টুকরো খবর
নথি পুড়ল পঞ্চায়েতে
পঞ্চায়েত অফিসে আগুন লেগে ছাই হয়ে গেল নথিপত্র। বুধবার সকালে গোয়ালপোখর থানার ধরমপুর ২ পঞ্চায়েত দফতরে ঘটনাটি ঘটেছে। দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। পঞ্চায়েত দফতরের দোতলার একটি ঘরে আগুন লাগে। পুড়ে যায় একটি কম্পিউটার-সহ বেশ কিছু গুরুপ্তপূর্ণ নথিপত্র। এদিন আগুন লাগার পর এলাকাতে পঞ্চায়েত দফতরে বোমা রয়েছে বলেও আতঙ্ক ছড়ায়। তবে সেই ধরনের কিছু ঘটেনি বলে পুলিশ এবং দমকল কর্মীরা জানিয়েছেন। গোয়ালপোখর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের অনিতা পাল বলেন, “দফতরে আগুন লাগার খবর পেয়েছি। তবে কীভাবে আগুন লাগল তা দেখা হচ্ছে।” অনিতাদেবী জানান, পঞ্চায়েতের নির্দল প্রধানের বিরুদ্ধে এনআরজিএসের টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। মামলা চলছে। এখন পঞ্চায়েতের কাজকর্ম দেখাশুনো করছেন কংগ্রেসের উপপ্রধান। আগুন লাগার পিছনে অন্য ঘটনা রয়েছে কিনা দেখা হচ্ছে।

বৈঠক
রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে স্নাতকস্তরে ভর্তি সমস্যা মেটাতে কলেজ কর্তৃপক্ষকে আপাতত ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার পরামর্শ দিল মহকুমা প্রশাসন। বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় মহকুমাশাসক বিভিন্ন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, ইটাহার মেঘনাদ সাহা কলেজ ও ডালখোলা কলেজ ও কালিয়াগঞ্জ কলেজ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। মহকুমার বিভিন্ন কলেজে স্নাতক স্তরে কত আসন, এখনও কতজন পড়ুয়া ভর্তি হয়েছেন তা নিয়ে আলোচনা হয়। মহকুমাশাসক নন্দিনী সরস্বতী বলেন, “বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রায়গঞ্জ কলেজে ভর্তি প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার প্রস্তাব দিয়েছি। কলেজের কাউন্সিলিং একসপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আশা করছি, এই প্রক্রিয়ায় কলেজে ভর্তি সমস্যার অনেকটাই মিটবে।” প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বহু পড়ুয়া স্নাতক স্তরে ভর্তির জন্য একাধিক কলেজে আবেদন করেছেন। সেইকারণে মহকুমার বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হলেই নির্দিষ্টভাবে জানা সম্ভব হবে কত জন পড়ুয়া রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে আবেদন করেও ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন না। তার পরেও ভর্তি নেওয়া হবে। চলতি সপ্তাহে ছাত্রছাত্রীদের ভর্তির দাবিতে অধ্যক্ষ ঘেরাও করে বিক্ষোভও হয়।

চালু সিটিবাস
দীর্ঘদিনের দাবি মেনে শিলিগুড়ি এবং বাগডোগরা বিমানবন্দরের মধ্যে সিটিবাস চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। সম্প্রতি চালু হওয়া এই সিটিবাসে খুশি বিমানবন্দরের কর্মী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। মূলত রায়গঞ্জ-শিলিগুড়ির মধ্যে চলাচলকারী একটি বাসকে ব্যবহার করেই ওই সিটিবাস পরিষেবা চালু করা হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৮টায় শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে বাসটি ছেড়ে বিমানবন্দরে যাচ্ছে। সেখান থেকে বাসটি রায়গঞ্জ যায়। বিকাল সাড়ে ৪টা’য় রায়গঞ্জ থেকে আসার সময় বাসটি বিমানবন্দরে ঢুকছে। তার পরে সোজা শিলিগুড়ি আসে। পাশাপাশি, দুপুরে শিলিগুড়ি-মাটিগাড়ার একটি সিটিবাস দিয়েও দুপুরে বিমানবন্দরে ‘ট্রিপ’ করানো হচ্ছে। বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা কল্যাণ কিশোর ভৌমিক বলেন, “বিমানবন্দরে দীর্ঘদিন ধরে এই দাবি ছিল। বাস চালু হওয়ায় খুশি।” একই ভাবে এনবিএসটিসি-র শিলিগুড়ির ডিভিশন্যাল ম্যানেজার উত্তম গণ বলেছেন, “দাবি খতিয়ে দেখার পর চেয়ারম্যানের নির্দেশে ওই সিটিবাস পরিষেবা চালু করা হয়েছে।”

ফিরলেন শিক্ষক
৭ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হলেন সোনাপুরের ধুমডাঙি মহম্মদবক্স হাইস্কুলের শিক্ষক মহম্মদ হাবিব। মঙ্গলবার রাতে জলপাইগুড়ির আমবাড়ি ফালাকাটা থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “আমবাড়ি ফালাকাটা এলাকা খেকে ওই শিক্ষককে উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।” পুলিশ সূত্রের খবর, রাতে আমবাড়ি এলাকায় রেল লাইন লাগোয়া তিস্তা ক্যানেলের কাছে ওই শিক্ষককে দুষ্কৃতীরা ফেলে রেখে পালয় বলে অভিযোগ।

অপহরণের নালিশ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করার অভিযোগে যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের ইটাহার থানার পতিরাজপুর এলাকায়। পুলিশ জানায়, ধৃতের নাম টোটন সরকার। ওই এলাকাতেই তার বাড়ি।

লাটাগুড়িতে মুখ্যমন্ত্রী
গরুমারার প্রবেশপথে। বুধবার। ছবি: দীপঙ্কর ঘটক।
আর পাঁচটা দিনের মতোই বুধবার সন্ধ্যায় মেয়েকে নিয়ে লাটাগুড়ি বাজারে গিয়েছিলেন সোমা নন্দী। হঠাৎ পুলিশি নজরদারির বাড়াবাড়িতে একটু অবাকই হয়েছিলেন। এর পরেই আচমকা হুটারের শব্দে দেখেন পিছনে হাজির স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকালে বাজারে বেরিয়ে এমন অভিজ্ঞতা হল লাটাগুড়ির অনেকেরই। এ দিন মুখ্যমন্ত্রী লাটাগুড়ি বাজারের উপর দিয়েই গরুমারা বনবাংলোয় যান। সাপ্তাহিক হাটের দিন হলেও মুখ্যমন্ত্রীকে দেখে কেনাবেচা বন্ধ হয়ে যায়। এলাকার বাসিন্দারা ভিড় করেন ৩১ নম্বর জাতীয় সড়কের দু’পাশে। ভিড় দেখে শম্বুক গতিতে এগোয় মুখ্যমন্ত্রীর কনভয়। লাটাগুড়ি ওয়েলফেয়ারের সামনে মহিলাদের উন্মাদনা দেখে দাঁড়িয়ে যায় মুখ্যমন্ত্রীর গাড়ি। সত্তর পেরোনো শীলা চক্রবর্তী আর্শীবাদ নিয়ে জড়িয়ে ধরেন মুখ্যমন্ত্রীর হাত। এর আগে এমনই উন্মাদনা ছিল মৌলানি ও হরিসভাতেও। সন্ধ্যা সাড়ে ৬টার পরে মুখ্যমন্ত্রীর কনভয় গরুমারার বাংলোয় ঢোকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.