|
|
|
|
মধ্যবিত্তদের ব্যঙ্গের অভিযোগ |
চিদম্বরমের অর্থমন্ত্রী হওয়ার জল্পনাতেই সুর চড়া বিজেপির |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পি চিদম্বরম ফের দেশের অর্থমন্ত্রী হচ্ছেন বলে জল্পনা শুরু হতেই বিজেপি তাঁর বিরুদ্ধে নতুন আক্রমণ শানাতে শুরু করল। আর তাতে ইন্ধন জোগাল চিদম্বরমের নিজের মন্তব্যই।
গত কাল চিদম্বরম বলেছিলেন, “আমরা ১৫ টাকা দিয়ে জলের বোতল, ২০ টাকা দিয়ে আইসক্রিম কিনতে পারি, কিন্তু চাল-গমের দাম এক টাকা বাড়লেই প্রতিবাদ করি।” এই কথা বলে চিদম্বরম কার্যত গরিব ও মধ্যবিত্তকেই পরিহাস করেছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। বামেরাও তাঁর বিরুদ্ধে সরব হয়েছে। বিরোধীদের আক্রমণের মুখে চিদম্বরমের স্বরাষ্ট্র মন্ত্রক অবশ্য আজ সাফাই দিয়ে বলে, এই ঘটনায় চিদম্বরম ব্যথিত। ‘ইচ্ছাকৃত ভাবে’ সংবাদমাধ্যমে তাঁর কথা ‘বিকৃত’ করা হয়েছে। তিনি কাউকেই পরিহাস করেননি। নিজের বক্তব্যে চিদম্বরম ‘আমরা’ কথাটি ব্যবহার করেছেন। “কেন মূল্যবৃদ্ধি নিয়ে এত শোরগোল তোলা হচ্ছে”, এই ধরনের কথা কিন্তু তিনি বলেননি।
চিদম্বরমের সাফাইয়ের পরেও বিজেপি বিষয়টিকে হাতছাড়া করতে রাজি নয়। দলের মুখপাত্র রবিশঙ্কর প্রসাদের বক্তব্য, “টু-জি থেকে এয়ারসেল-ম্যাক্সিস দুর্নীতিতে অভিযুক্ত যে ব্যক্তি নাকি আবার দেশের অর্থমন্ত্রী হবেন, তিনি সাধারণ মানুষের দুর্দশা সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নন। ঠান্ডা ঘর থেকে বেরিয়ে চারপাশে তাকালেই তা চোখে পড়বে। ইন্ডিয়া গেটে দাঁড়িয়ে এক গরিব বাবা-মা যদি তাঁদের সন্তানদের একটি আইসক্রিম খাওয়ান, তার অর্থ এই নয় দেশজোড়া মূল্যবৃদ্ধির কোপ থেকে তাঁরা মুক্তি পেয়ে গিয়েছেন।”
বিষয়টিকে আরও বড় মাত্রায় নিয়ে গিয়ে বিজেপি সরাসরি সনিয়া গাঁধী এবং মনমোহন সিংহকেও নিশানা করেছে। মধ্যবিত্তদের মধ্যে বিজেপির ভোটব্যাঙ্ক যথেষ্ট বড়। আর মূল্যবৃদ্ধিতে আম-আদমি নাজেহাল। কাজেই বিজেপি অভিযোগ তুলছে, সনিয়া-মনমোহন যে আম আদমির ভোট পেয়ে ‘ক্ষমতায়’ এসেছিলেন, এখন তাঁরা আম-আদমিরই পরোয়া করেন না। কেন্দ্রীয় মন্ত্রীদের একাংশের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছে, ওই মন্ত্রীরা নাকি বলেছিলেন ‘মানুষের হাতে পয়সা এসেছে। তাঁরা বেশি খাচ্ছেন, তাই জিনিসের দাম বাড়ছে।’
কংগ্রেসের অস্বস্তির কারণ হল, বিরোধীরা ছাড়াও শরিক দল এনসিপি-ও চিদম্বরমের সমালোচনা করেছে। এনসিপি নেতা ডি পি ত্রিপাঠি বলেছেন, “চিদম্বরমের মতো শিক্ষিত এবং সংস্কৃতিমনস্ক মানুষের কাছ থেকে মধ্যবিত্তদের সম্পর্কে এই ধরনের মন্তব্য আশা করিনি।” রাষ্ট্রপতি নির্বাচনের বাজারে জেডিইউ নেতা শরদ যাদব চিদম্বরমকে কিছুটা সমর্থন করলেও তিনি কটাক্ষ করে বলেছেন, “এক জন বাজার অর্থনীতির সমর্থক হিসেবে চিদম্বরম আইসক্রিম নিয়ে এ কথা কেন বললেন? ক’জন গরিব মানুষ আর আইসক্রিম খান? সত্যিটা হল, মুখ ফসকে তিনি এই কথা বলেছেন। আসলে বাজার অর্থনীতিকে আড়াল করার চেষ্টাই চিদম্বরম করেছিলেন।” পরিস্থিতি মোকাবিলা করতে কংগ্রেসের মুখপাত্র রেণুকা চৌধুরি বলেন, “চিদম্বরমের মন্তব্যটি প্রকৃত প্রেক্ষিতে দেখতে হবে। তিনি অন্যায় কিছু বলেননি। খাপছাড়া ভাবে একটি অংশ নিয়ে বিতর্ক তৈরি করে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে।” |
|
|
|
|
|