|
|
|
|
খলসে-পুঁটি-চাঁদা ফিরবে পাতে
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: বাঙালির পাত থেকে ক্রমশ হারিয়ে মায়া, খলসে, পুঁটি, ল্যাটা, চাঁদা ফের ফিরিয়ে
আনার পাশাপাশি মাছ চাষে পশ্চিমবঙ্গকে স্বয়ংসম্পূর্ণ করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানালেন রাজ্য
মৎস্য দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা। বুধবার উত্তর ২৪ পরগনার বাগদায় এ কথা জানিয়ে সুব্রতবাবু বলেন,
“অবলুপ্তপ্রায় এই সব মাছ চাষের জন্য রাজ্যের সাতটি জেলাকে বেছে নেওয়া হয়েছে। জেলাগুলি হল
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, নদিয়া, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া।” এ দিন উত্তর ২৪
পরগনার
বাগদার কোলা বিলে দেশি মাছ ছেড়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন মন্ত্রী। |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|
|
|
|
|
|