স্কুলের শংসাপত্রে নাম পরিবর্তন নিয়ে প্রধান শিক্ষককে গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে এক কংগ্রেস নেতার বিরুদ্ধে। বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ার সরফরাজপুর প্রাথমিক স্কুলে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ বিডিও, পুলিশ এবং স্কুল পরিদর্শকের কাছে ওই কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তবে ওই নেতা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ প্রধান শিক্ষক চন্দ্রনাথ মান্নার কাছে ভাইয়ের জন্য শংসাপত্র নিতে গিয়েছিলেন রহমান মণ্ডল। শংসাপত্রে তাঁর ভাইয়ের নাম আব্দুল রব্বান মণ্ডল লেখা ছিল। চন্দ্রনাথবাবু জানান, ভাইয়ের নাম শুধু রব্বান মণ্ডল লেখার দাবি জানান রহমান। চন্দ্রনাথবাবু তাতে রাজি না হওয়ায় রহমানের সঙ্গে বচসা বাধে তাঁর। চন্দ্রনাথবাবু বলেন, “স্কুলের খাতায় আব্দুল রব্বান মণ্ডল থাকায় তা পরিবর্তন করা সম্ভব নয় বলা সত্ত্বেও ওই কংগ্রেস নেতা আমার উপর চড়াও হয়ে মারধর করেন। শুধু তাই নয়, এরপরে কী ভাবে স্কুলে যাই তা দেখে নেওয়ার হুমকিও দেন। স্কুলের সবার সামনে এমন ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছি। প্রশাসনের সব স্তরে অবশ্য বিষয়টি জানাতে বাধ্য হয়েছি।” অন্যদিকে রহমান মণ্ডলের বক্তব্য, “ভাইয়ের শংসাপত্র দেওয়া নিয়ে কয়েক দিন ধরে টালবাহানা করছেন প্রধান শিক্ষক। এর আগে তিনি কয়েক জন ছাত্রের শংসাপত্রে নাম পরিবর্তন করেছেন। সেই মতো রেশন কার্ড, ভোটার কার্ড দেখিয়ে ভাইয়ের নামের আগে থাকা আব্দুল শব্দটি কেটে দিতে বলেছিলাম। প্রধান শিক্ষক তা না করায় বচসা হয়েছে। সামান্য ধাক্কাধাক্কি হলেও মারধরের অভিযোগ মিথ্যা।” |