নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
গালে তপ্ত খুন্তির পোড়া দাগ নিয়ে বহরমপুরের জেলা হাসপাতালে ভর্তি ‘কাজের লোক’ বছর আটেকের শিবু সিংহের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করল মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দফতর। পাঁচ সদস্যের ওই মেডিক্যাল বোর্ডে রয়েছেন জেলা সদর হাসপাতালের সুপার কাজলকৃষ্ণ বণিক, এক শল্য চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, অস্থি বিশেষজ্ঞ এবং হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিটেন্ডেন্ট।
কাজলবাবু বলেন, “বৃহস্পতিবার সকালে ছেলেটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সে রিপোর্ট আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠিয়ে দেব।” গত শনিবার মুদির দোকান থেকে দেরি করে বাড়ি ফিরেছিল সে। সেই ‘অপরাধে’ বাড়ির মালকিন জয়ন্তী ভকত গরম খুন্তি চেপে ধরে ছিলেন শিবুর গালে। পড়শিরা জানতে পেরে খবর দিয়েছিলেন মুর্শিদাবাদ জেলা চাইন্ড হেল্প লাইন-এ। তারাই ওই বালককে উদ্ধার করে পুলিশরে হাতে তুলে দেন। চাইন্ড লাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবুর বাড়ির ঠিকানা জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুরের খণ্ডরুই গ্রামে তার বাড়ি। বুধবারই ওই জেলার চাইন্ড লাইনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা চাইন্ড লাইনের পক্ষে রবীন্দ্রনাথ পাল বলেন, “খণ্ডরুই গ্রামটি পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায়। এ দিন আমাদের সদস্যরা খোঁজ করে ওই ছেলেটির বাড়িতে পৌঁছয় তবে সেকানে গিয়ে তার বাবা-মা’র কোঁজ মেলেনি। আদতে খণ্ডরুই গ্রামে ওর মামার বাড়ি।” শিবুর বাবা মোগলা সিংহ দিন মজুর। মা কল্পনাদেবী। চার ভাইবোনের মধ্যে শিবু ছোট। তার মামা জানায় বছর কয়েক আগে শিবুকে পরিচারকের কাজ জুটিয়ে দিয়ে মোগলা তার পরিবার নিয়ে ওড়িশা চলে গিয়েছেন। এ দিকে ভকত দম্পতি এখনও ‘ফেরার’। বহরমপুর থানার আইসি মোহায়মেনুল হক বলেন, “ওই দম্পতির খোঁজ চলেছে। আশপাশের এলাকায় তার খোজ চলেছে।” |