রাষ্ট্রপতি নির্বাচনে দেশের ‘প্রথম আদিবাসী প্রার্থী’ হিসেবে ঝাড়খণ্ডে এসে ‘আদিবাসী’ নেতৃত্বের সৌজন্যমূলক আতিথেয়তা পেলেন বটে, কিন্তু ভোটের প্রতিশ্রুতি আদায় করতে পারলেন না পি এ সাংমা। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের প্রচারে আজ বিকেলে রাঁচিতে আসেন বিজেপি সমর্থিত প্রার্থী পূর্ণ এ সাংমা। |
আজ সন্ধ্যায় রাজ্যের অন্যতম প্রবীণ আদিবাসী নেতা তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রধান শিবু সোরেনের বাড়িতে যান সাংমা। সাংমার আগমনের জন্য আগে থেকেই তৈরি ছিল রাঁচির মোরাবাদি এলাকায় শিবু সোরেনের বাসভবন। সাংমাকে আপ্যায়ন করার জন্য তৈরি ছিলেন জেএমএম নেতৃত্ব। জেএমএম সূত্রের খবর, রাষ্ট্রপতি নিবার্চনে তাঁকে সমর্থন করার জন্য সাংমার অনুরোধের প্রেক্ষিতে জেএমএম প্রধান স্পষ্ট জানিয়ে দেন, “আপনি এসেছেন, সমথর্ন চাইছেন খুব ভাল কথা। এখনই আমরা ভোটদানের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিইনি। সব দিক খতিয়ে দেখে, বিচার বিবেচনা করেই দল ভোটের সিদ্ধান্ত নেবে।”
আজ বিকেল সওয়া চারটে নাগাদ বিশেষ বিমানে রাঁচি আসেন সাংমা। বিমান বন্দর থেকে তিনি সোজা চলে যান বিরসা চকে। সেখানে বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সাংমা যান মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার বাসভবনে। মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। বিজেপি সূত্রের খবর, অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের নেতা তথা উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর সঙ্গেও সাংমার কথা হয়েছে। তবে আজসুও সাংমাকে নির্দিষ্ট করে কোনও প্রতিশ্রুতি দেননি। আগামী কাল রাঁচি আসছেন রাষ্ট্রপতি পদের আর এক প্রার্থী, প্রণব মুখোপাধ্যায়। |