টুকরো খবর |
বিক্ষোভে বন্ধ রাস্তার কাজ
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
রাস্তার পাশেই পড়ে রয়েছে রাস্তা মেরামতির যাবতীয় সরঞ্জাম। তবে কাজ শুরু হয়নি দেড় মাসেও। ডোমকলের রমনা এতবারনগরের কারিগর পাড়ায় বহুদিন ধরে রাস্তার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে পাকা রাস্তা তৈরির ব্যবস্থা হয়েছে। কিন্তু সেই গ্রামবাসীদের বাধাতেই এখনও আটকে রাজ। গ্রামবাসীদের দাবি, নতুন রাস্তা তৈরির পাশাপাশি ঢেলে সাজাতে হবে নিকাশি ব্যবস্থাও। না হলে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়বে স্বল্প বৃষ্টিতেই। প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে, গ্রামবাসীদের দাবি মতোই নতুন রাস্তার পাশাপাশি নিকাশির কাজও শুরু হবে খুব তাড়াতাড়ি। গ্রামের বাসিন্দা জফুর আনসারি বলেন, “এমনিতেই বর্ষায় আমাদের গ্রামে জল জমে। নতুন করে এখানে উঁচু রাস্তা তৈরি করা হলে গ্রামে জল জমার সমস্যা আরও বাড়বে। নিকাশি ব্যবস্থা ভাল না হলে রাস্তা তৈরি করে লাভ কী?” আজিমগঞ্জ-গোলা পঞ্চায়েত সদস্য কংগ্রেসের সাকিল মিঞা বলেন, “গ্রামবাসীদের দাবি যথার্থ। আমরা চেষ্টা করছি রাস্তার কাজ শেষ হলেই যাতে নিকাশির কাজে হাত দেওয়া যায়। বর্ষা পেরোলেই ওখানে কাজ শুরু হবে।”
|
সাফাই হয় না, বেহাল নিকাশি
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
সাফাইয়ের বালাই নেই। অল্প বৃষ্টিতেই তাই নর্দমা উপচে জল থইথই জাতীয় সড়ক। নাকে রুমাল চাপা দিয়ে জল-কাদা পেরিয়ে কোনও মতে বেলডাঙার ওই বড়ুয়া মোড় থেকেই বাস ধরেন নিত্যযাত্রীরা। কখনও আবার জমা জলেই বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
দিনের পর দিন নর্দমা পরিষ্কার না করায় সেখানে গজিয়েছে আগাছা। |
|
সাফাইয়ের অভাবে বেহাল। —নিজস্ব চিত্র। |
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার পুরসভার কাছে আবেদন জানিয়েও সমস্যার কোনও সুরাহা হয়নি। বেলডাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের সুখেন হালদার বলেন, “জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ওই এলাকা খালি করতে আমাদের নির্দেশ দিয়েছিল সড়ক কর্তৃপক্ষ। ফলে আমরা ওই রাস্তার নর্দমা সাফ হচ্ছে না।”
|
বন্ধ সফল, দাবি কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
কংগ্রেস কর্মী শাহজামাল শেখ খুনে কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টার বন্ধে শান্তিপূর্ণ ছিল ডোমকল। বুধবার সকালে ডোমকলের বিডিও রবীন্দ্রনাথ মিশ্রকে সকালে দফতরে ঢুকতে বন্ধ সমর্থকেরা বাধা দেয়। দরজার বাইরে চেয়ার নিয়ে বসে ছিলেন তিনি। শেষ পর্যন্ত বেলা ৩টে নাগাদ অফিসে ঢোকেন বিডিও। এ দিন বন্ধের জেরে স্কুল-কলেজের পাশাপাশি বন্ধ ছিল দোকানপাটও। সরকরি অফিসগুলিতে হাজিরাও ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। মহকুমাশাসক প্রশান্ত অধিকারী বলেন, “সরকারি অফিসে ১০-১২ শতাংশ কর্মী উপস্থিত ছিলেন। বন্ধে কোথাও কোনও গণ্ডগোলের ঘটনা ঘটেনি।” ডোমকলের ব্লক কংগ্রেস নেত্রী সাওনি সিংহরায় বলেন, “বন্ধ সফল হয়েছে। আমাদের বন্ধে সামিল হয়েছেন ডোমকলের মানুষ।” প্রসঙ্গত, মঙ্গলবার সকালে ডোমকলের পাইকমারি গ্রামে শাহজামালকে বোমা ছুড়ে খুন করে দুষ্কৃতীরা। শাহজামাল নিজেও একটি খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন। কংগ্রেস শাহজামালকে তাদের কর্মী বলে দাবি করে।
|
সাড়া মেলেনি বনধে
নিজস্ব প্রতিবেদন |
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া’র ডাক দেওয়া বুধবার ১২ ঘন্টা বন্ধে তেমন কোনও প্রভাব মুর্শিদাবাদ জেলায় পড়ল না। এ দিন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ ক্যাম্পাসের ভবন নির্মাণের কাজ অবিলম্বে চালুর দাবিতে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা জুড়ে বনধধের ডাক দিয়েছিল ওই সংগঠন। কিন্তু জঙ্গিপুর মহকুমা ছাড়া জেলায় অন্যত্র তার কোনও ছাপ পড়েনি। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, বনধ সমর্থনকারী ২০২ জনকে গ্রেফতার করা হয়। তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জঙ্গিপুর মহকুমায় কয়েকটি জায়গায় অবরোধ করে এসডিপিআই সমথর্কেরা। ধুলিয়ান ডাকবাংলো মোড় স্তব্ধ করে দেয় কিছুক্ষণের জন্য। পরে পুলিশ গিয়ে তাদের হঠিয়ে দেয়।
|
অজ্ঞান করে লুঠ নওদায়
নিজস্ব সংবাদদাতা • নওদা |
এক মহিলা ও তাঁর মেয়েকে অজ্ঞান করে লুঠপাট চালালো দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে নওদার ত্রিমোহিনীর বাসিন্দা ওয়াহেদা বেগম ও তাঁর মেয়ে রিজিয়া সুলতানাকে অজ্ঞান করে এক দল দুষ্কৃতী টাকা ও সোনার গয়না লুঠ করে পালায় বলে অভিযোগ। ত্রিমোহিনার বাড়িতে মেয়েকে নিয়ে থাকেন ওয়াহিদা। পুলিশ জানিয়েছে, কোনও রাসায়নিক ছড়িয়ে বাড়ির লোকেদের অজ্ঞান করে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
অস্বাভাবিক মৃত্যু প্রৌঢ়ের
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে জাকের শেখ (৬২) নামে এক প্রৌঢ়ের। তাঁর বাড়ি ভরতপুরের গুণানন্দবাটি গ্রামে। মঙ্গলবার রাতে কীটনাশক খেয়ে তিনি বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে বুধবার সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন জাকের। মৃতদেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
প্রতিবাদ সভা
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ফসলের সঠিক দাম পাচ্ছেন না কৃষকেরা। এমনই অভিযোগ তুলে ফসলের ন্যায্য দামের দাবি জানিয়ে বুধবার সকালে চাকদহের সুটরা বাজারে একটি প্রতিবাদ সভা করে ব্লক কংগ্রেস নেতৃত্ব। এ দিনের সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহকারী সভাপতি প্রতাপকান্তি রায়, কংগ্রেসের ব্লক সভাপতি বিধুভূষণ চক্রবর্তী প্রমুখ। সামিল হয়েছিলেন শতাধিক কৃষকও। কংগ্রেসের হুমকি অবিলম্বে কৃষকদের ন্যায্য মূল্য না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
রসিদ শেখ (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি মুরুটিয়ার ধারা গ্রামে। বুধবার দুপুরে মুরুটিয়ার দিঘলকান্দি এলাকায় রাস্তার পাশে রসিদের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় মানুষ। পুলিশ জানিয়েছে রসিদের দেহে ধারালো অস্ত্রের দাগ রয়েছে। রসিদকে খুন করা হয়েছে বসেই অনুমান পুলিশের। তবে রসিদের নামে একাধিক অভিযোগ রয়েছে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
|