খরচের বহর কমাতে একগুচ্ছ ব্যবস্থা স্পেনে |
খরচের বহর কমিয়ে ভেঙে পড়া অর্থনীতিকে বাঁচাতে একগুচ্ছ ব্যবস্থা নিল স্পেন।
দেশ জুড়ে বিক্ষোভের মধ্যেই প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় ৬৫০০ কোটি ইউরো বা ৮ হাজার কোটি মার্কিন ডলারের (প্রায় ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকা) ব্যয়সঙ্কোচ প্যাকেজ বুধবার ঘোষণা করে বলেন, “খরচ কমানোর পথ আদৌ সুখের নয়, তবে প্রয়োজনীয়।” বিশেষ করে এ দিন বিক্ষোভে সামিল হন শত শত খনি শ্রমিক। কারণ, খনন শিল্পে ভর্তুকি কমানোর যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তার জেরে অনেককেই কাজ হারাতে হবে বলে তাঁদের আশঙ্কা। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে মাদ্রিদের রাস্তা রণক্ষেত্রের চেহারা নেয়। |
পাঁচ বছর ধরে চলতে থাকা মন্দা, ২৪.৪% বেকারত্বের হার, ক্রমশ কমতে থাকা কর রাজস্ব নিয়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে স্পেন। ব্যয়সঙ্কোচের প্রতিশ্রুতির শর্তেই ইউরোপীয় ইউনিয়ন স্পেনকে ১০,০০০ কোটি ইউরোর ত্রাণ প্যাকেজ দিতে রাজি হয়েছে। সেই কারণেই নির্বাচনে ব্যয়সঙ্কোচের কড়াকড়ি না করার কথা বললেও কনজার্ভেটিভ পার্টির এই নেতা প্রধানমন্ত্রী হওয়ার পর খরচ কাটছাঁট করার পথেই হাঁটতে বাধ্য হলেন বলে রাজনৈতিক মহলের ইঙ্গিত। ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে: যুক্তমূল্য কর (ভ্যাট) ১৮% থেকে বাড়িয়ে ২১% করা, ছ’মাস পর থেকে বেকার ভাতা কমানো, রাষ্ট্রায়ত্ত সংস্থার সংখ্যা কমিয়ে দেওয়া, স্থানীয় কাউন্সিলরদের সংখ্যা ৩০% কমানো।
এর জেরে রাজকোষ ঘাটতি ২০১৪-এর মধ্যে জাতীয় আয়ের ৩ শতাংশে (যা ৬৫০০ কোটি ইউরোর সমান) নামিয়ে আনা যাবে বলেই আশা করছে স্পেন। ইউরোপীয় ইউনিয়নও তাদের সামনে এই লক্ষ্যই বেঁধে দিয়েছে। |