নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
একমাত্র পাম্পটাও চলছে না। চলছে না সেটাও। অকেজো দু-দু’টো নলকূপও। জলের অভাবে হাঁসফাঁস ডাকঘরে। জলের পাইপের সংযোগ চেয়ে আবেদন জানালেও ফাঁকা হাতে ফিরিয়েছে পুরসভাও। রঘুনাথগঞ্জের মুখ্য ডাকঘরের ছবিটা কার্যত এরকমই।
জেলার বৃহত্তম এই ডাকঘরে নিত্য প্রায় ছ’শো গ্রাহকের যাতায়াত। কর্মী রয়েছেন ৩৭ জন। ডাক-এজেন্টের সংখ্যাও শতাধিক। এই ডাকঘরের অধীনেই রয়েছে ফরাক্কা থেকে ভগবানগোলা, জিয়াগঞ্জ ও নবগ্রাম পর্যন্ত ৪০০ শাখা ডাকঘর। অনেক কর্মীই ডাকঘর আবাসনেই থাকেন। গত ছ’মাসে পানীয় জলের সমস্যায় নাজেহাল ডাকঘরের কর্মী-বাসিন্দারা। খারাপ হয়ে গিয়েছে নলকূপ। কাজ করছে না পাম্পও। অগত্যা বাইরে থেকে জল কিনতে বাধ্য হচ্ছেন ডাকঘরের কর্মীরা। জলের অভাবে ডাকঘরের শৌচাগারটিতেও তালা ঝোলানো হয়েছে।
ডাকঘরের মুখ্য অধিকর্তা অজয়প্রসাদ হালদার বলেন, “নলকূপ থেকে জল তোলা যাচ্ছে না। জঙ্গিপুর পুরসভার কাছে জলের সংযোগ চেয়ে লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু কোনও সবুজ সঙ্কেত মেলেনি। উল্টে পুরসভার তরফে আমাদের একটি চিঠি পাঠিয়ে জানানো হয়েছে ২০০৪ থেকে ২০১১-১২ পর্যন্ত ডাকঘরের তরফে পুরকর বাবদ ২ লক্ষ ৫২ হাজার ৪৫৯ টাকা বকেয়া রয়েছে। সেই টাকা না মেটালে জলের সংযোগ মিলবে না।”
অজয়বাবু বলেন, “২০০৯ সালের ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের একটি নির্দেশে বলা হয়েছে ভারত সরকারের অধীনস্থ কোনও সরকারি অফিস থেকে কোনও স্থানীয় স্বশাসিত সংস্থা বা পুরসভা কর আদায় করতে পারবে না। দিল্লির ডাক বিভাগ থেকে ওই রায়ের একটি প্রতিলিপি আমাদের পাঠানোও হয়েছে। পুরসভাকে ওই রায়ের একটি প্রতিলিপিও দিয়েছি আমরা। কিন্তু তাতেও জল সংযোগ দিতে অস্বীকার করা হচ্ছে।”
জঙ্গিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের এই ডাকঘরের ব্যাপারে সিপিআই কাউন্সিলর তথা উপ পুরপ্রধান অশোক সাহা বলেন, “ডাকঘর কর্তৃপক্ষ জলের সংযোগ চেয়ে আবেদন করেছিল। কিন্তু পুরসভার সিদ্ধান্ত যারা পুরকর দিচ্ছে না, তাদের জলের সংযোগ দেওয়া হবে না। সে ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি নির্দেশের কথাও ওরা জানিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের প্রতিলিপি খতিয়ে দেখা হবে।”
পুরসভার এই টালবাহানায় সভাবতই ক্ষুব্ধ ডাকঘর কর্তৃপক্ষ। ডাকঘরের পরিষেবা কমিটির সদস্য সাগরদিঘি কলেজের অধ্যক্ষ সিদ্ধেশ্বর পাহাড়ি বলেন, “পুরকর্তৃপক্ষ বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করুক। না হলে পুরসভার তরফে আমাদের জলের সংযোগ না দেওয়ার কথা লিখিত ভাবে জানিয়ে দেওয়া হোক। ডাকঘর কর্তৃপক্ষ তা সুপ্রিম কোর্টে পেশ করবে।” |