ধর্মতলায় সভার ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হল সিপিএম।
বিভিন্ন দাবিতে ১ অক্টোবর ধর্মতলায় সভা করতে চায় উত্তর ২৪ পরগনা জেলা সিপিএম। কিন্তু তাঁদের ‘পছন্দসই’ জায়গায় সভা করার ব্যাপারে পুলিশ আপত্তি তুলেছে। উপায়ন্তর না দেখে শনিবার জেলা সিপিএমের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ফ্যাক্স করে গোটা ঘটনা জানিয়ে সভার অনুমতি চাওয়া হয়েছে। এ ছাড়া, সিপিএমের জেলা সম্পাদক গৌতম দেবের পক্ষ থেকে মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়েছে।
ধর্মতলায় সভা করার জন্য যে দু’টি জায়গা সিপিএম নেতৃত্বের পছন্দের তালিকায় রয়েছে তার একটি হল- সিইএসসির প্রধান কার্যালয় ভিক্টোরিয়া হাউসের সামনে। যেখানে প্রতি বছর ২১ জুলাই তৃণমূল শহিদ দিবস পালন করে। এই জায়গাটি তাঁদের প্রথম পছন্দের।
ওই জায়গা না পেলে তাঁদের দ্বিতীয় পছন্দ ধর্মতলার পাঁচ রাস্তার মোড় ডোরিনা ক্রসিং। কিন্তু দু’জায়গাতেই সভা করলে যানজটে শহর অচল হয়ে যাবে বলে পুলিশ আপত্তি জানিয়েছে। পরিবর্তে রানি রাসমণি অ্যাভেনিউতে সভা করার পরামর্শ দিয়েছে পুলিশ। কিন্তু সিপিএম নেতৃত্ব তা মানতে নারাজ। মুখ্যমন্ত্রীর কাছে চিঠিতে সিপিএম নেতৃত্ব জানিয়েছেন, ওই দিন উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষ আসবেন। কোনও ভাবেই রানি রাসমণি অ্যাভেনিউতে তাঁদের স্থান সঙ্কুলান সম্ভব নয়।
বিষয়টির গুরুত্ব বুঝে, রাজনীতির ঊর্ধ্বে উঠে মুখ্যমন্ত্রী যেন সিপিএমের পছন্দের কোনও একটি জায়গায় সভার অনুমতি দেন। সিপিএম নেতা অমিতাভ নন্দী বলেন, “সভা থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে চাই। চিঠিতে সে কথাও উল্লেখ করা হয়েছে। বস্তুত, জেলার নানা সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই এই সভা। সে কারণেই আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি।” কিন্তু মুখ্যমন্ত্রী কি আপনাদের দেখা করার জন্য ‘সময়’ দিয়েছেন? জবাবে অমিতাভবাবু বলেন, “আগেই আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে সময় চেয়ে আবেদন করেছি। এই চিঠিতে আবার আবেদন করা হয়েছে।” |