|
|
|
|
মেডিক্যাল নিয়ে ডিএমের দ্বারস্থ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এ বার জেলাশাসকের দ্বারস্থ হল কংগ্রেস। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের এক প্রতিনিধিদল অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনির সঙ্গে দেখা করে। স্মারকলিপিও পেশ করে। নেতৃত্ব দেন মেদিনীপুর পুরসভার উপ-প্রধান এরশাদ আলি, তীর্থঙ্কর ভকত প্রমুখ। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মেডিক্যালে স্বাস্থ্য-পরিষেবার কাঠামো ভেঙে পড়েছে। জেলাশাসকের উচিত মুখ্য প্রশাসক হিসেবে ব্যবস্থা নেওয়া।
প্রায় এক মাস হতে চলল, জেলা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শুদ্ধদন বটব্যালের ‘চাপানউতোর’ শুরু হয়েছে। কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যে কলেজের সামনে সভা করে অধ্যক্ষের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সংঘাতের সূত্রপাত গত ১৪ জুন। ওই দিন শহর-কংগ্রেসের এক প্রতিনিধিদল অধ্যক্ষের কাছে কিছু অভিযোগ জানাতে এসেছিল। কেন সিনিয়র ডাক্তাররা নিয়মিত আসছেন নাএ ব্যাপারে কেন প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে না, কেন রোগীরা হাসপাতাল থেকে স্যালাইন-ওষুধ পাচ্ছেন না— এ-সবেরই জবাব চাওয়া হয় অধ্যক্ষের কাছে। অধ্যক্ষের সঙ্গে কংগ্রেস নেতা-কর্মীদের বচসাও বাধে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অধ্যক্ষকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। পরে অধ্যক্ষ পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুলকে গ্রেফতার করে। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, কয়েক মাস আগেই অধ্যক্ষের সঙ্গে দেখা করে কয়েক দফা দাবি জানানো হয়েছিল। সেই সব দাবি-পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি। ছাত্র পরিষদ সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে কলেজের সামনে প্রতিবাদ কর্মসূচিও হয়। বুধবার অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করে কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘অরাজকতা’ চলছে। ছোটখাটো ক্ষেত্রেও রোগীদের কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে। সিনিয়র চিকিৎসকেরা নিয়মিত আসেন না। অথচ, কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন না। পরিষেবাও ঠিকঠাক মেলে না। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক। |
|
|
|
|
|