বসিরহাটে দু’টি দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
দু’টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা-সহ দু’জনের। মঙ্গলবার রাতে বসিরহাটের মৈত্রবাগানে ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হয় স্থানীয় সাংবেড়িয়া গ্রামের সামাদ আলি মণ্ডলের (২৬)। ওই রাতেই মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয় বুলা বিবির (৪৫)। পুলিশ জানিয়েছে, এ দিন বিকেলে মায়ের জন্য কাপড় কিনতে বসিরহাটে গিয়েছিলেন সামাদ আলি। ফেরার সময় টাকি রাস্তায় একটি ম্যাটাডর পিছন থেকে তাঁর সাইকেলে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন সামাদ। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যান। রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। ওই রাতে টাকি রাস্তা পার হওয়ার সময় একটি মোটরবাইক মাটিয়া এলাকার বাসিন্দা বুলা বিবিকে ধাক্কা দেয়। গুরুতর জখম ওই মহিলাকে ধান্যকুড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাঁর মৃত্যু হয়। |
দুই স্কুলে ভোটে হার তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
অভিভাবক পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূলকে হারিয়ে দিয়েছে কংগ্রেস ও সিপিএম। বসিরহাট মহকুমার বাদুড়িয়ার মান্দ্রা হাইস্কুল এবং হাসনাবাদের মুরারিশা হাইমাদ্রাসায় নির্বাচন ছিল বুধবার। সংখ্যালঘু দু’টি স্কুলে তৃণমূলের পরাজয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই দু’টি স্কুলে নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা থাকায় কড়া নিরাপত্তা ছিল বলে জানিয়েছে পুলিশ। মান্দ্রা হাজের আলি স্মৃতি বিদ্যাপীঠে ত্রিমুখী লড়াইয়ে ৬টি আসন পেয়ে জয়ী হয়েছে কংগ্রেস। হাসনাবাদের হাই মাদ্রাসায় তৃণমূলকে হারিয়ে ৬টি আসনেই জয়ী হয়েছে সিপিএম। |
শিক্ষক-খুনে ধৃত ছাত্র ‘নাবালক’
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
সুটিয়া গণধর্ষণ-কাণ্ডের সাক্ষী বরুণ বিশ্বাসকে খুনের অভিযোগে ধৃত একাদশ শ্রেণির ছাত্র ‘নাবালক’ বলে জানিয়ে দিলেন বনগাঁর এসিজেএম মধুমিতা রায়। ছেলেটিকে জুভেনাইল আদালতে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার বনগাঁ আদালতে হাজির করানো হয় ওই ছাত্রকে। আদালতের নির্দেশে এ দিন ছেলেটির বয়সের শংসাপত্র আদালতে জমা দেয় রেল পুলিশ। সরকার পক্ষের আইনজীবী সমীর রায় বলেন, “ছেলেটিকে বনগাঁ উপ-সংশোধনাগারের নিরাপদ হেফাজতে রাখা হবে।” তিনি জানান, আজ, বৃহস্পতিবার জুভেনাইল আদালতে তোলা হবে ওই ছাত্রকে। |
মাদক পাচারের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সরজিৎ মণ্ডলের বাড়ি বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার আমুদিয়া গ্রামে। ধৃতের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা মিলেছে বলে পুলিশ জানিয়েছে। সীমান্তবর্তী গ্রাম আমুদিয়ায় একটি মুদির দোকান রয়েছে সরজিতের। সম্প্রতি তার বিরুদ্ধে ব্যবসার আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ ওঠে। এমন বেশ কিছু অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে সরজিতের দোকান ও বাড়িতে হানা দেয় পুলিশ। তাকে গ্রেফতার করা হয়। |