ডায়েরিয়া ওয়ার্ড দাবি কংগ্রেসের |
ডায়েরিয়া ওয়ার্ড চালু না হওয়ার প্রতিবাদে ও বিভিন্ন দাবিতে গ্রামীণ হাসপাতালের সুপারের হাতে স্মারকলিপি জমা দিল মানকর অঞ্চল কংগ্রেস। বুধবার সেখানে উপস্থিত ছিলেন দলের জেলা, ব্লক ও অঞ্চল স্তরের নেতৃবৃন্দ। কংগ্রেস নেতা জয়গোপাল দে-র অভিযোগ, হাসপাতালে ডায়েরিয়ার চিকিৎসার জন্য আলাদা ঘর থাকলেও ডায়রিয়ার ওয়ার্ড চালু করা হয়নি। আশপাশের গ্রামের বহু মানুষ সেখানে পেটের অসুখ নিয়ে ভর্তি হন। কিন্তু ন্যূনতম পরিষেবাটুকুও পান না তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে ওই ওয়ার্ড চালু করতে হবে। তাঁদের আরও অভিযোগ, হাসপাতালে সব সময়ে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায় না। ইসিজি, এক্স-রে ইত্যাদি পরীক্ষাও প্রতিদিন করা হয় না। হাসপাতাল চত্বরে শুয়োর চরে বেড়ায়। হাসপাতাল সুপার বনানী রায় জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলি জানানো হবে। সীমিত ক্ষমতায় যথাসাধ্য চেষ্টার আশ্বাস দেন তিনি।
|
কাশীপুরের গামারকুড়ি ও ঘুটলিয়া গ্রামে পড়ুয়াদের রক্ত পরীক্ষা করা হল। উদ্যোক্তা গামারকুড়ি গ্রামোন্নয়ন সমিতি। ৯-১১ জুলাই দু’টি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ৫০০ পড়ুয়ার রক্ত নেওয়া হয়।
|
আয়ুর্বেদ চিকিৎসার প্রসারে রবিবার হুড়ার একটি সংগঠনের উদ্যেগে হাটতলা কমিউনিটি হলে দিনভর অনুষ্ঠিত হল চিকিৎসা শিবির। আয়ুর্বেদ চিকিতসা পদ্ধতিকে জনপ্রিয় করতে এই প্রয়াস। |