টুকরো খবর
ফুসলিয়ে বিয়ে, ধৃতের জেল
নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সুরেশ মল্লিকের বাড়ি রঘুনাথপুর থানার পাবড়া গ্রামে। ওই নাবালিকার বাবার করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে সুরেশকে ধরা হয়। বুধবার রঘুনাথপুর আদালতে তাকে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। স্থানীয় সূত্রের খবর, কয়েক দিন আগে ওই গ্রামেরই এক বাসিন্দার মেয়েকে ফুসলিয়ে নিয়ে বিয়ে করে ওই যুবক। সম্প্রতি মেয়ে বাড়ি ফেরার পরে পুলিশের কাছে সুরেশের বিরুদ্ধে অভিযোগ করেন মেয়েটির বাবা। পুলিশ জানিয়েছে, এ দিন আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেয় ওই নাবালিকা। কিন্তু সে বাবা-মায়ের কাছে ফিরতে না চাওয়ায় তাকে পুরুলিয়ার আনন্দমঠ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

গ্রেফতার ২ দুষ্কৃতী
বিদ্যুৎকেন্দ্রের এক কর্মীর বাড়িতে চুরি করার অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে সাঁওতালডিহি থানার পুলিশ। ধৃত মুস্তাক আনসারি ও জিতেন চৌধুরীর বাড়ি এই থানারই আমবাগান এলাকায়। পুলিশ জানায়, গত ৭ জুলাই সাঁওতালডিহির কলোলিতে চুরি হয়েছিল বিদ্যুতকেন্দ্রের কর্মী সুপ্রিয় খামারুর আবাসনে। রাতে তিনি ডিউটিতে থাকায় বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে ওই দুই দুষ্কৃতী আবাসনের তালা ভেঙে চুরি করে। ধৃতদের কাছ থেকে চুরির মালপত্র উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি।

বাসের ধাক্কায় মৃত ২
ছবি: অভিজিৎ সিংহ।
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় বুধবার বাঁকুড়া শহরে দু’জনের মৃত্যু হয়েছে। গন্ধেশ্বরী নদীর বড়ব্রিজের কাছে একটি বাসের ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়। মৃত শম্ভু দাসের (২৬) বাড়ি বাঁকুড়া শহরের ময়রা বাঁধ এলাকায়। দুপুরে গোবিন্দনগর বাসস্ট্যান্ডে বাসের চাকায় চাপা পড়ে মারা যান বেলিয়াতোড়ের গোপীনাথপুরের রবি বাউরি (৫০)।

ঋণদান শিবির
পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের (সিউড়ি রিজিওন) উদ্যোগে বুধবার একটি ঋণদান শিবির হয়ে গেল নলহাটির পাইকপাড়া শাখা। ওই শিবিরে মোট ৪২৯ জনকে ৪ কোটি ৮৬ লক্ষ টাকার ঋণদানের আওতার মধ্যে আনা হয়েছে বলে ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে। ওই শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার উৎপল মাজি, রিজিওনাল ম্যানেজার অজয়কুমার চন্দ্র, নলহাটি ১ বিডিও তাপস বিশ্বাস প্রমুখ। রিজিওনাল ম্যানেজার বলেন, “কৃষিঋণ, স্বনির্ভর ঋণ-সহ বিভিন্ন সরকারি ঋণ বাবদ রামপুরহাট মহকুমার ২৩টি শাখার ২২৬ জনের হাতে এ দিনই সরাসরি ৩ কোটি ৬২ লক্ষ টাকার ঋণ তুলে দেওয়া হয়েছে।

গাড়ি উদ্ধার
বেশ কয়েক ঘণ্টা জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত ছোটো চার চাকা গাড়ি উদ্ধার করল পুলিশ বুধবার সকালে দুবরাজপুর পুর এলাকার দরবেশ পাড়ার কাছাকাছি রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কোনও চালক, আরোহী ছাড়াই মঙ্গলবার সন্ধ্যা থেকে ওই গাড়িটি দাঁড়িয়ে থাকায় কৌতুহলী হয়ে পড়েন বাসিন্দারা। পুলিশে খবর যায়। তদন্ত চলছে।

দেহ উদ্ধার
বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত অভিমান বাউরির (৩৫) বাড়ি নিতুড়িয়া থানার বারুইপাড়া গ্রামে। বুধবার সকালে বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, পেশায় দিনমজুর অভিমান মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন।

নতুন কমিটি
চেম্বার অব কমার্সের বিষ্ণুপুর শাখার নতুন কমিটি গঠিত হল গত রবিবার। বিষ্ণুপুর মহকুমা গ্রন্থাগারের সভাগৃহে আয়োজিত এই সভায় ৬৮ জন সদস্যের উপস্থিতিতে সভাপতি মনোনীত হন বসন্তকুমার অগ্রবাল, সাধারণ সম্পাদক হন আশিসকুমার দে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.