লেকটাউনের বাসিন্দা কোমল কোড়েলের স্বামী সাগর শ্রীবাসকে শনিবার দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হল। ৪ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করে। কোমলের কাকা অনিল কোড়েল লেকটাউন থানায় সাগরের বিরুদ্ধে ভাইঝিকে অপহরণের অভিযোগ দায়ের করেন। কোমলের আইনজীবী জানান, কোমল ও সাগর প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও লেকটাউন থানার পুলিশ সাগরকে গ্রেফতার করে। বিধাননগর আদালতে তাঁর জামিনের আবেদন খারিজও হয়। এ দিন বেলা সাড়ে ১২টায় সংশোধনাগার থেকে বেরিয়ে সাগর বলেন, “আদালতের রায়ে খুশি। তবে আমার বন্ধু প্রশান্ত শর্মা এখনও এই মামলায় বন্দি রয়েছেন। আশা করি তিনিও মুক্তি পাবেন।”
|
ভর সন্ধ্যায় শহরে অপহৃতা কিশোরী |
রাস্তায় বিস্কুট কিনতে বেরিয়েছিল কিশোরী। সেই সময় তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। শনিবার ভবানীপুরের চক্রবেড়িয়া এলাকার ঘটনা। কিশোরী অবশ্য পালিয়ে আসতে পেরেছে। যদিও পুলিশ রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি । হাওড়ার সালকিয়ার বাসিন্দা ওই কিশোরী নবম শ্রেণির ছাত্রী। পুলিশ জানায়, কিশোরী চক্রবেড়িয়ায় মা ও বোনকে নিয়ে চিকিৎসকের কাছে এসেছিল। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ তাদের চেম্বারে রেখে সে বিস্কুট কিনতে বেরিয়েছিল। কিশোরীর অভিযোগ, তখন দুই যুবক তার নাকে রুমাল চেপে ধরে ট্যাক্সিতে তুলে সল্টলেক সিটি সেন্টারের কাছে নিয়ে যায়। সেখানে তার পরিচিত দুই যুবক হাজির ছিলেন। কিশোরী জানিয়েছে, তাঁদের নাম সুব্রত পাল ও অমিত দাস। মেটিয়াবুরুজের বাসিন্দা সুব্রতর সঙ্গে তার আগে ঘনিষ্ঠ সর্ম্পক ছিল। মাস কয়েক আগে তা বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরেও সুব্রত তাঁকে বিরক্ত করত। কিশোরী জানিয়েছে, সল্টলেক সিটি সেন্টারের কাছে ট্যাক্সি থেকে নামানো হলে সুব্রত এবং অমিতের সঙ্গে বচসা শুরু হয়। এর পরেই সেখান থেকে ছুটে পালিয়ে আসে সে। তার পরে ট্যাক্সি ধরে চক্রবেড়িয়ায় ফিরে যায়। পরিবারের বাকি সদস্যদের খবর দেয়। ভবানীপুর থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ জানিয়েছে কিশোরীর অভিযোগের ভিত্তিতে একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে।
|
সব্জি সংরক্ষণের জন্য সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ২০টি চলমান ফ্রিজ তৈরি হবে। এতে অভাবি বিক্রি বন্ধ হবে বলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি ঠিকা শ্রমিক কলকাতা বিমানবন্দরের ঠিকা-কর্মীদের দৈনিক ন্যূনতম মজুরি ২৭০ টাকা দিতে রাজি স্পাইসজেট। অন্য বিমানসংস্থার ঠিকা-কর্মীদের জন্যও চাপ দেবে তৃণমূল কর্মী ইউনিয়ন।
|
অভিনেতা সোহম চক্রবর্তীর গাড়ি ভাঙচুর এবং তাঁর দিদির বাড়ি থেকে গয়না লুঠের অভিযোগে অভিজিৎ চক্রবর্তী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
|
ইন্টারনেটে প্রাক্তন মহিলা ‘বস’-এর নাম জুড়ে আপত্তিকর ‘ভিডিও’ ছড়ানোর অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। পুলিশ জানায়, ধৃত তুহীন্দ্র ভট্টাচার্যের বাড়ি সোনারপুরে।
|
১২ কোটি টাকা শেয়ার জালিয়াতির অভিযোগে সঞ্জীব কুমার ও বিবেকানন্দ রাই নামে হাওড়ার দুই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
|
চোরাই সোনার হার-সহ শনিবার গ্রেফতার হল এক দুষ্কৃতী। রেল পুলিশ জানায়, ধৃত মহম্মদ মহসিন বৌবাজারের বাসিন্দা। শুক্রবার হাওড়া স্টেশনে হারটি ছিনতাই করেছিল সে।
|
আলিপুর জেলে শনিবার সন্ধ্যায় দুই ওয়ার্ডের বন্দিদের মধ্যে সংঘর্ষে দু’জন বন্দি জখম হয়। তাদের মধ্যে এক জন নাইজেরিয় চার ও আট নম্বর ওয়ার্ডের বন্দিদের মধ্যে সংঘর্ষ হয়।
|
বিপজ্জনক বাড়ির পিছনের অংশ ভেঙে জখম এক ব্যক্তি। শনিবার রাতে ক্রিক রো-তে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। |