নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং ও শিলিগুড়ি |
‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ)-এর ভোটের ৮টি আসন থেকে বুধবার মনোননয়নপত্র প্রত্যাহার করল সিপিএম। একটি আসনে মনোনয়ন প্রত্যাহার করেছে তৃণমূলও। আজ, বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তার আগেই মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ, কেন্দ্রীয় কমিটির সদস্য বিনয় তামাং এবং মহিলা মোর্চার সভানেত্রী আশা গুরুঙ্গ-সহ মোর্চার আরও ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন। এ দিন নিয়ে মোট ২২টি আসনে জয়ী হলেন মোর্চা প্রার্থীরা।
এ অবস্থায় উচ্ছ্বাস চেপে রাখেননি মোর্চা নেতৃত্ব। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বিনয় তামাং বলেন, “পাহাড়ের মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। দু’-এক জন নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তাঁরা নিজেরাই মনোনয়ন প্রত্যাহার করেছেন। আশা করছি, আরও কয়েক জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন।”
সিপিএম এ দিনও অভিযোগ করে, তাদের প্রার্থীদের মারধরের হুমকি দিচ্ছে মোর্চা। ‘আতঙ্কে’ দার্জিলিং থেকে ৭ ও কালিম্পং থেকে ১ সিপিএম প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তাঁদের মধ্যে বিমল গুরুঙ্গের বিরুদ্ধে দাঁড়ানো পদমবাহাদুর সুব্বা, বিনয় তামাংয়ের বিরুদ্ধে দাঁড়ানো জনি মুখিয়া এবং আশা গুরুঙ্গের বিরুদ্ধে দাঁড়ানো অনুপ কেসি আছেন। দলের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য অশোক ভট্টাচার্য, জেলার ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার-সহ সিপিএমের এক প্রতিনিধি দল এ দিন দার্জিলিঙে দলের প্রার্থীদের সঙ্গে বৈঠক করে। প্রাক্তন পুরমন্ত্রী অশোকবাবু পরে বলেন, “যত দূর জানি, মনোনয়ন জমা দেওয়ার পরে তৃণমূলের অনেক প্রার্থীই পাহাড় ছেড়ে শিলিগুড়িতে থাকছেন। এ পরিস্থিতিতে অবাধ নির্বাচন হওয়ার কথা বলা কতটা যুক্তিযুক্ত, তা পাহাড়বাসী-সহ সকলেই বুঝছেন। আমাদের প্রার্থীরা আতঙ্কে রয়েছেন। ৮ জন প্রার্থী মনোনয়নপত্র তুলে নিয়েছেন। সব ঠিকঠাক থাকলে বাকি ৫ জন ভোটে যোগ দেবেন।”
তৃণমূলের তরফে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত তথা দলের দার্জিলিং জেলার সাধারণ সম্পাদক সৌমিত্র কুণ্ডু বলেন, “ব্যক্তিগত কারণে আমাদের এক জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। বাকি প্রার্থীরা সকলে এ বারই প্রথম ভোটে দাঁড়িয়েছেন। তাঁদের অনেক কিছু শেখাতে হচ্ছে। সে জন্য তাঁদের শিলিগুড়িতে রাখা হয়েছে। আলোচনার পরে আগামী ১৩ জুলাই তাঁরা প্রচারের জন্য পাহাড়ে ফিরবেন।” দার্জিলিংয়ের জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “২২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা বৃহস্পতিবারই শেষ। যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।” |