|
|
|
|
ডিজিসিএ প্রধানকে সরানোয় ভিন্ন মত কেন্দ্র-বিমান মন্ত্রকের |
নিজস্ব প্রতিবেদন |
দাবি-পাল্টা দাবির মধ্যেই আরও জট পাকাল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর প্রধানের পদ থেকে ই কে ভরত ভূষণকে সরানো নিয়ে তৈরি বিতর্ক। কেন্দ্রীয় সরকার ও বিমান মন্ত্রক সূত্রে এ বিষয়ে পরস্পরবিরোধী বিবৃতি দেওয়ায় ধন্দ কাটেনি আজও। প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি ডিজিসিএ প্রধান পদে ভরত ভূষণের মেয়াদ বৃদ্ধির নির্দেশিকা জারি করেছিল।
সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, ভরত ভূষণের ‘কড়া শাসন’ মানতে পারেননি অনেক উচ্চপদস্থ কর্তাই। বিমানমন্ত্রীর সঙ্গে এই নিয়ে সংঘাতও হয়েছিল ডিজিসিএ প্রধানের। যাত্রী-সুরক্ষা নিয়েও বিমান সংস্থাগুলির উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে তাদের বিরাগভাজন ছিলেন ভরত ভূষণ। কিংফিশার এয়ারলাইন্স কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে কর্মচারীদের বকেয়া না মেটানোয় সম্প্রতি তিনি নাকি কিংফিশারের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্তও নিয়ে ফেলেন। এই সব ‘কড়া সিদ্ধান্তের’ জেরে তাঁকে সরানোর সিদ্ধান্ত নেন বিমানমন্ত্রী অজিত জোগী।
তবে সেই সম্ভাবনায় জল ঢেলে এ দিন সকালে বিমান মন্ত্রক সূত্রে দাবি করা হয়, ভরত ভূষণের মেয়াদবৃদ্ধির বিষয়ে উদ্যোগী হয়েছিলেন প্রাক্তন বিমানমন্ত্রী ভায়লার রবি। রবি এ দিন ডিজিসিএ-প্রধানের অপসারণ নিয়ে মুখ খুলেছেন। সে ক্ষেত্রে নতুন বিমানমন্ত্রী এসে অন্য সিদ্ধান্ত নিতেই পারেন। এতে অস্বাভাবিকতা খোঁজা ঠিক নয়। আপাতত বিমান মন্ত্রকেরই যুগ্ম সচিব প্রশান্ত সুকুল ডিজিসিএ প্রধানের কাজ চালাবেন। নিয়োগের নিয়মনীতি সম্পূর্ণ হলে পরবর্তী ডিজিসিএ প্রধান হচ্ছেন অরুণ মিশ্র। নিয়োগ কমিটি নিয়োগের নিয়মনীতি শেষ করে উঠতে না পারায় বিমানমন্ত্রীকে না জানিয়ে ভরতের মেয়াদবৃদ্ধির নির্দেশিকা জারি করা হয়, যা পদ্ধতিগত ভাবে ‘ভুল’। পরে বিমানমন্ত্রী অজিত জোগীও জানান, কিংফিশার এয়ারলাইন্স সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া, না-নেওয়ার সঙ্গে ভরতের অপসারণের সম্পর্ক নেই। এই পরিবর্তন ‘রুটিনমাফিক’। এর পরে সরকারি সূত্র দাবি করে নিয়ম মেনেই ভূষণের মেয়াদবৃদ্ধির সুপারিশ করা হয়। যা পদ্ধতি মেনেই আসে প্রধানমন্ত্রীর কাছে। তিনি তাতে সম্মতি দেওয়ায় মেয়াদবৃদ্ধির নির্দেশিকা জারি করে নিয়োগ কমিটি। তাই পদ্ধতিগত ত্রুটির প্রশ্ন ওঠে না।
বিমান মন্ত্রক সাফাই দেয়, কোন পথে ভরতকে সরানো হয়েছে তা জানিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নিয়োগ কমিটির সচিবকে চিঠি পাঠান মন্ত্রকের সচিব। যে বিষয়ে আপত্তি থাকলে নিয়োগ কমিটি পাল্টা চিঠি পাঠাতে পারে। কাল, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন জোগীও। এরই মধ্যে, পাইলটদের ধর্মঘট অব্যাহত থাকায় কিংফিশারের ১২টি উড়ান বাতিল করতে হয়েছে। ধর্মঘটীরা জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দেখে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। |
|
|
|
|
|