|
|
|
|
সমস্যায় চালকেরা |
অটো কিনেও চালানো যাচ্ছে না |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পরিবহণ দফতর থেকে রেজিস্ট্রেশন নম্বর মিলছে না। ফলে, অটো-রিকশা কিনেও তা চালানো যাচ্ছে না। সমস্যা সমাধানের দাবিতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিবহণ আধিকারিক বিপুল বিশ্বাসের দ্বারস্থ হলেন অটো-মালিকেরা। এ দিন সিটুর নেতৃত্বে পরিবহণ আধিকারিকের সঙ্গে দেখা করে তাঁরা দ্রুত সমস্যা সমাধানের দাবি করেছেন। সিটু নেতা সারদা চক্রবর্তী বলেন, “বেকার যুবকেরা রোজগারের আশায় অটো কিনেছিলেন। ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন। এখন ঋণ শোধ দিতে হচ্ছে। অথচ, অটো রাস্তায় নামাতে পারছেন না। এই পরিস্থিতি চলতে থাকলে আমরা আন্দোলনের পথে যেতেই বাধ্য হব।”
জেলা প্রশাসন সূত্রে খবর, কয়েক মাস আগে নতুন করে প্রায় ৪৩০টি অটোর অনুমতি দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞপ্তি দেখে বেকার যুবকেরা পরিবহণ দফতরে আবেদনও করেন। ইতিমধ্যে বেশ কয়েক জনকে ‘অফার-লেটার’ও দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আবার কয়েক জন নতুন অটো কিনেও নিয়েছেন। অথচ, পরিবহণ দফতর এখন অনুমতি দিচ্ছে না। ফলে সমস্যা হচ্ছে। সমস্যা ঠিক কোথায়? দফতর সূত্রের বক্তব্য খবর, যে-ধরনের অটো কেনা হয়েছে, তা এ রাজ্যে চালানোর অনুমতি নেই। ফলে সংশ্লিষ্ট অটো-রিকশার রেজিস্ট্রেশন করানো যাচ্ছে না। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যায় পড়া অটো-চালকদের আবার বক্তব্য, কোন কোম্পানির অটো এখানে চালানোর অনুমতি রয়েছে, কোনটার নেই---সেটাই ঠিক মতো জানানো হয়নি। জেলা পরিবহণ আধিকারিক বলেন, “কয়েকজন অটো-মালিক তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।” |
|
|
|
|
|