ৩-১ হারাল আর্জেন্তিনা। ইংল্যান্ড ৫-০ চুরমার করল মলদোভাকে। জার্মানি ৩-০ জেতে ফারো আইল্যান্ডের বিরুদ্ধে। তুরস্ককে ২-০ হারাল নেদারল্যান্ডস।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৩৯ বছর পর প্যারাগুয়েকে হারাল আর্জেন্তিনা। তিনটে গোল মেসি, ইগুয়াইন এবং দি’মারিয়া-র। লাতিন আমেরিকার গ্রুপে ছ’ম্যাচে ১৩ পয়েন্টে মেসিরাই এখন শীর্ষে। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চিলি ও ইকুয়েডর। চারে উরুগুয়ে (১১)। ফোরলানরা অবশ্য গত রাতে কলম্বিয়ার হাতে চূর্ণ হয়েছে ০-৪ গোলে। আর আগামী বিশ্বকাপের উদ্যোক্তা ব্রাজিল প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে কোনও রকমে ১-০ হারায়, হাল্কের গোলে। নেইমাররা জিতলেও ঘরের মাঠ সাও পাওলোয় সমর্থকরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলায় খুশি হতে পারেননি। প্রচুর টিটকিরি সহ্য করতে হয়েছে মানো মেনেজেসের দলকে। বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন অবশ্য প্রীতি ম্যাচেও স্বমূর্তিতে খেলে ৫-০ হারায় সৌদি আরবকে। গোল করেন পেদ্রো (২), জাভি, দাভিদ ভিয়া, কাজোর্লা। |
কোয়ালিফায়িং পর্বে আর্জেন্তিনার ‘ফার্স্ট বয়’ হওয়ার ব্যাপারটাকে গুরুত্ব দিতে চাইছেন না মেসি। বলেছেন, “যোগ্যতা অর্জন পর্বে সেরা হয়ে লাভ নেই। বিশ্বকাপে জায়গা পাকা করাটাই লক্ষ্য। আসল ব্যাপার হল ব্রাজিলে গিয়ে আমাদের ধারাবাহিক ভাল খেলতে হবে। তবে প্যারাগুয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল। আমাদের ভাগ্য ভাল যে, শুরুতেই গোল পেয়ে গিয়েছি।”
ইউরোপীয় যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত খেলল ইংল্যান্ড, জার্মানি। মলদোভা ম্যাচে জোড়া গোল করলেন ইংল্যান্ড অধিনায়ক ল্যাম্পার্ড। ফারো আইল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল মেসুট ওজিলের। তবে আটকে গেল ইউরো ফাইনালিস্ট ইতালি। বুলগেরিয়ার সঙ্গে ২-২ ড্র করেও অবশ্য কোচ প্রান্দেলি বলেছেন, “এক পয়েন্ট পেয়ে আমি খুশি। শুধু হতাশ, ২-১ এগিয়ে থাকার সময় আরও একটা গোল করার সুযোগ ছিল আমাদের।” ফ্রান্স আবার নতুন কোচ দেশঁ-র অধীনে জয় দিয়ে শুরু করল। আবু দিয়াবি-র একমাত্র গোল এবং গোলকিপার হুগো লরিসের শেষ মুহূর্তের দুর্দান্ত ‘সেভ’-এর দৌলতে ফ্রান্স ১-০ হারায় ফিনল্যান্ডকে। দেশঁ বলেছেন, “সবে দায়িত্ব নিয়েছি। শুরুতেই অলৌকিক কিছু ঘটানো যায় না।” |